মনা সর্দার (? - ১৮২০) উনিশ শতকের বেঙ্গল প্রেসিডেন্সির নেত্রকোণা জেলার কৃষক ও আদিবাসী বিদ্রোহের বিপ্লবী নেতা। তিনি ময়মনসিংহের সুসং আলপ সিংহ পরগনার 'হাতি খেদা' আন্দোলনে নেতৃত্বদান করেন। গারোহাজংদের বিদ্রোহে নেতৃত্ব দেওয়ায় নির্মম অত্যাচারী জমিদারদের হাতে ধৃত হন। এই গণনায়ককে কলমাকান্দা জমিদারের লাঠিয়াল বাহিনী কর্তৃক হাতির পায়ের তলায় পিষ্ট করে নিষ্ঠুরভাবে ১২২৭ বঙ্গাব্দের ৪ পৌষ হত্যা করা হয়।[১][২] তার হত্যার সংবাদটি ছড়িয়ে পড়লে গারো-হাজংগণ দলবদ্ধ হয়ে সুসঙ্গ জমিদারবাড়ি আক্রমণ করেন। ভয়ে জমিদাররা নেত্রকোণা শহরে পালিয়ে প্রাণরক্ষা করে। সেই সময় হাতি খেদাতে বেগার শ্রমের প্রচলন ছিলো এবং জমিদাররা বিনা মজুরিতে হাতি ধরার খেদাতে কৃষকদের কাজ করতে বাধ্য করতো। বিদ্রোহীরা হাতি ধরার খেদাগুলি ধ্বংস করে দিয়েছিলো।[৩]

মনা সর্দার
জন্মউনিশ শতক
মৃত্যু১২২৭ বঙ্গাব্দের ৪ পৌষ (১৮২০)
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)

 ভারত
বাংলাদেশ বাংলাদেশ)
পেশাবিপ্লবী
পরিচিতির কারণআদিবাসী বিপ্লবী নেতা
উল্লেখযোগ্য কর্ম
জমিদারদের অত্যাচারের প্রতিবাদ করেন
আন্দোলন'হাতি খেদা' আন্দোলনে নেতা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সেলিনা হোসেন ও নুরুল ইসলাম সম্পাদিত; বাংলা একাডেমী চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ২৬৪।
  2. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, দ্বিতীয় মুদ্রণ, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৫৪১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  3. দরজি আবদুল ওয়াহাব, ময়মনসিংহের চরিতাভিধান, ময়মনসিংহ জেলা দ্বিশতবার্ষিকী উদ্‌যাপন কর্তৃপক্ষ, ময়মনসিংহ, বাংলাদেশ, এপ্রিল ১৯৮৯, পৃষ্ঠা ৩৭৬।