মহাপ্লাবন (পুরাণ)

এমন এক বন্যার বর্ণনা যা মানবজাতি ধ্বংসের কারন

বিভিন্ন ধর্মের পৌরাণিক কাহিনীতে উল্লেখিত মহাপ্লাবন বলতে বুঝায় মানব সভ্যতা ধ্বংসের অভিপ্রায়ে দেবদেবী বা সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত বন্যা। যাকে ঐশ্বরিক শাস্তি বলে বিবেচনা করা হয়েছে। বেশিরভাগ ধর্মের পৌরনিক কাহিনীতে মহাপ্লাবনের সময় একজন ত্রানকর্তা বা নায়কের উপস্থিতি দেখা যায় যিনি মহাপ্লাবন থেকে জীবজগতকে রক্ষা করতে সচেষ্ট হন। [] বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মহাপ্লাবনের উল্লেখ পাওয়া যায়। যেমন, মেসোপটেমিয়া, ভারতের হিন্দু ধর্মগ্রন্থ, গ্রীক পুরানের ডিউকিলিয়ন, বুক অব জেনেসিস (বাইবেল), মুসলমানদের পবিত্র কোরআন এবং মেসোআমেরিকার মায়া সভ্যতার লোরে অব কিচের কাহিনীতে।

নুহের মহাপ্লাবন নিয়ে আঁকা চিত্রকলা

মেসোপটেমিয়ার মহাপ্লাবনের কাহিনী রাজা জিউসুদ্রা, গিলগামেস এবং আর্থাসিস কে কেন্দ্র করে রচিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Leeming, David (২০০৪)। "Flood | The Oxford Companion to World Mythology"। Oxford University Press। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১০ 

বহিঃসংযোগ

সম্পাদনা