ভারতের উপজেলার তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(ভারতের তহশিলগুলি থেকে পুনর্নির্দেশিত)
ভারত ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত, যা আবার বিভিন্ন জেলায় বিভক্ত। এই জেলাগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যা উত্তর ভারতে "তহশিল", পশ্চিম ও দক্ষিণ ভারতে "তালুক" এবং পূর্ব ও উত্তরপূর্ব ভারতে "মহকুমা" বা "উপবিভাগ" নামে পরিচিত।
রাজ্য অনুযায়ী উপজেলা
সম্পাদনাভারতের রাজ্যগুলো উপজেলার জন্য বিভিন্ন নাম ব্যবহার করে। বিস্তারিত তথ্য নিচে দেয়া হল (২০১৮ সালের হিসাব অনুযায়ী):[১]
রাজ্য | উপজেলার নাম | উপজেলার সংখ্যা |
---|---|---|
অন্ধ্রপ্রদেশ | রাজস্ব বিভাগ | ৭৬ |
অরুণাচল প্রদেশ | সার্কেল | ১৪৯ |
আসাম | মহকুমা | ১৫৫ |
বিহার | অনুমণ্ডল | ১০১ |
ছত্তিশগড় | তহশিল | ২২৮ |
গোয়া | তালুকা | ১২ |
গুজরাত | তালুকা | ২৪৮[২] |
হরিয়ানা | তহশিল | ৬৭ |
হিমাচল প্রদেশ | তহশিল | ১০৯ |
ঝাড়খণ্ড | উপবিভাগ | ২১০ |
কর্ণাটক | তালুক | ২৪০ |
কেরল | তালুক | ৭৫ |
মধ্যপ্রদেশ | তহশিল | ৪১২ |
মহারাষ্ট্র | তালুকার | ৩৫৩ |
মণিপুর | উপবিভাগ | ৩৮ |
মেঘালয় | উপবিভাগ | ৩৯ |
মিজোরাম | উপবিভাগ | ২২ |
নাগাল্যান্ড | সার্কেল | ৯৩ |
ওড়িশা | তহশিল | ৪৮৫ |
পাঞ্জাব | তহশিল | ১৭২ |
রাজস্থান | তহশিল | ২৬৮ |
সিকিম | উপবিভাগ | ৯ |
তামিলনাড়ু | রাজস্ব বিভাগ | ৮৭[৩] |
তেলেঙ্গানা | রাজস্ব বিভাগ | ৭৪ |
ত্রিপুরা | মহকুমা | ৩৮ |
উত্তরপ্রদেশ | তহশিল | ৩৫০ |
উত্তরাখণ্ড | তহশিল | ১১৩ |
পশ্চিমবঙ্গ | মহকুমা | ৬৯ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | তহশিল | ৭ |
চণ্ডীগড় | — | ১ |
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | তালুকা | ৩ |
দিল্লি | তহশিল | ৩৩ |
জম্মু ও কাশ্মীর | তহশিল | ৫৫ |
লাদাখ | তহশিল | ৪ |
লাক্ষাদ্বীপ | উপবিভাগ | ৪ |
পুদুচেরি | তালুক | ৮ |
মোট | ৬০৫৭ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Statement showing the Nomenclature and Number of Sub-Districts in States/UTs"। Office of The Registrar General & Census Commissioner, India, New Delhi। ২০১০–২০১১। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৩।
- ↑ "State Govt Announces 23 New Talukas"। DNA। ১০ সেপ্টেম্বর ২০১৩। ৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬।
- ↑ "State Govt About"। tngov।