মালবি ভাষা
মালবি বা মালব্য ভাষা হলো রাজস্থানি ভাষাগোষ্ঠীর অন্তর্গত একটি ভাষা যা ভারতের মধ্যপ্রদেশের মালব অঞ্চলের (নিমাড় অঞ্চলের উত্তরে অবস্থিত) কথ্য ভাষা৷ এটি পার্শ্ববর্তী নিমাড় অঞ্চলের ভাষা নিমাড়ির সাথে ধ্বনিগত ও ভাষাগত কিছু সাদৃৃৃশ্য বহন করে৷
মালবি ভাষা | |
---|---|
দেশোদ্ভব | ভারত (মধ্যপ্রদেশের মালব অঞ্চল ও রাজস্থান) |
মাতৃভাষী | ৫২,১২,৬১৭ এবং সোন্ধওয়াড়ী রাজস্থান - ২,২৯৭৮৮ (২০১১ জনগণনা)[১]
|
ইন্দো-ইউরোপীয়
| |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | mup |
গ্লোটোলগ | malv1243 (মালবি)[২] |
অঞ্চল
সম্পাদনামালবি ভাষা মুলত মধ্যপ্রদেশের মালব অঞ্চল ও তৎসংলগ্ন রাজস্থানের কিছু জেলায় স্থানীয় লোকের কথ্য ভাষা৷[৩]
- মধ্যপ্রদেশ - ৪৭০৭৭১৯ (৬.৪৮%)
- নীমাচ জেলা - ৩৮২৩৯৭ (৪৬.২৯%)
- মন্দসৌর জেলা - ৬৫১১৭৩ (৪৮.৫৮%)
- রতলাম জেলা - ৬১৫৮৭৭ (৪২.৩৩%)
- উজ্জয়িনী জেলা - ৯৪৫৩৪২ (৪৭.৫৮%)
- শাজাপুর জেলা - ৩৩১৫৯৮ (২১.৯২%)
- দেওয়াস জেলা - ৫১১৭৬৬ (৩২.৭৩%)
- ধার জেলা - ৩৪১৫১৭ (১৫.৬২%)
- ইন্দোর জেলা - ৪৯৩০০৭ (১৫.০৫%)
- রাজগড় জেলা - ৩৭৪০৩৩ (২৪.২০%)
- সেহোর জেলা - ১৯১০৫ (১.৪৬%)
- ঝাবুয়া জেলা - ৩৫৩৬৬ (৩.৪৫%)
- রাজস্থান - ৭৩১৬০৬ (১.০৭%)
- কোটা জেলা - ৪৪০৫৯ (২.২৬%)
- ঝালাওয়াড় জেলা - ৪৬৭৭৪০ (৩৩.১৫%)
বিতর্ক
সম্পাদনাঅঞ্চলভিত্তিক জনসংখ্যার নির্ণয় সর্বশেষ ২০১১ খ্রীস্টাব্দে সম্পন্ন হয়৷ প্রাথমিকভাবে মালবিকে হিন্দির একটি আঞ্চলিক উপভাষা হিসাবে উপস্থাপন করা হয়, কিন্তু বহুক্ষেত্রে এমন দেখা গেছে যে বিপুল সংখ্যক মালবি ভাষা তথা সোন্ধওয়ারীকে মুল হিন্দি ভাষাতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা হিন্দি ভাষার সংখ্যাগরিষ্ঠতা প্রদর্শণে সহায়তা করেছে৷ মালবি ভাষার মতো বেশ কিছু ভাষা স্থানীয়দের হীনম্মন্যতা ও কুটনৈতিক কারণে সংকটাপন্ন৷
উপভাষাসমূহ
সম্পাদনামালবি ভাষার উপভাষাগুলি হলো যথাক্রমে,
- উজ্জয়িনী উপভাষা (উজ্জয়িনী জেলা, ইন্দোর জেলা, দেওয়াস জেলা, শাজাপুর জেলা, আগর মালোয়া জেলা, সেহোর জেলা)
- রাজৌয়াড়ি উপভাষা (রতলাম জেলা,মান্দসৌর জেলা, নীমাচ জেলা)
- উমঠওয়াড়ি উপভাষা (রাজগড় জেলা)
- সোন্ধওয়াড়ি উপভাষা (রাজস্থানের ঝালাওয়াড় জেলা)
উজ্জয়িনীর উপভাষাকে প্রমিত ও ঐতিহ্যপূর্ণ মালবি ভাষা গণ্য করা হয় এবং কখনো কখনো সম্পূর্ণ ভাষাকেই উজ্জয়িনী ভাষা নামে অভিহিত করা হয়৷
প্রায় ৭৫% মালবিভাষী মধ্যপ্রদেশের সরকারী ভাষা হিন্দিতে কথা বলতে সক্ষম৷ ২০১১ জনগণনা অনুসারে মালবিভাষীদের ৪০% জনসংখ্যা তাদের নিজেদের ব্যবহৃত দ্বিতীয় ভাষা হিসাবে হিন্দি ভাষাকে চয়ন করেছেন৷ মালবি ভাষাতে বহু নথিপত্র ও গবেষণাপত্র আজ অবধি অপ্রকাশিত রয়ে গেছে৷
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011"। www.censusindia.gov.in। Office of the Registrar General & Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৭।
- ↑ হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "মালবি"। গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html