মাধবেন্দ্র পুরী

বৈষ্ণবধর্মের সাধক

মানবেন্দ্র পুরী (Mādhavendra Purī) মাধবেন্দ্র পুরী গোস্বামী নামেও পরিচিত, ১৪ শতকে আবির্ভূত হওয়া একজন বৈষ্ণব সাধক ছিলেন। তিনি কর্ণাটকের উড়ুপি অঞ্চলের মধ্বাচার্যের দ্বৈত বেদান্তে দীক্ষিত হয়েছিলেন, চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণবধর্মেও অত্যন্ত সম্মানিত সাধক।

মাধবেন্দ্র পুরী
ব্যক্তিগত তথ্য
ধর্মহিন্দু
ক্রমবেদান্ত
দর্শনদ্বৈত বেদান্ত,
বৈষ্ণব মতবাদ
ঊর্ধ্বতন পদ
গুরুলক্ষ্মীপতি তীর্থ
ইস্কন চৌপাটিতে অবস্থিত প্রভু শ্রীনাথজীর একটি প্রতিমূর্তি, বল্লভাচার্য মহাপ্রভু যাঁর পূজা করতেন এবং গৌড়ীয় বৈষ্ণবরা দাবি করে যে, এটি মাধবেন্দ্র পুরী পুনরাবিস্কার করেন।

স্মৃতিসৌধ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা