নাজনীন হাসান চুমকি
নাজনীন হাসান চুমকি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালক। তিনি ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১] তার অন্য চলচ্চিত্রের মধ্যে লালন উল্লেখ্যযোগ্য।
নাজনিন হাসান চুমকি | |
---|---|
জন্ম | চুমকি |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেত্রী, পরিচালক |
কর্মজীবন | ১৯৯৯–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আহমেদ পাশা |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
প্রাথমিক জীবনসম্পাদনা
চুমকি চুয়াডাঙ্গায় তার প্রাথমিক জীবন অতিবাহিত করেন। সেখানে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ১৯৯২ সালে তিনি মঞ্চে অভিনয় শুরু।
কর্মজীবনসম্পাদনা
১৯৯৬ সালে চুমকি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন এবং জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ভর্তি হন। পরে ১৯৯৯ সালে যেতে যেতে অবশেষে নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিষেক ঘটে তার, নাটকটির পরিচালক ছিলেন অনন্ত হীরা। যদিও চুমকি মঞ্চকে বেশি ভালোবাসতেন তাই প্রথমে টিভি নাটকে অভিনয় করতে আগ্রহী ছিলেন না।[২] নাজনীন হাসান চুমকি একাধারে চলচ্চিত্র অভিনেত্রী, লেখিকা, ও পরিচালক। তার লেখা, পরিচালিত ও অভিনীত প্রথম নাটকটির নাম ছিল পারিজাত।[৩]
নাটক ছাড়াও চুমকি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তালিকাসম্পাদনা
চলচ্চিত্রসম্পাদনা
বছর | চলচ্চিত্র | পরিচালক | সহশিল্পীরা | নোট |
---|---|---|---|---|
২০০৪ | লালন | তানভীর মোকাম্মেল | রাইসুল ইসলাম আসাদ, আবুল কালাম আজাদ, শমী কায়সার | |
২০০৬ | ঘানি | কাজী মোরশেদ | মাসুম আজিজ, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ | |
২০১৩ | একই বৃত্তে | কাজী মোরশেদ | রাইসুল ইসলাম আসাদ | |
২০১৩ | পুতুল কথা | রনি | জয়রাজ, জয়ন্ত চট্টোপাধ্যায় | কানাডায় মুক্তি পায় |
নাটকসম্পাদনা
বছর | নাটক | পরিচালক | সহশিল্পীরা | নোট |
---|---|---|---|---|
১৯৯৯ | যেতে যেতে অবশেষে | প্রথম টিভি সিরিয়াল, বিটিভিতে প্রচারিত। | ||
১৯৯৯ | পারিজাত | অনন্ত হীরা | প্রথম টিভি নাটক, বিটিভিতে প্রচারিত। | |
২০১১ | নুরজাহান | ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নূরজাহানের মায়ের ভূমিকায় অভিনয় করে চ্যানেল আইয়ে শনি ও রবিবার প্রচারিত হয়। | ||
সাত সওদাগর | সৈয়দ আওলাদ | |||
বাও কুড়ানী | বিক্রম খান | লিখেছেন আব্দুল কুদ্দুস। | ||
উৎসব | রুলিন রহমান | লিখেছেন পান্থ শাহরিয়ার এবং বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয়েছিল। | ||
২০১২ | বাইনোকুলার | রাজীবুল হাসান রাজীব | স্ক্রিপ্ট রাইটার হিসেবে আত্মপ্রকাশ। | |
২০১৩ | একটি রাত অতঃপর নিঃশূন্যতা | নাজনীন হাসান চুমকি | পরিচালনায় আত্মপ্রকাশ এবং নিজের লেখা। | |
২০১৪ | উত্তরপুরুষ | জামিলউদ্দিন জামিল | হিল্লোল | টিভি সিরিয়ালটি নিজেই লিখেছেন এবং রবিবার এবং সোমবার প্রচারিত হয়েছিল। |
২০১৫ | সোনার ময়না পাখি | নাজনীন হাসান চুমকি | সাঈদ বাবু | টিভি নাটকটি রচনা ও পরিচালনা নিজেই করেছেন। |
প্রেম প্রীতি | নাজনীন হাসান চুমকি | আবির মির্জা, স্পর্শিয়া | টিভি নাটকটি রচনা ও পরিচালনা নিজেই করেছেন ঈদুল আজহায় চ্যানেল নাইনে প্রচারিত হয়েছিল। |
পুরস্কারসম্পাদনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) - একই বৃত্তে (২০১৩)[৪]
বইসম্পাদনা
- বিণীতা (গল্প) ২০২০[৫]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)। fdc.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। পৃষ্ঠা ১৮।
- ↑ "In Conversation with Naznin Chumk"। প্রিয়.কম। নভেম্বর ২৮, ২০১১। ২০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৯, ২০১৫।
- ↑ "চুমকির একের ভেতর তিন"। দৈনিক প্রথম আলো। ৩১ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২২।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৩: পুরস্কার দিলেন এবং নিলেন তারকারা - পার্ট - ১"। প্রথম আলো। ২০১৪-০৪-২৬। ২০১৫-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৫।
- ↑ "বইমেলায় তারকাদের বই"। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নাজনীন হাসান চুমকি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে নাজনীন হাসান চুমকি
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |