মরীচিকা (ওয়েব ধারাবাহিক)

২০২১-এর বাংলা ওয়েব ধারাবাহিক

মরীচিকা শিহাব শাহীন রচিত ও পরিচালিত বাংলাদেশী অপরাধ থ্রিলার ওয়েব ধারাবাহিক। এটি প্রযোজনা করেন রেদওয়ান রনি। এটি চরকি ওয়েব প্ল্যাটফর্মের প্রথম অনুষ্ঠান।[১] ২০২১ সালের ১২ই জুলাই ধারাবাহিকটির প্রথম মৌসুম প্রচারিত হয়। প্রথম মৌসুমে আটটি পর্ব রয়েছে।

মরীচিকা
মরীচিকা ধারাবাহিকের পোস্টার.jpg
ধরন
চিত্রনাট্যশিহাব শাহীন
পরিচালকশিহাব শাহীন
অভিনয়ে
সুরকারখৈয়াম সানু সন্ধি
মূল দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা(পর্বের তালিকা)
নির্মাণ
প্রযোজকরেদওয়ান রনি
চিত্রগ্রাহকরাজু রাজ
সম্পাদকজোবায়ের আবীর পিয়াল
ব্যাপ্তিকাল২০-৩০ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কচরকি
মূল মুক্তির তারিখ১২ জুলাই ২০২১ (2021-07-12) –
১২ জুলাই ২০২১ (2021-07-12)
বহিঃসংযোগ
ওয়েবসাইট

আগষ্ট ১৪-এর শিহাব শাহীন আবারও সত্য ঘটনা অবলম্বনে তার নতুন ওয়েব ধারবাহিকের কাজ শুরু করেন।[২] এটি ২০০২ সালে ঘটে যাওয়া মডেল তিন্নি হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনুপ্রাণিত।[৩]

পটভূমিসম্পাদনা

একটি হত্যাকাণ্ডকে ঘিরে গল্পটি আবর্তিত। এক সকালে ব্রিজের নিচে এক তরুণী মডেলের লাশ পাওয়া যায়। পুলিশের উপ-পরিদর্শক শাকিল এই মামলার তদন্ত শুরু করেন। তদন্তের ফলে বেরিয়ে আসতে থাকে অন্ধকার জগতের নানা গোপন তথ্য।

অভিনয়শিল্পীদলসম্পাদনা

  • মাহিয়া মাহি - বহ্নি[৪]
  • আফরান নিশো - সালাম শরীফ ওরফে বাবু ভাই
  • সিয়াম আহমেদ - এসআই শাকিল
  • ফারহান আহমেদ জোভান - জুয়েল
  • নাজনীন হাসান চুমকি
  • ফারজানা রিক্তা - শাকিলের স্ত্রী
  • নরেশ ভূঁইয়া
  • আবদুল্লাহ রানা - ওসি
  • জুলফিকার চঞ্চল
  • এ কে আজাদ সেতু
  • শিমুল খান
  • তৌফিকুল ইমন
  • সাজ্জাদ সাজু
  • মাগফুজুর রহমান সেনা
  • প্রাণেশ রায়
  • হোসেন নীরব
  • মহসিন আলম
  • তুহিন চৌধুরী
  • রাশেদুল আওয়াল শাওন
  • জয়
  • হাফিজ খান
  • মুকুল জামিল
  • রূপক মুসলি
  • আরমান সাদিক
  • রাসেল হোসেন
  • রাব্বি হক
  • মাইদুল হাসান
  • সোনালি রহমান
  • বৃষ্টি ইসলাম
  • রাকিবুল ইসলাম
  • আকাশ মৃধা
  • রাকিব হাসান

পর্বসম্পাদনা

নং.পর্বপরিচালকলেখকমূল মুক্তির তারিখ
বেওয়ারিশ লাশশিহাব শাহীনশিহাব শাহীন১২ জুলাই ২০২১ (2021-07-12)
পিচ্ছিল সিড়িশিহাব শাহীনশিহাব শাহীন১২ জুলাই ২০২১ (2021-07-12)
বাবু ভাইশিহাব শাহীনশিহাব শাহীন১২ জুলাই ২০২১ (2021-07-12)
কানাগলিশিহাব শাহীনশিহাব শাহীন১২ জুলাই ২০২১ (2021-07-12)
বাগানবাড়িশিহাব শাহীনশিহাব শাহীন১২ জুলাই ২০২১ (2021-07-12)
প্রত্যক্ষদর্শীশিহাব শাহীনশিহাব শাহীন১২ জুলাই ২০২১ (2021-07-12)
ফেরার পথ নেইশিহাব শাহীনশিহাব শাহীন১২ জুলাই ২০২১ (2021-07-12)
পাপচক্রশিহাব শাহীনশিহাব শাহীন১২ জুলাই ২০২১ (2021-07-12)

পুরস্কার ও মনোনয়নসম্পাদনা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত ফলাফল সূত্র
৩ সেপ্টেম্বর ২০২২ নেতিবাচক চরিত্রে সেরা অভিনয়শিল্পী আফরান নিশো বিজয়ী [৫]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "দারুণ শুরুর অপেক্ষায় চরকি"চ্যানেল আই অনলাইন। ১২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  2. "আবারও সত্য ঘটনা অবলম্বনে শিহাব শাহীন"বাংলা ট্রিবিউন। ৪ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  3. "রহস্যঘেরা 'মরীচিকা' আসছে ১২ জুলাই"দৈনিক ইনকিলাব। ১০ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  4. "আসছে মাহীর মরীচিকা"বাংলাদেশ প্রতিদিন। ১১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  5. "ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১: চরকির বাজিমাত"দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগসম্পাদনা