মন্ডতোষ ইউনিয়ন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

৬ নং মন্ডতোষ ইউনিয়ন
ইউনিয়ন
৬ং মন্ডতোষ ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাভাঙ্গুড়া উপজেলা
ইউনিয়ন৬নং মন্ডতোষ ইউনিয়ন
প্রতিষ্ঠা২০১৪
সরকার
 • চেয়ারম্যানমোঃ আফছার আলী মাস্টার
আয়তন
 • মোট১৫ বর্গকিমি (৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২ আদমশুমারী)
 • মোট১২,০০০
 • জনঘনত্ব৮০০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল)
 প্রায়
সাক্ষরতার হার
 • মোট৬০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৬৪০
ওয়েবসাইট[[১]]

অবস্থান সম্পাদনা

০৬ নং মন্ডতোষ ইউনিয়ন পরিষদ ভাঙ্গুড়া উপজেলার পশ্চিম সীমান্তবর্তী একটি ইউনিয়ন। যার একপাশ বয়ে চলেছে বড়াল নদী আর অন্য পাশ দিয়ে জাতীয় রেলপথ ও বাঘাবাড়ি - টেবুনিয়া আঞ্চলিক মহাসড়ক।উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি মন্ডতোষ গ্রামে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

তৎকালীন বৃহত্তর ভাঙ্গুড়া ইউনিয়ন ভেঙে ভাঙ্গুড়া পৌরসভা গঠিত হলে ভাঙ্গুড়া ইউনিয়ন দুটি অংশে বিভক্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে নতুন একটি ইউনিয়ন গঠন অবধারিত হয়ে পড়ে। শুরু হয় মন্ডতোষ ইউনিয়ন পরিষদ গঠন আন্দোলন। আন্দোলনে নেতৃত্ব দেন মন্ডতোষ ইউনিয়ন পরিষদ গঠন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আফছার আলী মাস্টার। মামলা সংক্রান্ত জটিলতা ও দীর্ঘ প্রক্রিয়ার শেষে ২০১৪ সালের আগস্ট মাসে মন্ডতোষ ইউনিয়ন গঠন সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। মন্ডতোষ ইউনিয়নবাসীর দীর্ঘ এক যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটে।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

  • ১নং ওয়ার্ড - দহপাড়া
  • ২নং ওয়ার্ড - গজারমারা ও খালপাট
  • ৩নং ওয়ার্ড - উত্তরমেন্দা
  • ৪নং ওয়ার্ড - টুনিপাড়া
  • ৫নং ওয়ার্ড - বোয়াইলমারী
  • ৬নং ওয়ার্ড - মল্লিকচক
  • ৭নং ওয়ার্ড - মন্ডতোষ কান্দিপাড়া
  • ৮নং ওয়ার্ড - চকমৈশাট ও সুজাপাড়া
  • ৯নং ওয়ার্ড - দিয়ারপাড়া


জনপ্রতিনিধি সম্পাদনা

মন্ডতোষ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আফছার আলী মাস্টার। তাঁর বাড়ি মন্ডতোষ গ্রামে। তিনি ২০২০ সালের ২০শে অক্টোবর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মন্ডতোষ ইউনিয়নে ২টি উচ্চ বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

উচ্চ বিদ্যালয়

  • দহপাড়া উচ্চ বিদ্যালয়
  • মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

দাখিল মাদ্রাসা

  • দিয়ারপাড়া দাখিল মাদ্রাসা
  • বোয়ালমারী লতিফা আয়েশা ওয়াহাবিয়া দাখিল মাদ্রাসা

প্রাথমিক বিদ্যালয়

  • দহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গজারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেন্দা খালপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামচন্দ্রপুর মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মন্ডতোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মন্ডতোষ চকমইষাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

এছাড়াও এখানে কয়েকটি কওমি মাদ্রাসা এবং মসজিদ ও মন্দির ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

হাটবাজার সম্পাদনা

"দহপাড়া হাট " নামে একটি সাপ্তাহিক হাট রয়েছে। যা প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার বসে।

এছাড়া কিছু গ্রামে সকাল ও বিকেলে বাজার বসে।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • মন্ডতোষ জোড় বাংলা পীরের মাজার
  • বড়াল নদী
  • মন্ডতোষ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন
  • মন্ডতোষ রেললাইন
  • বোয়ালমারী খেলার মাঠ
  • দহপাড়া খেলার মাঠ
  • দহপাড়া ঘাট