মনসুর আখতার

পাকিস্তানী ক্রিকেটার

মনসুর আখতার (উর্দু: منصور اختر‎‎; জন্ম: ২৫ ডিসেম্বর, ১৯৫৭) সিন্ধু প্রদেশের করাচি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৯০ সময়কালে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

মনসুর আখতার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমনসুর আখতার
জন্ম (1962-09-06) ৬ সেপ্টেম্বর ১৯৬২ (বয়স ৬১)
করাচি, সিন্ধু প্রদেশ, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ স্পিন
ভূমিকাঅল-রাউন্ডার, কোচ
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৮৬)
২৪ নভেম্বর ১৯৮০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট১২ জানুয়ারি ১৯৯০ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৪)
২১ নভেম্বর ১৯৮০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই৩ জানুয়ারি ১৯৯০ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৪/৭৫ - ১৯৯০/৯১করাচি হোয়াইটস
১৯৭৫/৭৬ - ১৯৯৭/৯৮করাচি ব্লুজ
১৯৭৬/৭৭ - ১৯৭৮/৭৯সিন্ধু
১৯৭৮/৭৯ - ১৯৯৬/৯৭ইউনাইটেড ব্যাংক লিমিটেড
১৯৮৮/৮৯ - ১৯৯০/৯১করাচি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৯ ৪১ ২৪০ ১৮৩
রানের সংখ্যা ৬৫৫ ৫৯৩ ১৩৮০৪ ৫৪৪৫
ব্যাটিং গড় ২৫.১৯ ১৭.৪৪ ৩৭.৭১ ৩৫.৩৫
১০০/৫০ ১/৩ –/– ২৮/৬৯ ৪/৩৭
সর্বোচ্চ রান ১১১ ৪৭ ২২৪* ১৫৩*
বল করেছে ১৩৮ ২৫৩৬ ১২০৪
উইকেট ৩৭ ২৫
বোলিং গড় ৫৫.০০ ৩৭.৮৩ ৪০.২৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/৭ ৩/২৪ ৩/২৫
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/– ১৪/– ১৬৭/২ ৫৩/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৮ এপ্রিল ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর পাকিস্তানি ক্রিকেটে করাচি, সিন্ধু ও ইউনাইটেড ব্যাংক লিমিটেড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিংয়ে পারদর্শী ছিলেন তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৭৪-৭৫ মৌসুম থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত মনসুর আখতারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

১৯৭৭ সালে ওয়াহিদ মির্জাকে সাথে নিয়ে ৫৬১ রান তুলেন। এ সংগ্রহটি উদ্বোধনী জুটিতে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অদ্যাবধি প্রথম উইকেট জুটিতে বিশ্বরেকর্ড হিসেবে টিকে আছে। ৮ ফেব্রুয়ারি, ১৯৭৭ তারিখে করাচি হোয়াইটসের সদস্যরূপে কোয়েটার বিপক্ষে এ রেকর্ড গড়েন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে ঊনিশটি টেস্ট ও একচল্লিশটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন মনসুর আখতার। ২৪ নভেম্বর, ১৯৮০ তারিখে লাহোরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১২ জানুয়ারি, ১৯৯০ তারিখে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

আন্তর্জাতিক পর্যায়ে টেস্ট ক্রিকেটে একটি শতক ও তিনটি অর্ধ-শতরানের ইনিংস খেলেছেন তিনি। একমাত্র শতরানটি ফয়সলাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১১ রানের ছিল।

বিতর্কিত ভূমিকা সম্পাদনা

৭ আগস্ট, ২০১৯ তারিখে মনসুর আখতার ভারতীয় জনৈক রমেশ গুপ্তা’র সাথে পাতানো খেলায় অংশগ্রহণের দায়ে অভিযুক্ত হন। তারা গ্লোবাল টি২০ কানাডা প্রতিযোগিতার দ্বিতীয় আসর চলাকালে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে খেলা গড়াপেটায় প্রলুদ্ধ করেন। কিন্তু, উমর আকমল এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও প্রতিযোগিতার কর্মকর্তাদের কাছে প্রকাশ করেন। দূর্নীতি বিরোধী কর্মকর্তাগণ অংশগ্রহণকারী সকল দলকে মনসুর আখতার ও রমেশ গুপ্তা’র কাছ থেকে দূরে থাকার নির্দেশনা দেয়। মনসুর আখতারকে উমর আকমলের মুখোমুখি করা হয় ও পাতানো খেলার কোন প্রমাণ দাখিল করতে পারেননি।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Global T20 Canada 2019: Former Pakistan cricketer Mansoor Akhtar approaches Umar Akmal for match-fixing"CricTracker (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-০৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৭ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা