ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।
ধরন | সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট |
---|---|
স্থাপিত | ১৯৬৩ |
অধ্যক্ষ | (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোঃ শওকত হোসেন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | 7 |
শিক্ষার্থী | 6500 |
অবস্থান | মাসকান্দা , , ২৪°৪৪′২৩″ উত্তর ৯০°২৪′২৮″ পূর্ব / ২৪.৭৩৯৫৮৯° উত্তর ৯০.৪০৭৭০৬° পূর্ব |
পোশাকের রঙ | আকাশী কালো |
সংক্ষিপ্ত নাম | MPI |
ওয়েবসাইট | mpi.polytech.gov.bd |
ইতিহাস
সম্পাদনাএটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম বর্ষে মাত্র ১২০ জন ছাত্র-ছাত্রী এবং তিনটি টেকনোলজি (সিভিল, ইলেট্রিক্যাল, মেকানিক্যাল) নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। পরর্বতীতে ফার্ম টেকনোলজি নামে নতুন একটি প্রযুক্তি চালু হয়। ৮০-র দশকে ফার্ম টেকনোলজি, "পাওয়ার টেকনোলজি" নামে রুপান্তরিত হয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী এই কোর্সে ৭টি টেকনোলজি ও একটি রিলেটড সাবজেক্টের জন্য নন-টেক বিভাগ চলমান রয়েছে।
অবস্থান
সম্পাদনাএ ইনস্টিটিউটটি মাসকান্দা এলাকায় অবস্থিত। এর উত্তরে ময়মনসিংহ মেডিকেল কলেজ, দক্ষিণে মাসকান্দা বাসষ্ট্যান্ড, দক্ষিণ পশ্চিমে সরকারি মৎস প্রজনন কেন্দ্র ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে।[১]
ক্যাম্পাস
সম্পাদনামূল ক্যাম্পাসে তিনতলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ ভবন, ল্যাবরেটরি এবং একটি ৪০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম।
এছাড়া মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার।
টেকনোলজি
সম্পাদনা- সিভিল টেকনোলজি
- ইলেকট্রিক্যাল টেকনোলজি
- মেকানিক্যাল টেকনোলজি
- পাওয়ার টেকনোলজি
- ইলেকট্রনিক্স টেকনোলজি
- কম্পিউটার বিজ্ঞান এবং টেকনোলজি
- ইলেক্ট্রো-মেডিক্যাল টেকনোলজি
- আরএস টেকনোলজি
ছাত্রাবাস
সম্পাদনাছাত্রদের জন্য দুটি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে:
- শিল্পাচার্য জয়নুল আবেদীন হল
- শহিদ খাইরুল হল
- মহুয়া ছাত্রী হল (ছাত্রীদের জন্য)
ল্যাব
সম্পাদনা- বেসিক ইলেকট্রিসিটি ল্যাব
- সিভিল শপ
- প্লাম্বিং শপ
- টেস্টিং ল্যাব (সিভিল)
- বেসিক ইলেকট্রনিক্স ল্যাব
- কম্পিউটার ল্যাব
- হিট ইঞ্জিন ল্যাব
- আরএসি ল্যাব
- অটোমোবাইল পাওয়ার সপ
- হাইড্রোলিক্স ল্যাব
- ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ
- সিভিল উডশপ
- মেশিন শপ
- মেটাল শপ
- ওয়েল্ডিং শপ
- ফাউন্ড্রি শপ
- টেস্টিং ল্যাব (মেকানিক্যাল)
- রসায়ন ল্যাব
- পদার্থবিজ্ঞান ল্যাব
অডিটরিয়াম
সম্পাদনালাইব্রেরি
সম্পাদনালাইব্রেরিতে একাডেমিক বইয়ের পাশাপাশি সাহিত্য, উপন্যাস, গল্প ও নাটকের বইয়ের বিশাল সমাহার৷
কৃষ্ণচূড়া চত্বর
সম্পাদনাইনস্টিটিউটের অভ্যন্তরে "কৃষ্ণচূড়া চত্বর" নামে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশের একটি জায়গা রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর সরকারি ওয়েবসাইটে এর সম্পর্কে তথ্য"। ২৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |