যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৯:৫১, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

মার্চ ২০১৪ সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম। সম্প্রতি আপনার তৈরি একটি পাতা, নিলয় ভূঁইয়া, সম্ভবত উইকিপিডিয়ার নতুন পাতা তৈরি সম্পর্কিত কিছু নীতিমালা অনুসরন করে নি, তাই এই পাতাটি কিছুক্ষনের মধ্যেই অপসারিত হবে (এখনো যদি না হয়ে থাকে)। দয়া করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন, এবং নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। নিবন্ধ তৈরি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার প্রথম নিবন্ধ পাতাটি পড়ে নিন। উইকিপিডিয়ায় অবদান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।টেমপ্লেট:Z43 যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৯:৫২, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

প্রিয়, আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম। আপনি নিলয় ভূঁইয়া পাতাটি পুনরায় তৈরি করেছেন। আসলে উইকিপিডিয়ায় কোন ব্যবহারকারী তার নিজের সম্পর্কে পাতা তৈরি করতে পারেন না। আপনি যদি মনে করেন আপনার নিবন্ধ উইকির নীতিমালায় উইকিপিডিয়ায় স্থান পাওয়ার যোগ্য তাহলে আপনি নির্ভরযোগ্য উৎস সরবরাহ করে অন্য ব্যবহারকারীকে অনুরোধ করতে পারেন। কিন্তু অনুগ্রহ করে বারবার পাতাটি তৈরি করবেন না। ধন্যবাদ। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১১:১২, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আপনি ভুল জায়গায় বার্তা দিয়েছেন। আপনি মনে হয় NahidSultan কে বার্তা দিতে চেয়েছেন। বার্তা দিলে ওনার আলাপ পাতায় দিন। --Aftab1995 (আলাপ) ১৩:১৫, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আপনার সম্পর্কে যতটুকু পড়লাম তাতে আপনি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতার মধ্যে এখনো পড়েন না। অতএব আপনি নিজের সম্পর্কে উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি করতে পারেন না। আপনি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা পাতাটি ভালো করে পড়ুন (অনুবাদ বুঝতে না পারলে en:Wikipedia:Notability পাতা পড়ুন) --Aftab1995 (আলাপ) ১৩:৪২, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
ভাই, উইকিতে আপনি ইতোমধ্যেই বেশ কয়েকটি পাতা তৈরি করেছিলেন, আসলে উইকিতে বিভিন্ন বিষয়ে আলোচনা বা অনুরোধের জন্য বেশ কিছু নির্দিষ্ট পৃষ্ঠা রয়েছে। এভাবে বিভিন্ন পাতা তৈরির প্রয়োজন নেই। এই বার্তার উত্তর দিতে চাইলে এই অনুচ্ছেদের পাশের উৎস সম্পাদনাতে ক্লিক করুন, যে বক্স ওপেন হবে তার সবার নিচে আপনার বার্তা লিখে সংরক্ষণ বোতাম চাপুন। আপনি Aftab1995-এর আলাপ পাতায় যে বার্তা রেখেছেন তাতে আসলে আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি উইকিপিডিয়ায় আমাদের মত সম্পাদনায় আগ্রহী নাকি আপনি নিজের নামে একটি পাতা তৈরিতে আগ্রহী? যাইহোক, সাধারণভাবে আপনি যদি নিজের নামে পাতা তৈরি করতে চান তাহলে আপনার সম্পর্কে প্রকাশিত কোন জাতীয় দৈনিকের লিংক, বিভিন্ন জার্নালের লিংক মোটের উপর ভেরিফাই করার মত প্রয়োজনীয় উৎস সরবরাহ করতে হবে (ফেইসবুক/ব্লকসাইটের উৎস হলে চলবে না)। তথ্যগুলো আপনি ব্যবহারকারী:Niloy Bhuiyan/খেলাঘর পাতায় যুক্ত করুন। অন্য ব্যবহারকারী পর্যলোচনা করে দেখার পর উইকিতে আর্টিকেল রাখা যাবে না যাবে না সে বিষয়ে সিদ্ধান্ত দিবেন। এছাড়া, আপনি যদি উইকিপিডিয়ায় অন্যান্য ইউজারদের মত সম্পাদনা করতে চান তাহলে, উইকিপিডিয়া:স্বাগতম, নবাগত পাতাটি পড়ুন। ধন্যবাদ।-- যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪৯, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Niloy Bhuiyan পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে সম্পাদনা

 

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:Niloy Bhuiyan পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। দ্রুত অপসারণ মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে এটি করা হয়েছে, কারণ পাতাটির লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপ উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনো বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Aishik Rehman (আলাপ) ০৮:৫৩, ৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন