ভারতীয় ভাষায় শোওয়া বিলুপ্তি

ধ্বনিমূলক প্রক্রিয়া

শোওয়া বিলুপ্তি বা অকার বিলুপ্তি বলতে উচ্চারণের সময় কোনো ভাষার লিখিত রূপে অন্তর্নিহিত শোওয়া বা অনুরূপ স্বরধ্বনির বিলুপ্তিকে বোঝায়। এটি অসমীয়া, উর্দু, কাশ্মীরি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলা, হিন্দি সহ যেসব ভারতীয় ভাষার লিখিত রূপে শোওয়া বা অনুরূপ স্বরধ্বনি অন্তর্নিহিত, সেইসব ভাষায় পাওয়া যায়। মারাঠিমৈথিলীর মতো ভাষার ক্ষেত্রে অন্যান্য ভাষার প্রভাবে শোওয়া বিলুপ্তি ঘটে।[১][২]

আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় শোওয়া ধ্বনির চিহ্ন।

বোধগম্যতা ও স্বরাঘাতহীন উচ্চারণের জন্য শোওয়া বিলুপ্তি গুরুত্বপূর্ণ। যাদের মাতৃভাষায় এই শোওয়া বিলুপ্তি ঘটে না তাদের ও স্পিচ সিন্থেসিস সফটওয়ারের ক্ষেত্রে এটি সমস্যার সৃষ্টি করে, কারণ এই ভারতীয় ভাষার লিপিগুলি এটি প্রকাশ করে না যে কোথায় এই শোওয়া বিলুপ্তি ঘটে।[৩]

উদাহরণস্বরূপ, "রাম" (राम) শব্দটি সংস্কৃত ভাষায় উচ্চারিত হয় রাম্অ (আইপিএ: [raːmɐ]) ও হিন্দি ভাষায় রাম্ (আ-ধ্ব-ব: [raːm])। হিন্দিতে "রাম" শব্দটির শেষের শোওয়া ধ্বনি (ə) বিলুপ্ত হয়।[৪]

হিন্দি ভাষা সম্পাদনা

অন্যান্য ভারতীয় ভাষা সম্পাদনা

বিভিন্ন ভারতীয় ভাষায় শোওয়া বিলুপ্তির নিয়ম বিভিন্ন। যেমন: বাংলা ভাষায় সংস্কৃত থেকে উদ্ভূত শব্দের মধ্যবর্তী শোওয়া বা অকার বজায় রাখা হয়, যদিও এটি হিন্দিতে বিলুপ্ত হয়ে যায়।[৫] উদাহরণস্বরূপ, "রচনা" (रचना) শব্দটি সংস্কৃত ভাষায় উচ্চারিত হয় রচনা (আইপিএ: [rɐtɕɐnaː]), হিন্দি ভাষায় রচ্‌না (আ-ধ্ব-ব: [rətʃnɑː]) ও বাংলা ভাষায় রচোনা (আধ্বব: [rɔtʃona])।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Larry M. Hyman; Victoria Fromkin; Charles N. Li (১৯৮৮), Language, speech, and mind (Volume 1988, Part 2), Taylor & Francis, আইএসবিএন 0-415-00311-3, ...The implicit /a/ is not read when the symbol appears in word-final position or in certain other contexts where it is obligatorily deleted (via the so-called schwa-deletion rule which plays a crucial role in Hindi word phonology)... 
  2. Indian linguistics, Volume 37, Linguistic Society of India, 1976, ১৯৭৬, ...the history of the schwa deletion rule in Gujarati has been examined. The historical perspective brings out the fact that schwa deletion is not an isolated phenomenon; the loss of final -a has preceded the loss of medial -a-;... 
  3. Tej K. Bhatia (১৯৮৭), A history of the Hindi grammatical tradition: Hindi-Hindustani grammar, grammarians, history and problems, BRILL, আইএসবিএন 90-04-07924-6, ...Hindi literature fails as a reliable indicator of the actual pronunciation because it is written in the Devanagari script... the schwa syncope rule which operates in Hindi.... 
  4. Ann K. Farmer; Richard A. Demers (২০১০)। A Linguistics Workbook: Companion to Linguistics (Sixth সংস্করণ)। MIT Press। পৃষ্ঠা 78। আইএসবিএন 9780262514828 
  5. Anupam Basu; Udaya Narayana Singh (২০০৫-০১-০১), Proceedings of the Second Symposium on Indian Morphology, Phonology & Language Engineering: Simple'05, February 5th-7th, 2005, Indian Institute of Technology, Kharagpur, Central Institute of Indian Languages, 2005, আইএসবিএন 978-81-7342-137-2, ...The compound words derived from native words of Bengali show greater tendency towards {a} deletion than those derived from Sanskrit.... 
  6. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; choudhury2004 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি