মুসাফির (২০০৪-এর চলচ্চিত্র)

সঞ্জয় গুপ্তা পরিচালিত ২০০৪-এর চলচ্চিত্র

মুসাফির সঞ্জয় গুপ্তা রচিত, পরিচালিত ও প্রযোজিত ২০০৪ সালের ভারতীয় হিন্দি ভাষার নব্য নোয়ার মারপিটধর্মী থ্রিলার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অনিল কাপুর, সমীরা রেড্ডি, আদিত্য পঞ্চোলি, ও সঞ্জয় দত্ত এবং নবাগতা কোয়েনা মিত্র[] চলচ্চিত্রটি কিছু ঘনিষ্ঠ দৃশ্যের জন্য সমালোচিত হয়, বিশেষ করে কাপুর ও রেড্ডির চুম্বন দৃশ্যের জন্য।[] এটি ১৯৯৭ সালের হলিউড চলচ্চিত্র ইউ টার্ন-এর পুনর্নির্মাণ।[]

মুসাফির
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকসঞ্জয় গুপ্তা
প্রযোজকসঞ্জয় গুপ্তা
রচয়িতাসঞ্জয় গুপ্তা
শ্রেষ্ঠাংশে
সুরকারআনন্দ রাজ আনন্দ
বিশাল-শেখর
চিত্রগ্রাহকপি. এস. বিনোদ
সম্পাদকবান্টি নাগি
মুক্তি
  • ১০ ডিসেম্বর ২০০৪ (2004-12-10)
স্থিতিকাল১৫২ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়১১.৮২ কোটি[][]

চলচ্চিত্রটি ২০০৪ সালের ১০ই ডিসেম্বর ভারতে মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে শুরুতে ভারত জুড়ে প্রেক্ষাগৃহে ৮০%-১০০% হাউজফুল হলেও প্রথম সপ্তাহান্তেই দর্শক কমতে শুরু করে এবং ফ্লপ তকমা লাভ করে।[][]

অভিনয়শিল্পীদল

সম্পাদনা

সঙ্গীত

সম্পাদনা
মুসাফির
কর্তৃক সংকলন
মুক্তির তারিখ১ অক্টোবর ২০০৪ (2004-10-01) (ডিজিটাল মুক্তি)
১০ ডিসেম্বর ২০০৪ (2004-12-10) (চলচ্চিত্র)
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৯৭:১২
সঙ্গীত প্রকাশনীটি-সিরিজ
বিশাল-শেখর কালক্রম
পপকর্ন খাও! মস্ত হো যাও
(২০০৪)
মুসাফির
(২০০৪)
শব্দ
(২০০৫)
আনন্দ রাজ আনন্দ কালক্রম
ওয়াজা
(২০০৩)
মুসাফির
(২০০৪)
কাল
(২০০৫)

মুসাফির চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন বিশাল-শেখরআনন্দ রাজ আনন্দ একটি গানের সুর করেন, সেটি হল "ইশ্‌ক কভি করিও না"। এই অ্যালবামের চারটি গান কাঁটে চলচ্চিত্রের মৌলিক গানের পুনর্মিশ্রণ। দেব কোহলি, কুমার, বিশাল দাদলানিমিলাপ জাভেরি গানের গীত লিখেন। গানসমূহ নিরীক্ষাধর্মী ও ভিন্নধর্মী হওয়ার জন্য সমালোচক ও শ্রোতাদের প্রশংসা অর্জন করে। "ইশ্‌ক কভি করিও না", "সাকি সাকি" ও "দূর সে পাস" গানসমূহ তরুণদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বক্স অফিস ইন্ডিয়া অনুসারে, অ্যালবামটির প্রায় ১৮,০০,০০০ ইউনিট বিক্রি হয়, যা সেই বছরের সপ্তম সর্বোচ্চ বিক্রীত চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক অ্যালবাম।[] "সাকি সাকি" গানটি বাটলা হাউজ চলচ্চিত্রে ব্যবহৃত হয়।

মৌলিক গানের তালিকা
নং.শিরোনামদৈর্ঘ্য
সিডি 1 - ক্লাব
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."ইশ্‌ক কভি করিও না" (ফ্লিয়া মার্কেট ট্রান্স মিক্স)দেব কোহলিআনন্দ রাজ আনন্দসুনিধি চৌহান৪:২৮
২."সাকি সাকি" (সাইকেডেলিক ইনসোমনিয়া মিক্স)দেব কোহলিবিশাল-শেখরসুখবিন্দর সিং, সুনিধি চৌহান৫:২৪
৩."দূর সে পাস" (মিসি ইন দ্য পুল মিক্স)দেব কোহলিবিশাল-শেখরকেকে৬:০৬
৪."রাব্বা" (অ্যাগনি অ্যান্ড একস্টেসি মিক্স)কুমার, দেব কোহলিবিশাল-শেখরকৃষ্ণ বেউরা৫:৫২
৫."তেজ ধার" (সেক্স অন হুইল মিক্স)বিশাল দাদলানি, মিলাপ জাভেরিবিশাল-শেখরসঞ্জয় দত্ত৫:৩৬
৬."ইশ্‌ক কভি করিও না" (পারাদিসো মিক্স)দেব কোহলিআনন্দ রাজ আনন্দসুখবিন্দর সিং৪:২৩
৭."ইশ্‌ক সমুন্দর*" (ব্যাক টু লাইফ মিক্স)দেব কোহলিআনন্দ রাজ আনন্দসুনিধি চৌহান, আনন্দ রাজ আনন্দ৫:২২
৮."রামা রে" (দ্য বয়েজ আর ব্যাক মিক্স)দেব কোহলিআনন্দ রাজ আনন্দজুবিন গার্গ, সঞ্জয় দত্ত, শান৬:৬৫
৯."রাব্বা" (কিংকি ইন ইবিজা মিক্স)কুমার, দেব কোহলিবিশাল-শেখরঋচা শর্মা৭:৫১
মোট দৈর্ঘ্য:৫১:৫৮
সিডি 2 – লাউঞ্জ
নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১০."রাব্বা" (ফেয়ারওয়েল টু স্যাডনেস মিক্স)কুমার, দেব কোহলিবিশাল-শেখরঋচা শর্মা৬:২২
১১."সুন সোনিয়ো" (আনজুনা লাগুনা মিক্স)দেব কোহলিবিশাল-শেখরহেমা সরদেসাই৪:২৩
১২."তেজ ধার" (বিল্লা'স জার্নি মিক্স)বিশাল দাদলানি, মিলাপ জাভেরিবিশাল-শেখরসঞ্জয় দত্ত৫:২৪
১৩."ফির না কেহনা" (ক্রেজি ইন জাঞ্জিবার মিক্স)দেব কোহলিবিশাল-শেখরকুমার শানু, সুনিধি চৌহান৫:৩৯
১৪."এক দিল নে" (কাসা বিত্তোনা মিক্স)দেব কোহলিবিশাল-শেখরকুনাল গাঞ্জাওয়ালা, শ্রেয়া ঘোষাল৪:৫৭
১৫."রাব্বা" (কিস অব ডেথ মিক্স)কুমার, দেব কোহলিবিশাল-শেখরসুখবিন্দর সিং৬:০৪
১৬."ইয়ার মাঙ্গিয়াসি*" (ইটার্নাল মোমেন্ট মিক্স)দেব কোহলিআনন্দ রাজ আনন্দসোনু নিগম৬:২২
১৭."মাহি বে*" (স্লিপ উইথ ডেস্টিনি মিক্স)দেব কোহলিআনন্দ রাজ আনন্দসুখবিন্দর সিং, ঋচা শর্মা৬:০৩
মোট দৈর্ঘ্য:৪৫:১৪

*কাঁটে চলচ্চিত্রের গান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Musafir Box Office Collection | India | Day Wise | Box Office - Bollywood Hungama"বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২ 
  2. "Musafir - Movie"বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২ 
  3. Bose Malik, Jhoomur (১০ ডিসেম্বর ২০০৪)। "Sanjay Dutt ki to..."দ্য টাইমস অব ইন্ডিয়া। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২ 
  4. পিল্লাই, শ্রীধর (১১ ডিসেম্বর ২০০৪)। "Erotic thriller"দ্য হিন্দু। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২ 
  5. Cine Blitzব্লিটজ। ২০০৪। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২ 
  6. "Top India Total Nett Gross 2004"বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২২ 
  7. "Music Hits 2000–2009 (Figures in Units)"বক্স অফিস ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

সম্পাদনা