মিহালি কাতা

হাঙ্গেরীয় ফুটবলার

মিহালি কাতা (হাঙ্গেরীয়: Mihály Kata; জন্ম: ১৩ এপ্রিল ২০০২) হলেন একজন হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে হাঙ্গেরীয় ক্লাব এমটিকে বুদাপেস্ট এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মিহালি কাতা
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-04-13) ১৩ এপ্রিল ২০০২ (বয়স ২২)
জন্ম স্থান বুদাপেস্ট, হাঙ্গেরি
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
এমটিকে বুদাপেস্ট
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৪৬, ৯ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৭ সালে, কাতা হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে হাঙ্গেরির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মিহালি কাতা ২০০২ সালের ১৩ই এপ্রিল তারিখে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

কাতা হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬, হাঙ্গেরি অনূর্ধ্ব-১৭ এবং হাঙ্গেরি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে হাঙ্গেরির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ২১শে নভেম্বর তারিখে তিনি হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ২৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২৩ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে, ২১ বছর, ৪ মাস ও ২৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কাতা সার্বিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭৭তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় আদাম নাগির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৬ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি হাঙ্গেরি ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে কাতা সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৯ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
হাঙ্গেরি ২০২৩
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Serbia vs. Hungary - 7 September 2023 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  2. "Serbia - Hungary 1:2 (EURO Qualifiers 2023/2024, Group G)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  3. "Serbia - Hungary, Sep 7, 2023 - European Qualifiers - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Serbia vs. Hungary"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা