প্রোটন
মৌলিক কণিকা
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়া হতে অনুবাদের মাধ্যমে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষ্যে মানোন্নয়ন করা হচ্ছে। নিবন্ধটিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই নিবন্ধকার কর্তৃক সম্প্রসারণ করে অনুবাদ শেষ করা হবে; আপনার যেকোন প্রয়োজনে এই নিবন্ধের আলাপ পাতাটি ব্যবহার করুন। আপনার আগ্রহের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। |
প্রোটন একটি মৌলিক কণিকা। এটি স্থিতিশীল উপ-পরমাণু কণা। প্রতীক p, H+, or 1H+ । এর ভর একটি নিউটনের তুলনায় সামান্য কম এবং একটি ইলেক্ট্রনের ভরের 1,836 গুণ ( প্রোটন-ইলেক্ট্রন ভরের অনুপাত )। এর রয়েছে ইলেকট্রনের সমমানের (১.৬০২১৭৬৪৮৭(৪০)X ১০−১৯কুলম্ব) আধান; পার্থক্য শুধু এটুকুই যে, ইলেকট্রনের আধান ঋণাত্মক আর প্রোটনের আধান ধনাত্মক।
![]() প্রোটনের কোয়ার্ক গঠন | |
শ্রেণীবিন্যাস | Baryon |
---|---|
গঠন | মৌলিক কণিকা |
পরিসংখ্যান | ফার্মিয়ন |
মিথষ্ক্রিয়া | অভিকর্ষ, তাড়িতচৌম্বক মিথস্ক্রিয়া, দুর্বল মিথস্ক্রিয়া, সবল মিথস্ক্রিয়া |
প্রতীক | p, p+, N+ |
প্রতিকণা | অ্যান্টিপ্রোটন |
তত্ত্ব | উইলিয়াম প্রাউট (১৮১৫) |
আবিষ্কার | আর্নেস্ট রাদারফোর্ড (১৯১৯) |
ভর | ১.৬৭২৬২১৬৩৭(৮৩) × ১০–২৭ কেজি ৯৩৮.২৭২০১৩ (২৩) MeV/c২ ১.০০৭২৭৬৪৬৬৭৭(১০) u [১] |
জীবনকাল গড় | >২.১ × ১০–২৯ বছর(স্থায়ী) |
ইলেকট্রিক চার্জ | –১e ১.৬০২১৭৬৪৮৭(৪০) × ১০-১৯ C[১] |
চার্জ ব্যাসার্ধ | ০.৮৭৫(৭) fm |
Electric dipole moment | <৫.৪ × ১০–২৪ e cm |
স্পিন | ১⁄২ |
Isospin | ১⁄২ |
সমতা | +১ |
ঘনীভূত | I(JP) = ১⁄২(১⁄২+) |
প্রোটনের নিশ্চল ভর হলো ১.৬৭২৬১৪ X ১০−২৭ কিলোগ্রাম, যা ইলেকট্রনের ভরের তুলনায় ১৮৩৬.১২ গুণ বেশি। পারতপক্ষে, প্রোটন হলো একটি হাইড্রোজেন আয়ন যা সকল পারমাণবিক নিউক্লিয়াস-এ বিদ্যমান।
একটি হাইড্রোজেন কণা হতে একটি ইলেকট্রন সরিয়ে নিলে যে ধনাত্মক আধান যুক্ত কণা (H+) অবশিষ্ট থাকে তাই প্রোটন।
তথ্যসূত্রসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে প্রোটন সংক্রান্ত মিডিয়া রয়েছে।