উজ্জয়িনী

মেট্রোপলিস

উজ্জয়িনী (ইংরেজি: Ujjain) ভারতের মধ্য প্রদেশ রাজ্যের উজ্জয়িনী জেলার একটি শহর ও পৌর সংস্থার অধীন এলাকা। উজ্জয়িনী ভারতের প্রাচীন নগরী। এর অবস্থান বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যে শিপ্রা নদীর তীরে। পুরাতাত্ত্বিক উৎখননে এই নগরীর চারিদিকে আনুমানিক খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে নির্মিত একটি প্রাচীর আবিষ্কৃত হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর রূপে অনুমিত এই নগরী শক ও গুপ্তযুগে জ্যোতিষ চর্চার প্রসিদ্ধ কেন্দ্র ছিল। উজ্জয়িনীর মহাকাল মন্দির বিখ্যাত।

উজ্জয়িনী
শহর
রাম ঘাট, উজ্জয়িনী
রাম ঘাট, উজ্জয়িনী
উজ্জয়িনী মধ্যপ্রদেশ-এ অবস্থিত
উজ্জয়িনী
উজ্জয়িনী
মধ্য প্রদেশ, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১১′ উত্তর ৭৫°৪৬′ পূর্ব / ২৩.১৮° উত্তর ৭৫.৭৭° পূর্ব / 23.18; 75.77
দেশ ভারত
রাজ্যমধ্য প্রদেশ
জেলাউজ্জয়িনী
উচ্চতা৪৯১ মিটার (১,৬১১ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৯,৮৬,৮৬৪
ভাষা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

ভৌগোলিক উপাত্তসম্পাদনা

পৃথিবীর মানচিত্রে শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°১১′ উত্তর ৭৫°৪৬′ পূর্ব / ২৩.১৮° উত্তর ৭৫.৭৭° পূর্ব / 23.18; 75.77[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪৯১ মিটার (১৬১০ ফুট)।

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

ভারতের ২০১১ সালের জনমিতি অনুসারে উজ্জয়িনী জেলার জনসংখ্যা ১৯,৮৬,৮৬৪জন।[২] এর মধ্যে পুরুষ ৫১.১৫% এবং নারী ৪৮.৮৪%। এখানে সাক্ষরতার হার ৭২.৩৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৩.৪৬% এবং নারীদের মধ্যে এই হার ৬০.৭৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চেয়ে উজ্জয়িনীর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৩.৬৫% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্রসম্পাদনা

  • ইতিহাস অভিধান (ভারত), যোগনাথ মুখোপাধ্যায়, এম.সি. সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ২০০০
  1. "Ujjain"Falling Rain Genomics, Inc। সংগ্রহের তারিখ ২৭ ২ জানুয়ারি ০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Ujjain District : Census 2011 data"। সংগ্রহের তারিখ ১৬ ২ আগস্ট ০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)