প্রোটন
মৌলিক কণিকা
প্রোটন একটি মৌলিক কণিকা। এটি স্থিতিশীল উপ-পরমাণু কণা। প্রতীক p, H+, or 1H+ । এর ভর একটি নিউট্রনের তুলনায় সামান্য কম এবং একটি ইলেক্ট্রনের ভরের 1,836 গুণ ( প্রোটন-ইলেক্ট্রন ভরের অনুপাত )। এর রয়েছে ইলেকট্রনের সমমানের (১.৬০২১৭৬৪৮৭(৪০)X ১০−১৯কুলম্ব) আধান; পার্থক্য শুধু এটুকুই যে, ইলেকট্রনের আধান ঋণাত্মক আর প্রোটনের আধান ধনাত্মক।
শ্রেণীবিন্যাস | Baryon |
---|---|
গঠন | মৌলিক কণিকা |
পরিসংখ্যান | ফার্মিয়ন |
মিথষ্ক্রিয়া | অভিকর্ষ, তাড়িতচৌম্বক মিথস্ক্রিয়া, দুর্বল মিথস্ক্রিয়া, সবল মিথস্ক্রিয়া |
প্রতীক | p, p+, N+ |
প্রতিকণা | অ্যান্টিপ্রোটন |
তত্ত্ব | উইলিয়াম প্রাউট (১৮১৫) |
আবিষ্কার | আর্নেস্ট রাদারফোর্ড (১৯১৯) |
ভর | ১.৬৭২৬২১৬৩৭(৮৩) × ১০–২৭ কেজি ৯৩৮.২৭২০১৩ (২৩) MeV/c২ ১.০০৭২৭৬৪৬৬৭৭(১০) u [১] |
জীবনকাল গড় | >২.১ × ১০–২৯ বছর(স্থায়ী) |
ইলেকট্রিক চার্জ | –১e ১.৬০২১৭৬৪৮৭(৪০) × ১০-১৯ C[১] |
চার্জ ব্যাসার্ধ | ০.৮৭৫(৭) fm |
Electric dipole moment | <৫.৪ × ১০–২৪ e cm |
স্পিন | ১⁄২ |
Isospin | ১⁄২ |
সমতা | +১ |
ঘনীভূত | I(JP) = ১⁄২(১⁄২+) |
প্রোটনের নিশ্চল ভর হলো ১.৬৭২৬১৪ X ১০−২৭ কিলোগ্রাম, যা ইলেকট্রনের ভরের তুলনায় ১৮৩৬.১২ গুণ বেশি। পারতপক্ষে, প্রোটন হলো একটি হাইড্রোজেন আয়ন যা সকল পারমাণবিক নিউক্লিয়াস-এ বিদ্যমান।
একটি হাইড্রোজেন কণা হতে একটি ইলেকট্রন সরিয়ে নিলে যে ধনাত্মক আধান যুক্ত কণা (H+) অবশিষ্ট থাকে তাই প্রোটন।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে প্রোটন সংক্রান্ত মিডিয়া রয়েছে।