স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় TawsifSalam, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষা’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


--অর্ণব (আলাপ | অবদান) ১৮:১৯, ২৩ আগস্ট ২০০৯ (UTC)

ধন্যবাদ সম্পাদনা

আপনার ছবিগুলো আগেই দেখেছি। ওগুলো কমন্সে যোগ করার জন্য ধন্যবাদ। রুই মাছ ভাজার ছবিটা আমি বিভিন্ন নিবন্ধে ইতিমধ্যেই যোগ করে দিয়েছি। এরকম আরো ছবি দিন। --রাগিব (আলাপ | অবদান) ২৩:৫৮, ২৩ আগস্ট ২০০৯ (UTC)

ইন্টার-উইকি লিংক সম্পাদনা

তাওসিফ ভাই, আপনার অপারেশন ওভারলর্ড নিবন্ধটা দেখলাম, ভালো লিখেছেন। কিন্তু একটা ব্যাপার হয়তো খেয়াল রাখবেন যে, বাংলা উইকিপিডিয়ার ইন্টার-উইকি লিঙ্ক বাংলাতেই হবে। তেমনিভাবে ইংরেজি উইকির লিঙ্ক ইংরেজি উইকিতে। যদি বাংলায় ঐ নিবন্ধ না থাকে, তবে সেটা লাল রঙে থাকবে। আপনি বা অন্য কেউ হয়তো কখনো সেটা শুরু করবেন। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। অপারেশান ওভারলর্ড থেকে আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছি। কোনো সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।--তানভির (আলাপ | অবদান) ১০:৫৩, ২৭ আগস্ট ২০০৯ (UTC)

পরামর্শ সম্পাদনা

তাওসিফ ভাই, নিবন্ধের অনুচ্ছেদের শিরোনাম লিংক আকারে দেওয়ার প্রয়োজন নেই (যেমনটি তারেক রহমান নিবন্ধে হয়েছে)। তাছাড়া লিংকে ইংরেজি উইকির লিংক ব্যবহারের প্রয়োজন নেই। অর্থাৎ ইংরেজি উইকিতে ব্যাপারটা বিস্তারিত আছে, তাই সেদিকে জানানোর জন্য পথ দেখিয়ে দিলাম—এমনির প্রয়োজন নেই। বরং আস্তে আস্তে সেটি বাংলায় লিখুন বাংলা উইকিপিডিয়াতেই। বাংলা উইকিপিডিয়া তো বাংলা ভাষায় জ্ঞানের ভাণ্ডার, তাই না? সবকিছু আমাদের তাই বাংলা ভাষাতেই করতে হবে। পরিশেষে তারেক রহমান নিবন্ধটি হালনাগাদ ও সেই সাথে তথ্য যোগ করার জন্য ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ১৫:৩২, ৯ ডিসেম্বর ২০০৯ (UTC)

নাম পরিবর্তন সম্পাদনা

ওহ্‌ হো, বড়ভাই। একটু ভুল হয়ে গেলো যে! ব্যবহারকারী নাম কোনো ব্যবহারকারী পরিবর্তন করতে পারেন না, আপনি কোনো পাতায় সরিয়ে নিলেও সম্পাদনার সময় আপনি যে আনরেজিস্টার্ড তার ওয়ার্নিং দেবে। আপনার পছন্দমতো নামে পরিবর্তনের জন্য তাই একজন ব্যুরোক্রেটকে জানাতে হবে। বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্রেট রাগিব ভাইকে জানাতে পারেন, বা উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় আবেদনও করতে পারেন। — তানভির আলাপ অবদান ১৪:৩৯, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

তাছাড়া আপনি ইউজার নেইম "তাওসিফ সালাম" লিখে আর পাসওয়ার্ড দিয়েও ঢুকতে পারবেন না, কারণ "তাওসিফ সালাম" নামটা রেজিস্টার্ড না। আপনাকে আগের "TawsifSalam" আই.ডি. ও আগের পাসওয়ার্ড দিয়েই ঢুকতে হবে। লগ-ইনের সুবিধার্থে আপনার সরানো সম্পাদনাটি আমি তাই আবার সরিয়ে নিয়েছি আগের মতো। দয়া করে তাই ভুল বুঝবেন না। — তানভির আলাপ অবদান ১৪:৪৭, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

তানভির ধন্যবাদ। একই কাজ আমি ইংলিশ উইকিতেও করেছি এবং সাথে সাথেই ভুল সম্পর্কে নোটিফায়েড হয়েছি। বাংলা উইকিতে কোন নোটিফিকেশান লক্ষ্য করিনি বা নোটিফিকেশান ছিলনা। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। ভুল বোঝার তো প্রশ্নই আসে না, বরং ব্যপারটা খোলসা করে বোঝাবার জন্য তুমি বাড়তি ধন্যবাদ প্রাপ্য। আশা করি ভবিষ্যতের টুকটাক ভুলগুলোতেও তুমি আমাকে শুধরে দিয়ে এবারের মত সহজ করে বুঝিয়ে দিবে। TawsifSalam (talk) ১৬:১৭, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

কমন্সের ছবির লাইসেন্স সম্পাদনা

তাওসিফ,

উইকিতে ও কমন্সে আপনার অবদানের জন্য ধন্যবাদ।

তবে কমন্সে আপলোড করা বেশ কিছু ছবিতে আপনি ভুল লাইসেন্স যোগ করেছেন। যেমন, বিএনপির পতাকা, লোগো, স্কুলের লোগো, ইত্যাদি আপনি নিজের তৈরী করা বলে দাবী করেছেন। এটা যদি আপনি নিজেও বানিয়ে থাকেন, তবুও এর সত্ত্ব আপনার হবে না। লোগো বা পতাকা সংশ্লিষ্ট সংগঠনের কপিরাইটে থাকে। কাজেই এগুলোকে নিজস্ব কাজ বলে যে লাইসেন্সে কমন্সে দিয়েছেন, তা সঠিক নয়। কমন্স থেকে ছবিগুলো সরিয়ে নিন। এই ছবিগুলো উইকিতে ব্যবহার করা যাবে না তা নয়, তবে কমন্সে দেয়া যাবে না। উইকিতে ব্যবহার করতে হলে বাংলা উইকি ও ইংরেজি উইকিতে আলাদা করে আপলোড করে তাতে fair use লাইসেন্স ব্যবহার করতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ২১:২৩, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

শুভেচ্ছা সম্পাদনা

সবাইকে ফাতেহা-এ-দোয়াজ-দহম ও দোলের শুভেচ্ছা।
Mzsabusayeed (আলাপ) ০৫:২২, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

ব্যবহারকারী পাতায় কপিরাইটকৃত চিত্র ব্যবহার সম্পাদনা

তাওসিফ ভাই, আপনার ব্যবহারকারী পাতায় ব্যবহৃত চিত্র:Laboratorians Monogram.jpg, চিত্র:Flag of Bangladesh Nationalist Party.png, চিত্র:Chhatra Dal Logo.png, চিত্র:Weekly Economic Times Logo.jpg, এবং চিত্র:5th National Council of BNP Logo.png চিত্রগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের কপিরাইটকৃত, যদি আপনি এগুলো নিজের কাজ হিসেবে কমন্সে আপলোড করে থাকেন তবুও। এ ধরনের কপিরাইটকৃত ছবি ফেয়ার ইউজ র‌্যাশনালের আওতায় শুধু ঐ সংক্রান্ত নিবন্ধে ব্যবহার করা চলে। তাই আপনার ব্যবহারকারী পাতা থেকে উক্ত চিত্রগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ। এবং সেই সাথে কমন্স থেকেও এগুলো ডিলিট করার জন্য আবেদন করার জন্য অনুরোধ করছি। আপনি চাইলে ফেয়ার ইউজ লাইসেন্সের অধীনে সংশ্লিষ্ট নিবন্ধে ব্যবহারপূর্বক ছবিগুলো বাংলা উইকিপিডিয়া, বা ইংরেজি উইকিপিডিয়াতে পৃথকভাবে আপলোড করতে পারেন। ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ১১:৫০, ৬ মার্চ ২০১০ (UTC)

Invite to WikiConference India 2011 সম্পাদনা

 

Hi TawsifSalam,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

বাংলাদেশ পলিসি ফোরাম কেমব্রিজ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বাংলাদেশ পলিসি ফোরাম কেমব্রিজ পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৫, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় TawsifSalam,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় TawsifSalam,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন