মোসাদ্দেক হোসেন রুবেল

বাংলাদেশী ক্রিকেটার

মোহাম্মদ মোসাদ্দেক হোসেন (যিনি তার ডাকনাম "রুবেল" নামেও পরিচিত; জন্মঃ ২৫ নভেম্বর ১৯৮৩ সালে ময়মনসিংহে) বাংলাদেশের একজন প্রাক্তন প্রথম শ্রেণীরলিস্ট এ ক্রিকেটার। তিনি ছিলেন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ ব্রেক বোলার[১]

মোসাদ্দেক হোসেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ মোসাদ্দেক হোসেন
ডাকনামরুবেল
ব্যাটিংয়ের ধরনডান হাতি
বোলিংয়ের ধরনডান হাত লেগ ব্রেক
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম-শ্রেণী এ তালিকাভুক্ত
ম্যাচ সংখ্যা ২০
রানের সংখ্যা ৫২১ ৪৩
ব্যাটিং গড় ১৯.২৯ ৭.১৬
১০০/৫০ ১/১ -/-
সর্বোচ্চ রান ১৪০ ১৪
বল করেছে ২,৯০৭ ২৬৭
উইকেট ৫৫
বোলিং গড় ৩০.১৪ ২৪.১১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট এন/এ
সেরা বোলিং ৫/৪৬ ৪/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/- ১/-
উৎস: ক্রিকেট আর্কাইভ, ৬ নভেম্বর ২০১৬

তিনি ২০০০-০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ঢাকা বিভাগ ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন। তার ক্যারিয়ার তার ২০তম জন্মদিনের অল্পকিছু আগেই শেষ হয়। ২০০০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। তার প্রথম সেঞ্চুরি আসে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে যেখানে তিনি ১৪০ রান করেছিলেন এবং দু'বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। ২০০১-০২ সালে লিবার্ড আইল্যান্ডস ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ এ ক্রিকেট দলের হয়ে ৫ উইকেট ৪৬ রানের বিনিময়ে তার সেরা পারফরম্যান্স। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মোসাদ্দেক হোসেন রুবেল"ইএসপিএনক্রিকইনফো। সংগৃহীত 2 September 2017। (ইংরেজি)
  2. "Windward Islands v Bangladesh A 2001-02"। CricketArchive। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬