ব্যবহারকারী আলাপ:Sajid Reza Karim/সংগ্রহশালা/২০১৬

সাম্প্রতিক মন্তব্য: Sajid Reza Karim কর্তৃক ৮ বছর পূর্বে "চিত্র আপলোড প্রসঙ্গে" অনুচ্ছেদে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতা২০১৪২০১৫২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২

পদক প্রাপ্তি সম্পাদনা

  সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:৩৭, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
@Ibrahim Husain Meraj:, আমাকে পদকটি প্রদানের জন্য ধন্যবাদ। এটি ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।--সাজিদ রেজা করিম ১২:১৬, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আজকে নির্বাচিত চিত্র সম্পাদনা

প্রিয় সাজিদ, আজকের নির্বাচিত চিত্র যুক্ত করায় আপনাকে ধন্যবাদ। তবে যে ছবিগুলো যুক্ত করছেন সেগুলো আসলে আগে যুক্ত করা হয়েছে। নতুন আলোচনা অনুসারে আমরা এখন অন্যভাবে ছবি যুক্ত করছি। যাইহোক, আশা করছি এটার উপর ছোট একটি টিউটোরিয়াল আজকেই আমি শেষ করতে পারবো। এখানে আমাদের প্রচুর সাহায্য দরকার। টিউটোরিয়াল শেষ হলে আমি আপনার সাথে শেয়ার করবো, তখন আশাকরি সাহায্য করবেন চিত্র যুগুলো যুক্ত করতে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০০, ৪ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নাহিদ ভাই, আজকের নির্বাচিত ছবিতে কোনো নির্দেশনা না থাকায় আমি কমন্স থেকে নির্বাচিত ছবি যোগ করেছি। এ বিষয়ে টিউটোরিয়াল নতুনদের কাজ করতে সুবিধা হবে।--সাজিদ রেজা করিম ১৭:৩৮, ৪ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া:আজকের নির্বাচিত ছবি/টিউটোরিয়াল অবশেষে তৈরি করেছি :)--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৭, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

রোলব্যাক মঞ্জুর সম্পাদনা

 

আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক এবং উইকিপিডিয়া:নতুন প্রশাসকদের স্কুল/রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৭, ৯ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নাহিদ ভাই, আমাকে রোলব্যাক অধিকার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি নিয়মানুযায়ী অধিকারটি ব্যবহারের চেষ্টা করবো।--সাজিদ রেজা করিম ১২:১২, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন


ধন্যবাদান্তে সম্পাদনা

ভাই সাজিদ রেজা করিম, আপনাকেও ধন্যবাদ। আশা রাখি ভবিষ্যতে যে কোনো সম্পাদনায় আটকে গেলে আপনার এবং আপনাদের সহায়তা পাবো। আপানার দিনগুলি শুভ হোক।Sabuj Barua (আলাপ) ১৬:১৩, ১২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

চিত্র আপলোড প্রসঙ্গে সম্পাদনা

সুপ্রিয় সাজিদ, আমার ধারণা আপনি চিত্র আপলোড করার প্রক্রিয়া সম্পর্কে তেমন একটা অবগত নন তবে সম্ভবত আগ্রহ আছে। সাধারণত যে ছবিগুলো কমন্সে থাকে সেগুলো নতুন করে বাংলা উইকিতে আপলোডের প্রয়োজন পড়ে না, তবে যদি কমন্সে না থাকলে তা বাংলা উইকিতে আলাদাভাবে আপলোড করে নিতে হয়। এই বিষয়টা জানা থাকলে আপনি অন্য উইকি থেকে আপনার নিবন্ধের জন্য চিত্র বাংলা উইকিতে আপলোড করে নিতে পারবেন। দয়া করে বিস্তারিত জানতে উইকিপিডিয়া:চিত্র আপলোড এই সংযোগটি দেখুন। ভালো থাকুন। শুভ হোক আপনার উইকি পথচলা। শরীফ (আলাপ) ১৯:২৬, ২২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Sharif uddin: আপনি ঠিক ধরেছেন যে আমি ছবি আপলোডে আগ্রহী। কিন্তু কপিরাইটের ঝামেলার কারণে এতদিন সাহস পাইনি। এ বিষয়ে জানানোর জন্য ধন্যবাদ।--সাজিদ রেজা করিম ০৫:০৪, ২৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন


সাশা ব্যারন কোহেন প্রবন্ধটির নাম পরিবর্তন প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় সাজিদ, মার্চের ১১ তারিখে আমি বৃটিশ কৌতুকাভিনেতা "সাশা ব্যারন কোহেন" নামের যে বাংলা প্রবন্ধটি অনুবাদ করেছিলাম, সেটির নাম পরিবর্তন করে আপনি "সাচা ব্যারন কোহেন" রেখেছিলেন যেটি আসলে নামটির আসল উচ্চারণ নয়। আমি ইউটিউব থেকে তাঁর নামের আসল উচ্চারণ সম্পর্কে নিশ্চিত হয়েই "সাশা" শব্দটি প্রবন্ধে উল্লেখ করেছিলাম। ইংরেজী শব্দ "Ch" এর উচ্চারণ সর্বদা "চ" হয় না। উদাহরণস্বরূপঃ বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামা'র প্রসংগ টেনে আনতে পারি। তাঁর মিশেল নামের ইংরেজী বানান Michelle, মানে "Ch" দিয়ে। তাই আশা করছি এই বার্তাটি পাওয়ার পর আপনি প্রবন্ধটির নাম পরিবর্তনে তৎপর হবেন। ধন্যবাদ। Navaarun

"Sajid Reza Karim/সংগ্রহশালা/২০১৬"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।