মুত্তালিব ইবনে আবদে মানাফ
মুত্তালিব ইবনে আবদে মানাফ মুহাম্মদের পিতামহ আব্দুল মুত্তালিবের চাচা ছিলেন। হাশিম ইবনে আবদে মানাফের ভাই।
মুত্তালিব ইবনে আবদে মানাফ | |
---|---|
জন্ম | মুত্তালিব ইবনে আবদে মানাফ |
মৃত্যু | ৫১০ মক্কা |
জাতীয়তা | আরবী |
পরিচিতির কারণ | মুহাম্মদের প্রপিতামহের ভাই |
পিতা-মাতা | আবদ মানাফ ইবনে কুসাই (বাবা) আতিকা বিনতে মুররাহ (মা) |
আত্মীয় | আবদ শামস ইবনে আবদ মানাফ (ভাই) হাশিম ইবনে আবদ মানাফ (ভাই) নওফাল ইবনে আবদ মানাফ (সৎ ভাই) |
নাম ও বংশধারা
সম্পাদনামুত্তালিব ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মাররাহ ইবনে কা’ব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে মালিক ইবনে নাজার ইবনে কিনানা ইবনে খুযায়মা ইবনে মুদরিকা ইবনে ইলয়াস ইবনে মুদির ইবনে নাজার ইবনে মা’দ ইবনে আদনান। [১]
কুরাইশ বংশতালিকা
সম্পাদনাজন্ম
সম্পাদনাতিনি মক্কায় জন্মগ্রহণ করেন।
পিতা-মাতা
সম্পাদনাপিতা আবদে মানাফ ইবনে কুসাই। মাতা সালমা বিনতে আমর। [২]
নবীর দাদাকে লালন পালন
সম্পাদনাআব্দুল মুত্তালিবকে হাশেম ইবনে আবদে মানাফের মৃত্যুর পর তার মা মাতুতালয় ইয়াসরিবে (মদীনা)নিয়ে যান। যেখানে তার লালন-পালন করা হয়। যখন আব্দুল মুত্তালিব কিছু বড় হোন, তার চাচা মুত্তালিব ইবনে আবদে মানাফ তাকে মদীনা থেকে নিয়ে আসতে যান। যখন তার ভাতিজাকে দেখেন তিনি কাঁদতে থাকেন। তার মা সালমা বিনতে আমরের অনুমতি নিয়ে তাকে মক্কায় নিয়ে আসেন।কিন্তু কিছুদিন পর তারও মৃত্যু হয়ে যায়।[৩]
মৃত্যু
সম্পাদনা৫১০খ্রীস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সম্পাদনা করছেন: হাশিম ইবনে আবদ মানাফ"। উইকিপিডিয়া।
- ↑ "المطلب بن عبد مناف"। ويكيبيديا (আরবি ভাষায়)। ২০২০-০৪-১৩।
- ↑ سیرت ابن ھشام جلد اول صفحہ 137۔138