মামুনুর রশীদ কিরন

বাংলাদেশী রাজনীতিবিদ
(মামুনুর রশিদ কিরন থেকে পুনর্নির্দেশিত)

মামুনুর রশীদ কিরন (জন্ম: ২০ এপ্রিল ১৯৬১) বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য।[]

মামুনুর রশীদ কিরন
পূর্বসূরীবরকত উল্লাহ বুলু
নোয়াখালী-৩ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৯ জানুয়ারি ২০১৪
সংখ্যাগরিষ্ঠবাংলাদেশ আওয়ামী লীগ
ব্যক্তিগত বিবরণ
জন্মমোঃ মামুনুর রশীদ কিরন
(1961-04-20) ২০ এপ্রিল ১৯৬১ (বয়স ৬৩)
নোয়াখালী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
জীবিকাব্যবসা ও রাজনীতি

প্রাথমিক জীবন

সম্পাদনা

মোঃ মামুনুর রশীদ কিরন ২০ এপ্রিল ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুরের সিকদার বাড়ীতে জন্মগ্রহণ করেন।[][] তার পিতার নাম এ. বি. এম. জয়নাল আবেদিন এবং মাতা ছেতারা বেগম।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

কিরন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[] ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার পুনরায় তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হয়ে ছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৩"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২১ 
  2. "নোয়াখালী জেলা - জনপ্রতিনিধি : মোঃ মামুনুর রশীদ কিরন"www.noakhali.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Constituency 270_10th_Bn"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২২৯। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮