ভারতীয় জাতীয় কংগ্রেস (ইউ)

(ভারতীয় জাতীয় কংগ্রেস (উরস) থেকে পুনর্নির্দেশিত)

ভারতীয় জাতীয় কংগ্রেস (ইউ) ছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস (আই) এর একটি বিচ্ছিন্ন দল যা ১৯৭৯ সালের জুলাই মাসে কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী ডি. দেবরাজ উরস দ্বারা গঠিত হয়েছিল। বিভক্তির বিষয়ে উরসের ব্যাখ্যা ছিল ইন্দিরার পুত্র সঞ্জয় গান্ধীর দলে প্রত্যাবর্তন। উরস তাঁর সাথে কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র এবং গোয়ার অনেক বিধায়ককে নিয়েছিলেন যার মধ্যে ছিলেন ভবিষ্যতের কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, যশবন্তরাও চবন, দেব কান্ত বড়ুয়া, কাসু ব্রহ্মানন্দ রেড্ডি, এ কে অ্যান্টনি, শরদ পাওয়ার, শরৎ চন্দ্র সিনহা, প্রিয়রঞ্জন দাস মুন্সি এবং কেপি উনরি।

ভারতীয় জাতীয় কংগ্রেস (ইউ)
মহাসচিবএ কে অ্যান্টনি
প্রতিষ্ঠাতাডি দেবরাজ উরস
প্রতিষ্ঠাজুলাই ১৯৭৯
বিভক্তিভারতীয় জাতীয় কংগ্রেস
পরবর্তীভারতীয় জাতীয় কংগ্রেস (সমাজতান্ত্রিক)
আনুষ্ঠানিক রঙলাল
স্বীকৃতিবিলুপ্ত দল[]
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

পরবর্তীকালে, দেবরাজ উরস জনতা পার্টিতে যোগদান করেন; যশবন্তরাও চবন, ব্রহ্মানন্দ রেড্ডি, এবং চিদাম্বরম সুব্রামানিয়াম কংগ্রেসে (ইন্দিরা) যোগ দেন; এবং এ কে অ্যান্টনি কংগ্রেস (ইউ) থেকে বিচ্ছিন্ন হয়ে কেরলে কংগ্রেস (এ) গঠন করেন। ১৯৮১ সালের অক্টোবরে শরদ পাওয়ার যখন দলের সভাপতিত্ব গ্রহণ করেন, তখন দলের নাম পরিবর্তন করে ভারতীয় কংগ্রেস (সমাজবাদী) করা হয়।[]

নেতৃবৃন্দ

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (পিডিএফ)। India: Election Commission of India। ২০১৩। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৩ 
  2. Andersen, Walter K..