ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার বাংলাদেশের দৈনিক সমকাল পত্রিকার উদ্যোগে এবং ব্র‍্যাক ব্যাংক পিএলসি-এর আর্থিক সমর্থনে ২০১১ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়। বাংলা ভাষার লেখক এবং সাহিত্যিকদের অনুপ্রাণিত করার জন্য তাদের উন্নত মানের সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে প্রতি বছর বছরের শ্রেষ্ঠ গ্রন্থের জন্য এ পুরস্কার দেয়া হয়।[] [][] তিনটি বিভাগে এই পুরস্কার দেয়া হয় যথাক্রমে-

  • কবিতা ও কথা সাহিত্য
  • আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ
  • হুমায়ুন আহমেদ তরুণ সাহিত্যিক
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাব্র্যাক ব্যাংক পিএলসি এবং দৈনিক সমকাল
পুরস্কারপাঁচ লক্ষ, দুই লক্ষ ও এক লক্ষ টাকা
প্রথম পুরস্কৃত২০১১- বর্তমান
ওয়েবসাইটব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার

এ ছাড়া ২০২২ সাল থেকে একজন লেখক তথা সাহিত্যিককে আজীবন সম্মাননা দেয়া হচ্ছে। কবি-লেখক আহমদ রফিককে সর্বপ্রথম আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। তিন থেকে চার জন্য কবি-লেখক-সাহিত্যসমালোচক সমবায়ে বিচারক মণ্ডলী গঠিতে হয়ে থাকে।

২০২৩ সালের পুরস্কারের জন্য প্রকাশকরা ৪৬৭টি গ্রন্থ বিবেচনার জন্য জমা প্রদান করেন। এর মধ্যে ১৮টি বই প্রাথমিকভাবে বাছাই করা হয়। বিচারকমণ্ডলী তিনটি গ্রন্থকে বছরের শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে মূল্যায়ন করে পুরস্কারের জন্য মনোনীত করেন।[]

বিজয়ীদের তালিকা

সম্পাদনা
  • আজীবন সন্মাননা: অর্থনীতিবিদ রেহমান সোবহান
  • উজানযাত্রা - মঞ্জু সরকার (কবিতা ও কথাসাহিত্য)
  • ৭১-এর আকরগ্রন্থ - সালেক খোকন (প্রবন্ধ, গবেষণা, অনুবাদ, ভ্রমণ ও আত্মজীবনী)
  • বুধগ্রহে চাঁদ উঠেছে - কিযী তাহনিন (তরুণ সাহিত্যিক)[১২]
  • আজীবন সন্মাননা: আহমদ রফিক
  • অনিদ্রার কারুকাজ - ময়ূখ চৌধুরী (কবিতা ও কথা সাহিত্য)
  • কবিতার নান্দনিকতা - বেগম আকতার কামাল (প্রবন্ধ, গবেষণা, অনুবাদ, ভ্রমণ ও আত্মজীবনী)
  • অরিগামির গোলকধাঁধায় - মাহরীন ফেরদৌস (তরুণ সাহিত্যিক) [১৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার' পেলেন তিন কবি লেখক"। এনটিভি। 
  2. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক ও দ্রাবিড় সৈকত"দৈনিক সমকাল [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারপেলেন তিন লেখক"দৈনিক সমকাল [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. আষাঢ়ের সন্ধ্যায় সাহিত্যবন্দনা
  5. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার' পেলেন তিন সাহিত্যিক"। বিডিনিউজ ২৪। ৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৬ 
  6. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন যারা"। মানবকন্ঠ। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার পেলেন তিন সাহিত্যিক"। বাংলানিউজ ২৪। ২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৬ 
  8. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন আহমদ রফিক, জ্যোতিপ্রকাশ দত্ত ও মাজহার সরকার"। বাংলা ট্রিবিউন। ১৬ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১ 
  9. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন যারা"। বাংলানিউজ২৪। 
  10. "সনজীদা, সেলিনা, স্বরলিপি পেলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার"। বিডিনিউজ ২৪। ১৬ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯ 
  11. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক"এনটিভি অনলাইন 
  12. "ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন যারা"বিডিনিউজ২৪.কম 
  13. https://samakal.com/bangladesh-others/article/245181  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  14. ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার