মাণ্ডবী
হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাজা কুশধ্বজ ও তার স্ত্রী রাণী চন্দ্রভাগার জ্যেষ্ঠ কন্যা ছিলেন মাণ্ডবী৷[১] কুশধ্বজ ছিলেন রামায়ণের মূল চরিত্র রামের স্ত্রী সীতার পালকপিতা জনকের অনুজ৷ মাণ্ডবী বর্তমান সপ্তরী জেলার রাজবিরাজ অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন বলে অনুমান করা হয়৷ রাজা কুশধ্বজ ঐ অঞ্চলেই রাজত্ব করতেন৷ ইতিহাসিক সুত্রমতে তাদের পারিবারিক ছিলো বর্তমান রাজদেবী মন্দির বা তার আশেপাশে৷ তিনি রামের অনুজ ভরতকে বিবাহ করেন৷[২] তাদের তক্ষ ও পুষ্কল নামে দুই পুত্র সন্তান হয়৷[৩] মাণ্ডবীর সহোদরা শ্রুতকীর্তি রাজা কুশধ্বজের কনিষ্ঠ কন্যা৷[৪]
মাণ্ডবী | |
---|---|
পরিবার | কুশধ্বজ (পিতা) চন্দ্রভাগা (মাতা) তক্ষ ও পুষ্কল (পুত্র) শ্রুতকীর্তি (সহোদরা), সীতা ও ঊর্মিলা (বোন) |
দাম্পত্য সঙ্গী | ভরত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Dawar, Sonalini Chaudhry (২০০৬)। Ramayana, the Sacred Epic of Gods and Demons (ইংরেজি ভাষায়)। Om Books International। আইএসবিএন 9788187107675।
- ↑ Debroy, Bibek (২০০৫)। The History of Puranas (ইংরেজি ভাষায়)। Bharatiya Kala Prakashan। আইএসবিএন 978-81-8090-062-4।
- ↑ "The Ramayana and Mahabharata: Conclusion"। www.sacred-texts.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৭।
- ↑ Praśānta Guptā (১৯৯৮)। Vālmīkī Rāmāyaṇa। Dreamland Publications। পৃষ্ঠা 32। আইএসবিএন 9788173012549।