নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন

ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন হল ভারতের পশ্চিমবঙ্গের ময়নাগুড়ি শহরের একটি স্টেশন। এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে স্টেশনটির উচ্চতা ৮৬ মিটার। এই স্টেশনের সাংকেতিক নাম হল "এমএনএক্স"।

নিউ ময়নাগুড়ি
ভারতীয় রেল স্টেশন
নিউ মায়নাগুড়ি রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম
অবস্থানস্টেশন রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৬°৩৪′৪২″ উত্তর ৮৮°৪৯′২২″ পূর্ব / ২৬.৫৭৮৪° উত্তর ৮৮.৮২২৮° পূর্ব / 26.5784; 88.8228
উচ্চতা৮৬ মিটার (২৮২ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতউত্তর-পূর্ব সীমান্ত রেল
লাইননিউ জলপাইগুড়ি–নিউ বঙাইগাঁও বিভাগ
প্ল্যাটফর্ম
নির্মাণ
গঠনের ধরনভূমিগত আদর্শ স্টেশন
পার্কিংহ্যাঁ
সাইকেলের সুবিধা?
অন্য তথ্য
স্টেশন কোডএনএমএক্স
অঞ্চল এনএফআর
বিভাগ আলিপুরদুয়ার
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   Indian Railway   পরবর্তী স্টেশন
উত্তর-পূর্ব সীমান্ত রেল
অবস্থান
নিউ ময়নাগুড়ি পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
নিউ ময়নাগুড়ি
নিউ ময়নাগুড়ি
পশ্চিমবঙ্গে অবস্থান
নিউ ময়নাগুড়ি ভারত-এ অবস্থিত
নিউ ময়নাগুড়ি
নিউ ময়নাগুড়ি
পশ্চিমবঙ্গে অবস্থান

ইতিহাস সম্পাদনা

২৬৫ কিমি (১৬৫ মা) দীর্ঘ ও ১,৬৭৬ মিলিমিটার চওড়া শিলিগুড়ি-যোগিহোপা লাইন ১৯৬৩ সাল থেকে ১৯৬৫ সালের মধ্যে নির্মান করা হয় বাংলা ও আসামের মধ্যে রেল সংযোগের জন্য।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Moonis Raza & Yash Aggarwal। "Transport Geography of India: Commodity Flow and the Regional Structure of Indian Economy"page 60। Concept Publishing Company, A-15/16 Commercial Block, Mohan Garden, New Delhi - 110059। আইএসবিএন 81-7022-089-0। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৪