উজ্জয়িনী জেলা
উজ্জয়িনী জেলা মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলা। জেলা সদর ঐতিহাসিক উজ্জয়িনী শহরে অবস্থিত। জেলার মোট আয়তন ৬,০৯১ কিমি২ এবং জনসংখ্যা ১৯,৮৬,৮৬৪ জন (২০১১-এর আদমশুমারি), যা ২০০১-এর জনসংখ্যা ১৭,১০,৯৮২ জনের তুলনায় ১৬.১২% বৃদ্ধি লাভ করেছে।
উজ্জয়িনী জেলা | |
---|---|
মধ্যপ্রদেশের জেলা | |
মধ্যপ্রদেশে উজ্জয়িনী জেলার অবস্থান | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | মধ্যপ্রদেশ |
বিভাগ | উজ্জয়িনী |
সদর দপ্তর | উজ্জয়িনী |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | উজ্জয়িনী |
আয়তন | |
• মোট | ৬,০৯১ বর্গকিমি (২,৩৫২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,৮৬,৮৬৪ |
• জনঘনত্ব | ৩৩০/বর্গকিমি (৮৪০/বর্গমাইল) |
জনসংখ্যার উপাত্ত | |
• সাক্ষরতা | ৭৩.৫৫ শতাংশ |
• লিঙ্গ অনুপাত | ৯৫৪ |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
ওয়েবসাইট | http://ujjain.nic.in |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাবছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
31২০০১ | — | |
১৯০১ | ২,৯৫,৩১২ | — |
১৯১১ | ৩,৪০,১৩২ | +১.৪২% |
১৯২১ | ৩,৩৭,৫৫৪ | −০.০৮% |
১৯৩১ | ৩,৯৬,৮৯৪ | +১.৬৩% |
১৯৪১ | ৪,৫৪,৩৭০ | +১.৩৬% |
১৯৫১ | ৫,৪৩,৩২৫ | +১.৮% |
১৯৬১ | ৬,৬১,৭২০ | +১.৯৯% |
১৯৭১ | ৮,৬২,৫১৬ | +২.৬৯% |
১৯৮১ | ১১,১৭,০০২ | +২.৬২% |
১৯৯১ | ১৩,৮৩,০৮৬ | +২.১৬% |
২০১১ | ১৯,৮৬,৮৬৪ | +১.৮৩% |
উৎস:[১] |
২০১১ সালের আদমশুমারি অনুসারে উজ্জয়িনী জেলার জনসংখ্যা ১৯,৮৬,৮৬৪[২], যা মোটামুটিভাবে স্লোভেনিয়া[৩] বা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের সমান।[৪] এটি জনসংখ্যার হিসাবে ভারতে ২৩৩তম (মোট ৬৪০ টির মধ্যে) বৃহৎ জেলা।[২] জেলায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩২৬ জন (৮৪০/বর্গ মাইল)।[২] জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ দশকে ১৬.১১% ছিল।[২] উজ্জয়িনী জেলায় লিঙ্গ অনুপাত প্রতি ১,০০০ জন পুরুষের বিপরীতে ৯৫৪ জন মহিলার[২] এবং সাক্ষরতার হার ৭৩.৫৫%।[২]
ভাষা
সম্পাদনা২০১১ সালের ভারতের আদমশুমারির অনুসারে জেলার মোট জনসংখ্যার ৯৫.২১% হিন্দি, ২.৮৩% উর্দু, ০.৫৮% গুজরাতি, ০.৫৬% মারাঠি ও ০.৪০% সিন্ধি ভাষায় কথা বলে।[৫]
ভূগোল
সম্পাদনাজেলাটি উত্তর-পূর্ব ও পূর্ব দিকে শাজাপুর জেলা, দক্ষিণ-পূর্বে দেবাস, দক্ষিণে ইন্দোর, দক্ষিণ-পশ্চিমে ধর এবং পশ্চিম ও উত্তর-পশ্চিমে রতলাম জেলা দ্বারা সীমাবদ্ধ। জেলাটি উজ্জয়িন বিভাগের অন্তর্গত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Decadal Variation In Population Since 1901
- ↑ ক খ গ ঘ ঙ চ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ১০ অগাস্ট ২০২১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অগাস্ট ২০২১।
Slovenia 2,000,092 July 2011 est.
- ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অগাস্ট ২০২১।
New Mexico - 2,059,179
- ↑ 2011 Census of India, Population By Mother Tongue
বহিঃসংযোগ
সম্পাদনা- উজ্জয়িন জেলার ওয়েব সাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুলাই ২০১১ তারিখে