ভোজপুরের যুদ্ধ
ভোজপুরের যুদ্ধ ১৭৪৫ সালের ৩০ জুন তদানীন্তন বাংলার নবাব কর্তৃক শাসিত বিহারের ভোজপুরের নিকটে নবাব আলীবর্দী খানের সৈন্যবাহিনী এবং নবাবের বিদ্রোহী আফগান সেনাপতি গোলাম মুস্তফা খানের সৈন্যদলের মধ্যে সংঘটিত হয়[১][২]। যুদ্ধে বিদ্রোহী আফগানরা শোচনীয়ভাবে পরাজিত হয়[১], এবং তাদের নেতা গোলাম মুস্তফা নিহত হন[১]। গোলাম মুস্তফার ছেলে মুর্তজা খানের নেতৃত্বে আফগান বিদ্রোহীরা পশ্চাৎপসরণ করে[১]।
ভোজপুরের যুদ্ধ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: বর্গির হাঙ্গামা, বাংলায় মারাঠা আক্রমণ (১৭৪৫–১৭৪৯) এবং আফগান বিদ্রোহ (১৭৪৫–১৭৪৮) | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
বাংলা | বিদ্রোহী আফগান সৈন্যদল | ||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
জৈনুদ্দিন আহমদ |
গোলাম মুস্তফা খান † মুর্তজা খান[১] আব্দুর রসুল খান | ||||||
শক্তি | |||||||
অজ্ঞাত | অজ্ঞাত[১] | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
অজ্ঞাত | অজ্ঞাত[১][২] |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ড. মুহম্মদ আব্দুর রহিম, (বাংলাদেশের ইতিহাস), পৃ. ২৯৩–২৯৯
- ↑ ক খ গ মোহাম্মদ শাহ (২০১২)। "মারাঠা হামলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Jacques, Tony. Dictionary of Battles and Sieges. Greenwood Press. p. 516. আইএসবিএন ৯৭৮-০-৩১৩-৩৩৫৩৬-৫.