মাইকেল ওয়েন্স

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার

মাইকেল ব্যারি ওয়েন্স (ইংরেজি: Michael Owens; জন্ম: ১১ নভেম্বর, ১৯৬৯) ক্রাইস্টচার্চ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের সূচনালগ্নে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

মাইকেল ওয়েন্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমাইকেল ব্যারি ওয়েন্স
জন্ম (1969-11-11) ১১ নভেম্বর ১৯৬৯ (বয়স ৫৪)
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৮২)
২৭ নভেম্বর ১৯৯২ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট৩০ জুন ১৯৯৪ বনাম ইংল্যান্ড
একমাত্র ওডিআই
(ক্যাপ ৮৪)
১৩ ডিসেম্বর ১৯৯২ বনাম শ্রীলঙ্কা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৪ ৫৫
রানের সংখ্যা ১৬ ১৩৩ ৭১
ব্যাটিং গড় ২.৬৬ ০.০০ ৬.৬৫ ১০.১৪
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৮* ১৮* ১৬*
বল করেছে ১,০৭৪ ৪৮ ৪,৮২৭ ২,৬৬৫
উইকেট ১৭ - ৮৬ ৭০
বোলিং গড় ৩৪.৪১ - ২৭.৩৭ ২৪.৭৪
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৪/৯৯ - ৫/৭৪ ৪/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/- ০/- ১১/০ ১৪/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৪ অক্টোবর ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারি দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন মাইকেল ওয়েন্স। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯৯১-৯২ মৌসুম থেকে ১৯৯৫-৯৬ মৌসুম পর্যন্ত মাইকেল ওয়েন্সের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে আটটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন মাইকেল ওয়েন্স। ২৭ নভেম্বর, ১৯৯২ তারিখে মোরাতুয়ায় স্বাগতিক শ্রীলঙ্কা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৩০ জুন, ১৯৯৪ তারিখে ম্যানচেস্টারে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। এছাড়াও, ১৩ ডিসেম্বর, ১৯৯২ তারিখে কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা দলের বিপক্ষে একমাত্র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। স্তানা ওয়েন্স নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির সামান্থা, ব্রুক ও টমাস ওয়েন্স নামীয় তিন সন্তান রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. List of New Zealand Test Cricketers
  2. "New Zealand Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 
  3. "New Zealand Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা