ব্যবহারকারী আলাপ:WAKIM/সংগ্রহশালা/২০১৫-১৬

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৭ বছর পূর্বে "চলচ্চিত্রের নামের বাংলা" অনুচ্ছেদে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের সংগ্রহশালার তালিকা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। আপনার আস্থার জন্য ধন্যবাদ।


বর্তমান আলাপ২০১৫-১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

আনব্লক সম্পাদনা

ওয়াকিম ভাই ইংরেজী উইকিতে আনব্লক করার আবেদন করতে পারেন।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:৪৭, ১৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

করেছি কিন্তু হয় নি।-ব্যবহারকারী:Wakim32

আপনি আবেদন করার সময় আমার সাথে একটুৃ যোগাযোগ করবেন যাতে আমি আনব্লকের সিস্টেমগুলি আপনাকে শিখিয়ে দিতে পারি।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:০৮, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আমার ইংরেজী উইকির ইউজার টক পেইজে কিছুই এডিট করতে পারছি না। তাই আনব্লকেরও আবেদন করতে পারছি না। -ওয়াকিম

পেজতো ঠিকই আছে। ২বার আবেদনও করেছেন দেখছি। আবেদনের শেষে চারটি টিন্ডা ~~~~ যোগ করুন তাহলে স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ হয়ে যাবে।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:৩৬, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ব্লক ইউজার লিস্টে দেখাচ্ছে "The requested IP address or username is not blocked." কিন্তু আমি কিছুই এডিট করতে পারছি না। বুঝতে পারছি না কেন। -ওয়াকিম

পরিচয় সম্পাদনা

আপনার নিজের পরিচয় ব্যবহারকারীর পৃষ্ঠায় লিখুন। পৃষ্ঠাটি screen এর উপরের আপনার ব্যবহারকৃত নাম এ click করলে পাবেন । পৃষ্ঠাটিতে গিয়ে সম্পাদনা করুন ট্যাব এ click করে আপনার নিজের পরিচয় লিখুন। ধন্যবাদ। --Nahid Hossain (আলাপ) ০২:৫০, ১৪ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ঠান্ডা পানি সম্পাদনা

  আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি
অসহ্য এই গরমের দিনেও আপনি উইকিপিডিয়ায় অপবদান রেখে যাচ্ছেন দেখে আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি দিলাম। Nahid Hossain (আলাপ) ০৯:১০, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ সম্পাদনা

 

হ্যালো Wakim32, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! আফতাব (আলাপ) ২০:৫৪, ২৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী পরীক্ষক আবেদনে মতামত দিন সম্পাদনা

সুধী,
ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন পাতায় বর্তমানে তিনটি আবেদন উন্মুক্ত রয়েছে। আপনিও আপনার মতামত প্রদান করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছে করলে প্রার্থীদের প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। আবেদনে মতামত প্রদান করা যাবে ১লা মে ২০১৬ পর্যন্ত। ধন্যবাদ।

নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ১৭:০৪, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক সম্পাদনা

  চলচ্চিত্র পদক
বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ তৈরি করায় আপনাকে এই চলচ্চিত্র পদকটি দিলাম। আফতাব (আলাপ) ২১:২০, ২৭ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  নিরলস অবদানের পদক
আপনাকে উইকির সাম্প্রতিক পরিবর্তনে প্রায় ই কোন না কোন চলচ্চিত্র নিয়ে কাজ করতে দেখা যায়। কিন্তু আলাদা ভাবে আপনার এই নিরলস অবদানের জন্য ধন্যবাদ দেওয়া হয়নি। তাই আজকে আমার পক্ষ থেকে আপনার জন্য এই ধন্যবাদ। Nahid Hossain (আলাপ) ২০:০০, ৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  ভদ্রতা পদক
আপনাকে ঠান্ডা মাথায় নিরলসভাবে কাজ করে যাবার জন্য এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:৪৬, ৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:ঢাকা বিভাগের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা সম্পাদনা

সুধী, উপরের পাতায় সংশোধনের জন্য আপনাকে ধন্যবাদ। তবে নাম সংশোধনের সাথে সাথে সংশ্লিষ্ট উইকিমিডিয়া কমন্স বিষয়শ্রেণীটিও আপনাকে ঠি করে দিতে হবে ও পূর্বের বিষয়শ্রেণীর ছবিগুলো নতুনটিতে নিতে হবে। এটি না করলে পরবর্তিতে আগের বিষয়শ্রেণীটি আর খুঁজে পাওয়া যাবে না বা একই বিষয়ে ডাবল কমন্স বিষয়শ্রেণী হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২১, ৮ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিষয়টি অবহিত করার জন্য ধন্যবাদ। শীঘ্রই সংশ্লিষ্ট উইকিমিডিয়া কমন্স বিষয়শ্রেণীগুলো ঠিক করছি।--ওয়াকিম (আলাপ) ১২:০৫, ৮ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নয়আনী জমিদার বাড়ির রংমহল সম্পাদনা

উপরের নিবন্ধটি হুবহু নয়আনী জমিদার বাড়ি থেকে এই নিবন্ধ থেকে নেওয়া ও আরও আপনার তৈরি সাম্প্রতিক বেশকিছু নিবন্ধে আপনি অন্য নিবন্ধের কোন অংশ হবহু বা প্রায় পুরুটাই আলাদা একটি নিবন্ধে বসিয়ে দিয়েছেন। এছাড়া এরকম করেছেন যে, নিবন্ধ একটি বিষয়ের উপর কিন্তু আপনি বর্ণনাতে অন্য একটি বিষয়ের বর্ণনা দিয়ে নিবন্ধ বড় করেছেন। যদি নতুন নিবন্ধে যথেষ্ঠ তথ্য না পান তাহলে নতুন নিবন্ধ শুরু করাই উচিত নয়। যে বিষয়টি নিয়ে লিখবেন সেটি সম্পর্কে তথ্য পাওয়া গেলে তবেই লিখা উচিত। মাঝে মাঝে হয়ত, কোন নিবন্ধের অংশ অন্য নিবন্ধেও যুক্ত করার প্রয়োজন পরে সেক্ষেত্রে, কপি অংশটুকু বর্ণনার প্রয়োজনে আসে কিন্তু আপনার নিবন্ধের মূল অংশটুকুই অন্য নিবন্ধের অংশ। এসব ক্ষেত্রে আবার উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা নীতিমালাও রয়েছে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৫০, ১৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য নিবন্ধ গৃহীত সম্পাদনা

আপনাকে অভিনন্দন। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য আপনার জমাদানকৃত নিবন্ধ এগারো শিব মন্দির   গৃহীত হয়েছে।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৬:০২, ১৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  সম্পাদকের পদক
সুপ্রিয় WAKIM/সংগ্রহশালা/২০১৫-১৬!  

উইকিপিডিয়ায় আপনাকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -- শাহাদাত সায়েম (আলাপ) ১৫:১৫, ২৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  সম্পাদকের পদক
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা অংশগ্রহণ করায় আপনাকে ধন্যবাদ। আপনার মোট ১৬টি নিবন্ধ গৃহীত হয়েছে ও আপনি একটি টি-শার্ট পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অনুগ্রহ করে, আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার ও শীপিং ঠিকানাসহ আমাকে nahid wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৫, ৮ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Address Collection সম্পাদনা

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (আলাপ) ০৭:৫৮, ৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  দলগত কাজের পদক
উইকিপিডিয়ায় আপনাকে বিবিসি ১০০ নারী অনলাইন এডিটাথন/২০১৬ এ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বিভিন্ন ক্ষেত্রে সফল এবং আলোচিত নারীদের শিরোনামে এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Nahid Hossain (আলাপ) ০৭:১৯, ৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

চলচ্চিত্রের নামের বাংলা সম্পাদনা

ওয়াকিম ভাই, বাংলা ব্যতীত অন্য ভাষার চলচ্চিত্রের নিবন্ধ অনুবাদ করলে নিবন্ধের সূচনা অনুচ্ছেদের শুরুতে নামের পাশে তার বাংলা অর্থ বন্ধনী দিয়ে লিখে দিলে সুন্দর হয়। বড় বড় উইকি এই রকম করে। উদা: en:Agnee (2014 film)আফতাব (আলাপ) ১৮:৪০, ২৯ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

"WAKIM/সংগ্রহশালা/২০১৫-১৬"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।