ভাঙ্গা কমিউটার
বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পরিষেবা
ভাঙ্গা কমিউটার (ট্রেন নম্বর ১২২/১২৩) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি কমিউটার ট্রেন।[১][২] ২০২৪ সালের ৩০ এপ্রিল এই প্রস্তাব উত্থাপন করা হয়।[৩] ২০২৪ সালের ০৪ মে থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। কোটা সংস্কার আন্দোলনের (২০২৪) সময় সকল ট্রেনের মতো ভাঙ্গা কমিউটার ট্রেনটিও চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১৩ আগস্ট কমিউটার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।[৪] কিন্তু ভাঙ্গা কমিউটার ট্রেনটি চালু হয়নি।
ভাঙ্গা কমিউটার | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | কমিউটার ট্রেন |
অবস্থা | বন্ধ |
প্রথম পরিষেবা | ৪ মে ২০২৪ |
যাত্রাপথ | |
শুরু | ভাঙ্গা রেলওয়ে স্টেশন |
শেষ | ঢাকা রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৮২.৫ কিলোমিটার (৫১.৩ মা) |
যাত্রার গড় সময় | ০২ ঘন্টা |
কারিগরি | |
গাড়িসম্ভার | ৬/১২ |
ট্র্যাক গেজ | ব্রডগেজ |
পরিচালন গতি | ৪০-৮০-১০০-১১৪ |
ট্র্যাকের মালিক | বাংলাদেশ রেলওয়ে |
রক্ষণাবেক্ষণ | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
রেক ভাগকরণ | চন্দনা কমিউটার |
আসন বিন্যাস
সম্পাদনাট্রেনটির মোট আসন সংখ্যা ৪৯২। এগুলো হলো-
- প্রথম শ্রেণী ২৪টি
- শোভন চেয়ার ৪৪টি
- শোভন শ্রেণী ৪২৪টি
সময়সূচী
সম্পাদনাট্রেন নং | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|---|---|
১২৩ | ভাঙ্গা | ০৬:৩০ | ঢাকা | ০৭:৫৫ | শুক্রবার |
১২২ | ঢাকা | ১৮:০৯ | ভাঙ্গা | ২০:০০ |
যাত্রাবিরতি
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ নিজস্ব প্রতিবেদক (২০২৪-০৫-০১)। "ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন"। জাগো নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ নিজস্ব প্রতিবেদক (২০২৪-০৪-৩০)। "রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন"। ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ নিজস্ব প্রতিবেদক (২০২৪-০৪-৩০)। "ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া কমিউটার ট্রেন"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০১।
- ↑ "আন্তঃনগর ট্রেন চলাচল শুরু ১৫ আগস্ট, টিকিট বিক্রি কাল থেকে"। দি ডেইলি স্টার - বাংলা। ২০২৪-০৮-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৩।