মহারাষ্ট্র ভূষণ পুরস্কার
মহারাষ্ট্র ভূষণ ভারতের মহারাষ্ট্র সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান যা প্রতি বছর নির্ধারিত দিনে মহারাষ্ট্রের বিশিষ্ট নাগরিকদের প্রদান করা হয়।
মহারাষ্ট্র ভূষণ পুরস্কার महाराष्ट्र भूषण पुरस्कार | |
---|---|
ধরন | বেসামরিক |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৫ |
১৯৯৫ সালে শিবসেনা-বিজেপির জোট সরকার মহারাষ্ট্রে ক্ষমতায় আসার পর, এই পুরস্কারটি প্রতিবছর মহারাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিগণকে মান্যতা ও সম্মান দিতে পুরস্কারটির প্রদান করার প্রস্তাব উপস্থাপন করা হয়। তার পরেরবছর ১৯৯৬ সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারটি প্রথম প্রদান করা হয়।
এটি প্রাথমিকভাবে সাহিত্য , শিল্প, খেলাধুলা, এবং বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখেন তাঁদেট প্রত্যেক বছরে এই পুরস্কারে ভূষিত করা হয়। পরবর্তীতে সমাজকর্ম, সাংবাদিকতা, এবং জনপ্রশাসন এবং স্বাস্থ্য পরিষেবা ইত্যদি ক্ষেত্রগুলিও এর অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরস্কার তাদের প্রদান করা হয় যারা তার নিজ ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী।
পুরস্কার ও নির্বাচন
সম্পাদনাবর্তমান সময়ে, একটি অভিজ্ঞান ও মানপত্র এবং নগদ ₹ ১০ লাখ টাকা, সম্মান হিসেবে প্রদান করা হয়।[১] মহারাষ্ট্র সরকারের নিযুক্ত একটি কমিটি বিজয়ীদে নির্বাচন করে।
আয়োজন
সম্পাদনামহারাষ্ট্র ভূষণ পুরস্কার প্রাপকদের তালিকা নিম্নরূপঃ
সাল | নাম | চিত্র | ক্ষেত্র | উদ্ধৃতি |
---|---|---|---|---|
১৯৯৬ | লক্ষ্মণ দশপাণ্ডে | সাহিত্য | [২] | |
১৯৯৭ | লতা মঙ্গেশকর | কলা, সঙ্গীত | [৩] | |
১৯৯৯ | বিজয় ভাটকর | বিজ্ঞান | [৪] | |
২০০১ | শচীন তেন্ডুলকর | ক্রীড়া | [৫] | |
২০০২ | ভীমসেন জোশী | কলা, সঙ্গীত | [৬] | |
২০০৩ | অভয় বং ও রাণী বং | স্বাস্থ পরিষেবা | [৭] | |
২০০৪ | বাবা আমটে | সমাজকর্ম | [৮] | |
২০০৫ | রঘুনাথ অনন্ত মশেলকর | বিজ্ঞান | [৯] | |
২০০৬ | রতন টাটা | জনপ্রশাসন | [১০] | |
২০০৭ | আর. কে. পাতিল | সমাজকর্ম | [১১] | |
২০০৮ | নানা ধর্মাধিকারী | সমাজকর্ম | [১২] | |
২০০৮ | মঙ্গেশ পাড়গাঁওকর | সাহিত্য | [১] | |
২০০৯ | সুলোচনা লাটকর | কলা, চলচ্চিত্র | [১৩] | |
২০১০ | জয়ন্ত বিষ্ণু নারলিকর | বিজ্ঞান | [১৪] | |
২০১১ | ডঃ অনিল ককোড়কর | বিজ্ঞান | [১৪] | |
২০১৫ | বাবাসাহেব পুরন্দরে | সাহিত্য ও ইতিহাস | [১৫] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Dharmadhikari bags Maharashtra Bhushan award"। Times of India। ২০১২-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৪।
- ↑ "Pu La with Maharashtra Bhushan award"। Hindu Vivek Kendra। ১১ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।
- ↑ "Stage set for felicitation of Lata with Maharashtra Bhushan award"। The Indian Express। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।
- ↑ "Final Profile" (পিডিএফ)। Vijay Bhatkar। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০২। [অকার্যকর সংযোগ]
- ↑ "Sachin got Maharashtra Bhushan award"। Cricinfo.com। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।
- ↑ "Maharashtra Bhushan award for Bhimsen Joshi"। The Times of India। ২০০২-০৪-২৭। ২০১২-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০২।
- ↑ "Bangs bag Maharashtra Bhushan award"। Rediff.com। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।
- ↑ "Award for Baba Amte, Mashelkar"। The Hindu। Chennai, India। ২০০৫-০৫-০১। ২০০৫-০৫-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৪।
- ↑ "Biodata of Dr RA Meashelar"। CSIR। ২৫ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।
- ↑ "Chief Minister Speech" (পিডিএফ)। Maharashtra Government। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।
- ↑ "Maharashtra Bhushan award to be conferred posthumously on R K Patil"। One India। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "`Maharashtra Bhushan' Award Presented to Spiritual Leader"। Outlook India। ১৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৬।
- ↑ हा तर माझ्या घरचा आहेर! ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে Maharashtra Times, Nov 30, 2009
- ↑ ক খ Narlikar honoured with Maharashtra Bhushan ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১২-০৩-২৩ তারিখে টাইমস অব ইন্ডিয়া,
- ↑ "Purandare awarded "Maharashtra Bhushan"."। Indian Express। ১৪ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১ মে ২০১৫।