ইয়াহ্ইয়া চৌধুরী

বাংলাদেশী রাজনীতিবিদ
(মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী থেকে পুনর্নির্দেশিত)

ইয়াহ্ইয়া চৌধুরী (জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৯৭৪) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি সিলেট-২ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী
সিলেট-২ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ জানুয়ারি ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৮
পূর্বসূরীশফিকুর রহমান চৌধুরী
উত্তরসূরীমোকাব্বির খান
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী
(1974-02-17) ১৭ ফেব্রুয়ারি ১৯৭৪ (বয়স ৫০)
সিলেট
রাজনৈতিক দলজাতীয় পার্টি
মাতাদিলওয়ারা বেগম চৌধুরী
পিতাএম. এ. হাই চৌধুরী
প্রাক্তন শিক্ষার্থীসিলেট সরকারি কলেজ
শাহজালাল জামেয়া ইসলামিয়া
জীবিকাব্যবসা

প্রাথমিক ও শিক্ষাজীবন

সম্পাদনা

মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী ১৭ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে সিলেটের বিশ্বনাথের দেওকলশের দারোগার বাড়িতে জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম এম. এ. হাই চৌধুরী ও মাতা মোছাঃ দিলওয়ারা বেগম চৌধুরী।[] তিনি সিলেট শহরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এর পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নর্থহ্যাম্পটন থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

কর্মজীবন

সম্পাদনা

রাজনৈতিক জীবন

সম্পাদনা

ইয়াহ্ইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮ 
  2. বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২২৪। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮ 
  3. "Constituency230_10_Bn"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮