মহাভৈরব মন্দির

ভারতের একটি হিন্দু মন্দির

মহাভৈরব মন্দির (অসমীয়া: মহাভৈরৱ মন্দির;ইংরেজি: Mahabhairav Temple) হল অসমের শোণিতপুর জেলার তেজপুরের উত্তরপ্রান্তে অবস্থিত একটি শিব মন্দির। এখানে হিন্দুদের আরধ্য দেবতা শিবকে প্রত্যহ পূজা করা হয়। কথিত আছে যে দ্বাপর যুগে বাণ রাজা এই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরের মাটির আয়তন ১৫৯ কঠা ও ৩ লেচা। মন্দিরের চারিদিকে বিছিন্ন হয়ে থাকে প্রাচীন শিলাখণ্ড দেখে অনুমান করতে পারা যায় যে প্রাচীনকালে এই মন্দিরকে কেন্দ্র করে অনেক ছোট ছোট মন্দির গড়ে উঠেছিল। কথিত আছে যে বাণ রাজার কন্যা ঊষা এখানে পূজা অর্চনা করিতেন।মন্দিরের ভিতরে একটি বৃহৎ শিবলিঙ্গ রয়েছে যার উচ্চতা প্রায় ৩.২ মিটার ও প্রস্থ প্রায় ২.৩ মিটার।

মহাভৈরব মন্দির
মহাভৈরব মন্দির, তেজপুর
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাশোণিতপুর জেলা
ঈশ্বরশিব
উৎসবশিবপূজা
অবস্থান
অবস্থানতেজপুর
রাজ্যআসাম
দেশভারত
স্থাপত্য
ধরনঅসমীয়া

কিংবদন্তি

সম্পাদনা

এই মন্দিরটি শিবকে উৎসর্গকৃত এবং রাজা বাণাসুর দ্বারা নির্মিত। এই মন্দিরের শিব লিঙ্গটি 'লিভিং স্টোন' দিয়ে তৈরি । যা বছরের পর বছর ধীরে ধীরে বৃদ্ধি পায়। কিছু লোক বিশ্বাস করেন যে বাণ এই মন্দিরে শিবের উপাসনা করে সমৃদ্ধি অর্জন করেছিলেন।[১][২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Maha Bhairav Temple, Maha Bhairav Temple Assam, Maha Bhairav Temple in India"www.indianmirror.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭ 
  2. "Online Information about the Mahabhairav Temple of Assam"। Assamspider.com। ১ সেপ্টেম্বর ২০১১। ১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা