বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

তাওহীদ ও শির্ক পাতার দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি আপনার তৈরি প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ তৈরিতে নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য তাওহীদ ও শির্ক নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার স১১ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি দেখে দ্ব্যর্থহীন বিজ্ঞাপন বলে মনে হয়েছে যেটি শুধু একটি প্রতিষ্ঠান, পণ্য, সংগঠন, সেবা বা ব্যক্তির প্রচার করছে এবং পাতাটি গ্রহণযোগ্য হতে এটিতে প্রাথমিক পর্যায়ের পুনর্লিখন দরকার। দয়া করে দ্রুত অপসারণের সাধারণ বিচারধারা পড়ুন, বিশেষ করে স১১ অনুচ্ছেদটি, একইসাথে স্প্যাম বিষয়ে নির্দেশিকা পড়ুন।

যদি আপনি মনে করেন যে পাতাটি বিজ্ঞাপনমূলক নয়, তবে অপসারণের আপত্তি জানাতে নিবন্ধটির আলাপ পাতায় যেয়ে ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, দেরি না করে তা অপসারণ করা হয় যদি তা দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। আপনি পাতাটি সম্পাদনা করে সমস্যাটির সমাধান করতে পারেন কিন্তু পাতাটি থেকে দ্রুত অপসারণ ট্যাগ মুছবেন না। বিজ্ঞাপনমূলক লেখা মুছার সাথে বিশ্বকোষীয় তথ্য যুক্ত করা যেতে পারে এবং এতে স্বাধীন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি দেওয়া উচিত যাতে পাতাটি যাচাইযোগ্য হয়। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। – Muhammad Wahid ➡ Talk ০০:৫৭, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাবনা সম্পাদনা

হযরত মুহাম্মাদ (সঃ) এর নিবন্ধ মুহাম্মাদ বাংলা উইকিপিডিয়ায় নির্বাচিত প্রবন্ধ করার চেষ্টা চলছে।আপনিও নিবন্ধটির অসংগতি দূর করে তথ্যসমৃদ্ধভাবে সম্প্রসারণ করে নিবন্ধটিকে নির্বাচিত প্রবন্ধের গুণাবলির আওতায় আনতে সমর্থন ও সাহায্য করুন।ধন্যবাদ। আলোচনা পাতা- https://bn.wikipedia.org/wiki/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%3A%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6#প্রস্তাবিত_নির্বাচিত_নিবন্ধ অথবা, উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/মুহাম্মাদ রিজওয়ান আহমেদ (আলাপ) ০৯:৩১, ৬ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন সম্পাদনা

 
সুপ্রিয় Mufti AK Azad, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৮:১১, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন