বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ভূমিকাংশে 'ভূমিকা' লেখার প্রয়োজন নেই সম্পাদনা

সুপ্রিয় Sabah Azman Nahean, নতুন ব্যবহারকারী হয়েও আপনি নতুন নতুন নিবন্ধ তৈরি করে যাচ্ছেন, এটা খুবই আশাব্যঞ্জক। তবে নিবন্ধের শুরুর অংশে আলাদা করে 'ভূমিকা' লেখার প্রয়োজন নেই। হয়ত আপনি অন্য নিবন্ধগুলো পাঠ করে থাকবেন, সেসব নিবন্ধে খেয়াল করে দেখবেন যে আপনি যেমন করে 'ভূমিকা' অংশ যোগ করছেন, সেগুলোতে তা নেই। নিবন্ধ রচনা কালে এই বিষয়টি খেয়াল রাখবেন। নতুন ব্যবহারকারী হিসেবে আপনাকে আবারো স্বাগতম। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -- ওয়াকিম (আলাপ) ২২:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। Sabah Azman Nahean (আলাপ) ১৮:৩৫, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্পাদনা

আমি মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নিবন্ধে তথ্যছক যোগ করে দিয়েছি। আমি কষ্ট করে নিবন্ধটি সম্প্রসারণ করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫৬, ৭ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অসংখ্য ধন্যবাদ!!! Sabah Azman Nahean (আলাপ) ১৯:৩৭, ৯ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

প্লিজ আমাকে ক্ষমা করে দিন! আর আর কোনোদিন সকপাপেট তৈরী করব না। প্লিজ, আমাকে আনব্লক করুন! আই এম সরি! Sabah Azman Nahean (আলাপ)

অত্যন্ত সংক্ষিপ্ত নিবন্ধ সম্পাদনা

সুপ্রিয় Sabah Azman Nahean, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনি এখানে অসাধারণ সব সম্পাদনা করছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি এভাবেই আপনি আপনার সম্পাদনা অব্যাহত রাখবেন। সম্প্রতি আমি লক্ষ্য করলাম আপনি অনেকগুলো নিবন্ধ তৈরী করলেও তারা অত্যন্ত সংক্ষিপ্ত। প্রায় অধিকাংশ নিবন্ধই তথ্যছক ছাড়া মাত্র চার অথবা পাঁচ লাইনের। মানসম্মত নিবন্ধ তৈরীর ক্ষেত্রে আপনার প্রতি আমার পরামর্শ হলো সময় নিয়ে একটি নিবন্ধে কাজ করুন এবং তাকে সন্তোষজনক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করুন। অন্য ভাষা থেকে যদি অনুবাদ করেন তাহলে গুগল ট্রান্সলেটেরের মাধ্যমে করা অনুবাদ হুবহু ব্যবহার করবেন না। আপনার তৈরী হেট স্টোরি ৩ নিবন্ধে যান্ত্রিক অনুবাদ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কাহিনি অংশে। যদিও ব্যবহারকারী:আফতাবুজ্জামান ঐ নিবন্ধে রুক্ষ অনুবাদ ট্যাগ যুক্ত করেছিলেন, কিন্তু আপনি "ভিত্তিহীন কথা" বলে সেটি মুছে ফেলেছেন। আসলে যুক্তি ছাড়া এমনটা করা অনুচিত। যদিও সেখানে সঠিকভাবে অনুবাদ করেননি এবং আপনি যদি কাহিনি অংশ লক্ষ্য করেন, তাহলে সেটা বুঝতে পারবেন। এছাড়াও আমি আরও লক্ষ্য করলাম আপনি এই নিবন্ধটিতে যে পোস্টারটি ব্যবহার করেছেন সেটি উইকিমিডিয়া কমন্সে আপলোড করা। কমন্স আসলে এমন একটি স্থান যেখানে ব্যবহারকারীরা তাদের নিজেদের তোলা ছবি আপলোড করে থাকেন। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ফ্লিকার অথবা নির্দিষ্ট কিছু ওয়েবসাইট থেকে ছবি আপলোড করা যায়। কিন্তু চলচ্চিত্রের পোস্টারের ক্ষেত্রে যদি তা কমন্সে আপলোড করা হয়, তাহলে তা অপসারণ করা হয়ে থাকে। আপনার কোন নিবন্ধে যদি এরকম পোস্টার বা এমন ছবি যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয় যা কমন্সে পাওয়া যাবেনা বা আপলোড করা যাবেনা, তাহলে আমাকে বা অন্যকোন উইকিপিডিয়ানকে জানাতে পারেন। আশা করছি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন।

আপনাকে আবারও ধন্যবাদ এবং উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা শুভ হোক।~ইসমাইল (আলাপ) ০১:১৫, ১০ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনাকেও ধন্যবাদ। এরপর থেকে চেষ্টা করব। ইনশাআল্লাহ। Sabah Azman Nahean (আলাপ) ১৮:৩৫, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আপনি সে কোন সময় হেট স্টোরি ৩-এর অনুবাদ ঠিক করতে পারেন। এছাড়া খেয়াল করলাম আপনি এই মাত্র সেভেন মাইলস ব্রিজ তৈরি করেছেন, সেটিও গুগল অনুবাদ দ্বারা করা যান্ত্রিক অনুবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৭, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
ক্ষমা করবেন কিন্তু তাড়াহুরায় করে ফেলাছি। Sabah Azman Nahean (আলাপ) ১৮:৪৩, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
সমস্যা নেই। এখন ঠিক করে ফেলুন। আবারো বলি যান্ত্রিক অনুবাদ করবেন না ও ১-২ লাইনে নিবন্ধ লিখবেন না (অন্তত এক-দুই অনুচ্ছেদ লিখুন)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫১, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে। সময় বুঝে করে নেব। তবে একটু বেশি সময় লাগবে। ধন্যবাদ। Sabah Azman Nahean (আলাপ) ১৮:৫৫, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মাঙকি ব্রিজ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মাঙকি ব্রিজ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাঙকি ব্রিজ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ইসমাইল (আলাপ) ০৪:৩৩, ১৩ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয় এ নিবন্ধটি রাখা উচিত কেননা অন্য দুটি উইকিপিডিয়াতেও এ নিবন্ধটি রয়েছে। ধন্যবাদ। Sabah Azman Nahean (আলাপ) ০৭:০৭, ১৩ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

শেষ অবদান সম্পাদনা

আমি আর অবদান রাখতে চাচ্ছি না। বিদায়। ধন্যবাদ। Sabah Azman Nahean (আলাপ) ১০:১৭, ১৬ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ক্ষমা সম্পাদনা

আমি একাধিক ইউজার তৈরী করার জন্য ক্ষমা চাচ্ছি। দয়া করে ক্ষমা করে দিন। আর কোনোদিন এ ভুল হবে না। আমি ওয়াদা করছি। আমার আসল পরিচয় এটা (Sabah Azman Nahean)। দয়া করে শুধুমাত্র এটাই আনব্লক করুন। আমি আর কোনোদিন এই ভুল করব না। দয়া করে ক্ষমা করে দিন।😞😞😞 Sabah Azman Nahean (আলাপ) ১৯:৩২, ২২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি ক্ষমাপ্রার্থী। দয়া করে আনব্লক করুন!😫😫😫😭😭😭😭 Sabah Azman Nahean (আলাপ) ১৯:৪৩, ২২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি আর কোনোদিন এ ধরনের গর্হিত কাজ করব না। আমি ক্ষমাপ্রার্থী। Sabah Azman Nahean (আলাপ) ১৯:৪৬, ২২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

I am really really really very sorry. I won't do this anymore. Please forgive me!! আমি সত্যি সত্যি সত্যি খুব বেশি দুঃখিত। আমি আার কোনোদিন এ কাাজ করব না। দয়া করে ক্ষমা করে দিন!!!😭😭😭😭😭😭😭😭😭😭😭 Sabah Azman Nahean (আলাপ) ১৯:৪৯, ২২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

প্লিজ ফরগিভ মি! প্লিজ!!! Sabah Azman Nahean (আলাপ) ১৯:৫১, ২২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

প্লিজ ফরগিভ মি! প্লিজ!!! Sabah Azman Nahean (আলাপ) ১৯:৫১, ২২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

সরি!!!😭😭😭 Sabah Azman Nahean (আলাপ) ১৯:৫২, ২২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাধা অপসারণ/আনব্লকের অনুরোধ সম্পাদনা

 
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Sabah Azman Nahean (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

সকপাপেট তৈরী

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:


আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।

আমি বাধা অপসারণ/আনব্লকের অনুরোধ করছি এবং ওয়াদা করছি আর কোনোদিন এরকম কাজ করবো না। আই এম সরি।

প্লিজ সম্পাদনা

 
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Sabah Azman Nahean (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

সকপাপেট তৈরী

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:

আলাপ পাতার অপব্যবহার করায় এই প্রবেশাধিকারও বাতিল। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৬, ১১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।