ময়নাগুড়ি

মানববসতি

ময়নাগুড়ি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার "জলপাইগুড়ি সদর" মহকুমার অন্তর্গত একটি শহর এবং একটি পৌরসভা। এটি "ডুয়ার্সের প্রবেশদ্বার" নামে পরিচিত এবং এটি ভগবান শিবের "জল্পেশ মন্দির" এবং নিকটবর্তী গোরুমারা জাতীয় উদ্যান এর জন্য একটি আঞ্চলিকভাবে উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য।

ময়নাগুড়ি
ময়নাগুড়ি
city
স্থানাঙ্ক: ২৬°৩৪′ উত্তর ৮৮°৪৯′ পূর্ব / ২৬.৫৭° উত্তর ৮৮.৮২° পূর্ব / 26.57; 88.82
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাজলপাইগুড়ি
সভাপতিঅনন্ত দেব অধিকারী
সরকার
 • ধরনপৌরসভা
 • শাসকময়নাগুড়ি পৌরসভা
জনসংখ্যা (২০০১)
 • মোট২৭,০৮৬
ডুয়ার্স এর গেটওয়ে

ভৌগোলিক উপাত্তসম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬°৩৪′ উত্তর ৮৮°৪৯′ পূর্ব / ২৬.৫৭° উত্তর ৮৮.৮২° পূর্ব / 26.57; 88.82[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৮৪ মিটার (২৭৫ ফুট)।

জনসংখ্যার উপাত্তসম্পাদনা

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ময়নাগুড়ি শহরের জনসংখ্যা হল ২৭,০৮৬ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৭৫%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০% এবং নারীদের মধ্যে এই হার ৭০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ময়নাগুড়ি এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

শিক্ষাসম্পাদনা

পরিবহনসম্পাদনা

রেলপথেসম্পাদনা

ময়নাগুড়ি মূলত রেলপথে অন্য বড় শহরের সাথে যুক্ত। দুটি রেলওয়ে স্টেশন রয়েছে এর নিকটবর্তী। একটি নিউ ময়নাগুড়ি ও অন্যটি ময়নাগুড়ি রোড রেলওয়ে স্টেশন। নিউ ময়নাগুড়ি স্টেশন জলপাইগুড়ি থেকে কোচবিহার ভায়া ফালাকাটা রুটে এবং ময়নাগুড়ি রোড স্টেশন জলপাইগুড়ি থেকে কোচবিহার ভায়া চ্যাংড়াবান্ধা, মাথাভাঙ্গা রুটে অবস্থিত। বেশিরভাগ ট্রেন নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করে।

দর্শনীয় স্থানসম্পাদনা

  • জল্পেশ মন্দির
  • জটিলেশ্বর মন্দির
  • বটেশ্বর মন্দির
  • মহাকাল মন্দির
  • রামশাই বন্যপ্রাণী সংরক্ষণ
  • খুকশিয়া উদ্যান
  • ময়নাগুড়ি শিশু উদ্যান
  • ময়নাগুড়ি ফুটবল ময়দান

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Mainaguri"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬ 
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬ 

বহিঃসংযোগসম্পাদনা