হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাজা কুশধ্বজ ও তার স্ত্রী রাণী চন্দ্রভাগার জ্যেষ্ঠ কন্যা ছিলেন মাণ্ডবী[] কুশধ্বজ ছিলেন রামায়ণের মূল চরিত্র রামের স্ত্রী সীতার পালকপিতা জনকের অনুজ৷ মাণ্ডবী বর্তমান সপ্তরী জেলার রাজবিরাজ অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন বলে অনুমান করা হয়৷ রাজা কুশধ্বজ ঐ অঞ্চলেই রাজত্ব করতেন৷ ইতিহাসিক সুত্রমতে তাদের পারিবারিক ছিলো বর্তমান রাজদেবী মন্দির বা তার আশেপাশে৷ তিনি রামের অনুজ ভরতকে বিবাহ করেন৷[] তাদের তক্ষ ও পুষ্কল নামে দুই পুত্র সন্তান হয়৷[] মাণ্ডবীর সহোদরা শ্রুতকীর্তি রাজা কুশধ্বজের কনিষ্ঠ কন্যা৷[]

মাণ্ডবী
বিবাহমঞ্চে রাজা দশরথের চারপুত্র ও চারপুত্রবধু
পরিবারকুশধ্বজ (পিতা)
চন্দ্রভাগা (মাতা)
তক্ষ ও পুষ্কল (পুত্র)
শ্রুতকীর্তি (সহোদরা), সীতাঊর্মিলা (বোন)
দাম্পত্য সঙ্গীভরত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dawar, Sonalini Chaudhry (২০০৬)। Ramayana, the Sacred Epic of Gods and Demons (ইংরেজি ভাষায়)। Om Books International। আইএসবিএন 9788187107675 
  2. Debroy, Bibek (২০০৫)। The History of Puranas (ইংরেজি ভাষায়)। Bharatiya Kala Prakashan। আইএসবিএন 978-81-8090-062-4 
  3. "The Ramayana and Mahabharata: Conclusion"www.sacred-texts.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭ 
  4. Praśānta Guptā (১৯৯৮)। Vālmīkī Rāmāyaṇa। Dreamland Publications। পৃষ্ঠা 32। আইএসবিএন 9788173012549