মিথাইল
মিথেন হতে প্রাপ্ত অ্যালকাইল মূলক
মিথাইল হচ্ছে একটি এলকাইল মূলক যা একটি কার্বন অণু এবং তিনটি হাইড্রোজেন অণু দিয়ে গঠিত মিথেন গ্যাস থেকে উৎপাদন করা হয়। অধিকাংশ সময় এই মূলককে সংক্ষেপে 'Me বলা হয়। অনেক অজৈব যৌগে মিথাইল মূলকের উপস্থিতি লক্ষ্য করা যায়। মিথাইল মূলক সাধারণত বড় অনুর অংশ হিসেবে থাকে। মিথাইল মূলককে তিন পর্যায়ে পাওয়া যায়। এনায়ন, ক্যাটায়ন এবং মুক্ত মূলক।[১]
মিথাইল ক্যাটায়ন, এনায়ন এবং র্যাডিক্যালসম্পাদনা
মিথাইল ক্যাটায়নসম্পাদনা
মিথাইল ক্যাটায়ন (CH3+) গ্যাস ফর্মে পাওয়া যায় ।
মিথাইল এনায়নসম্পাদনা
M + CH3X → MCH3
- এখানে M একটি ধাতু।
মিথাইল র্যাডিক্যালসম্পাদনা
মিথাইলেশানসম্পাদনা
মুক্ত মূলক বিক্রিয়াসম্পাদনা
"কাইরাল মিথাইল"সম্পাদনা
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ March, Jerry (১৯৯২)। Advanced organic chemistry: reactions, mechanisms, and structure। John Wiley & Sons। আইএসবিএন 0-471-60180-2।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |