ক্যাটায়ন

ধনাত্মক আধানযুক্ত আয়ন

ধাতু সমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরের এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করে যে আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে। ক্যাটায়নে প্রোটনের তুলানায় ইলেকট্রন কম থাকায় এর আধান (চার্জ) ধনাত্মক(+) বা positive.

ধনাত্মক আধান

সাধারণত সব পরমাণুই আধান নিরপেক্ষ। কারণ তাদের মধ্যে যতটি ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন থাকে ঠিক ততটিই ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন থাকে। তাই সামগ্রিক ভাবে তারা আধান নিরপেক্ষ। তবে প্রতিটি পরমাণুই তাদের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। যেহেতু ধাতু সমূহের সর্বশেষ শক্তিস্তরে ১টি, ২টি বা ৩টি ইলেকট্রন থাকে তাই এদের প্রতি নিউক্লিয়াসের প্রোটনের আকর্ষণ কম থাকে। ফলে, তারা সহজেই ওই ইলেকট্রন গুলো ত্যাগ করতে পারে। অর্থাৎ, এদের আয়নিকরণ শক্তির মান অনেক কম হয়।

সর্বশেষ শক্তিস্তরের ওই ইলেকট্রন গুলো ত্যাগ করলে ধাতব পরমাণু গুলো আর আধান নিরপেক্ষ থাকে না। এগুলো আয়নে পরিণত হয়। এই আয়নই হল ক্যাটায়ন[]

কিছু ক্যাটায়ন

সম্পাদনা
ক্যাটায়ন []
ইংরেজি নাম বাংলা লিপিতে নাম Formula যোজনী প্রচলিত নাম
মৌলের ক্যাটায়ন
Aluminium অ্যালুমিনিয়াম Al3+ 3
Barium বেরিয়াম Ba2+ 2
Beryllium বেরিলিয়াম Be2+ 2
Calcium ক্যালসিয়াম Ca2+ 2
Chromium(III) ক্রোমিয়াম (III) Cr3+ 3
Copper(I) কপার (I) Cu+ 1 cuprous (কিউপ্রাস)
Copper(II) কপার (II) Cu2+ 2 cupric (কিউপ্রিক)
Hydrogen হাইড্রোজেন H+ 1
Iron(II) আয়রন (II) Fe2+ 2 ferrous (ফেরাস)
Iron(III) আয়রন (III) Fe3+ 3 ferric (ফেরিক)
Lead(II) লেড (II) Pb2+ 2 plumbous (প্লামবাস)
Lead(IV) লেড (IV) Pb4+ 4 plumbic (প্লামবিক)
Lithium লিথিয়াম Li+ 1
Magnesium ম্যাগনেসিয়াম Mg2+ 2
Manganese(II) ম্যাঙ্গানিজ (II) Mn2+ 2 manganous (ম্যাঙ্গানাস)
Manganese(III) ম্যাঙ্গানিজ (III) Mn3+ 3 manganic (ম্যাঙ্গানিক)
Manganese(IV) ম্যাঙ্গানিজ (IV) Mn4+ 4
Mercury(II) মার্কারি (II) Hg2+ 2 mercuric (মারকিউরিক)
Potassium পটাশিয়াম K+ 1 kalium (ক্যালিয়াম)
Silver সিলভার Ag+ 1 argentous (আর্জেন্টাস)
Sodium সোডিয়াম Na+ 1 natric (ন্যাট্রিক)
Strontium স্ট্রনসিয়াম Sr2+ 2
Tin(II) টিন (II) Sn2+ 2 stannous (স্ট্যানাস)
Tin(IV) টিন (IV) Sn4+ 4 stannic (স্ট্যানিক)
Zinc জিঙ্ক Zn2+ 2
যৌগমূলক ক্যাটায়ন
Ammonium অ্যামোনিয়াম NH+
4
1
Phosphonium ফসফোনিয়াম PH+
4
1
Hydronium হাইড্রোনিয়াম H3O+ 1
Mercury(I) মার্কারি (I) Hg2+
2
[]
2 mercurous (মারকিউরাস)
  1. এই আয়নটি দেখতে মৌলের আয়ন মনে হলেও এখানে যেহাতু মার্কারির দুটো পরমাণু একত্রে সম্মিলিত যোজনী প্রদর্শন করে, তাই এটি যৌগমূলক

আরো দেখুন

সম্পাদনা



তথ্যসূত্র

সম্পাদনা
  1. রসায়ন ৯ম-১০ম। NCTB। ২০১৮। পৃষ্ঠা 92-94। 
  2. "Common Ions and Their Charges" (পিডিএফ)Science Geek