মোহাম্মদ আওয়াদ

মিশরীয় ফুটবলার

মোহাম্মদ আওয়াদ (আরবি: محمد عواد; জন্ম: ৬ জুলাই ১৯৯২) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে ইসমাইলি এসসি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[১]

মোহাম্মদ আওয়াদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ হুসাইন আওয়াদ মুসা
জন্ম (1992-07-06) ৬ জুলাই ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান ইসমাইলিয়া, মিশর
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইসমাইলি এসসি
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০২–২০১২ ইসমাইলি এসসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২– ইসমাইলি ৯৫ (০)
২০১৪–২০১৫আল-মাস্রি (ধার) ২২ (০)
জাতীয় দল
২০১১ মিশর অনূর্ধ্ব-২০ (০)
২০১৭– মিশর (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ইসমাইলি এসসি সম্পাদনা

এক মৌসুম আল-মাস্রিতে ধারে খেলার পর, আওয়াদ পুনরায় ইসমাইলি এসসিতে যোগদান করেন। তিনি পুনরায় ইসমাইলি এসসিতে আসার পর, ২০১৫ সালের ২১শে অক্টোবর তারিখে, এল-এন্তাগ এল-হেরাবি এসসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন এবং তিনি উক্ত ম্যাচে ক্লিন শিট রাখতে সক্ষম হন। তিনি বর্তমানে ইসমাইলি এসসির হয়ে নিয়মিত খেলে থাকেন।

মিশর জাতীয় দল সম্পাদনা

২০১৭ সালের ১৪ই নভেম্বর তারিখে, তৎকালীন মিশর জাতীয় দলের কোচ অ্যাক্তর কুপারের মাধ্যমে দলে ডাক পান।

তথ্যসূত্র সম্পাদনা