বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

অনুগ্রহ করে নিবন্ধ অনুবাদের পর যথাযথ সম্পাদনা করুন সম্পাদনা

প্রিয়! উইকিপিডিয়ায় কাজ করার জন্য শুভেচ্ছা নিবেন। আসলে ব্যাকলগ না বাড়লে আমি আপনাকে বিরক্ত করতাম না। কিন্তু টহল দেয়ার জন্য আপনার অনুদিত পাতাগুলোর ব্যাকলগ বেড়ে যাচ্ছে, তাই বলছি। অনুগ্রহ করে মেশিন দিয়ে অনুবাদের পর যথাযথ সম্পাদনা করুন। আপনার তৈরি করা ২০ এরও অধিক পাতা টহল ছাড়াই পড়ে আছে। কারণ, এগুলোতে যান্ত্রিক অনুবাদ একটু বেশি হয়ে গিয়েছে। আশা করি, বুঝাতে পেরেছি। আপনার পূর্বে তৈরি পাতা অনুগ্রহ করে যথাযথ সম্পাদনা করবেন। আমি তালিকা দিয়ে দিচ্ছি, সর্বপ্রথম সবচেয়ে পুরাতনটা থেকে শুরু করুন:

যেকোনো জিজ্ঞাসার জন্য এখানে বা আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৫:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অ-ফটোকেমিক্যাল quenching নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য অ-ফটোকেমিক্যাল quenching নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:

শিরোনামও অনুবাদ করা হয়নি। ১০ দিনের অধিক হয়ে গিয়েছে।

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ২০:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Nazim Uddin Ahmed, BD,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন