উইকিনীতি সম্পর্কে অবহিতকরণ সম্পাদনা

সালাম নিবেন। পাথরঘাটা উপজেলা থেকে উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করেন, এমন কেউ নেই। অন্তত আমি কাউকে পাইনি। বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

দুঃখজনক হলো, যারা আসে তারা কয়েকদিন নিজের ঢোল নিজে পেটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার মিলিয়ে যায়। আপনার উইকিতে সাম্প্রতিক পরিবর্তন গুলো উইকিনীতি বহির্ভূত। উইকিপিডিয়ায় স্থান পাওয়ার মতো কোন উল্লেখযোগ্য ব্যক্তি আপনি নন। দয়া করে উল্লেখযোগ্যতার নীতিমালাটি পড়বেন।

ভবিষ্যতে গঠনমূলক সম্পাদনার জন্য আপনাকে অভিনন্দনইয়াহিয়া (আলাপ) ১১:০৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Md. Shafiqul Islam Khokon নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

দয়া করে জীবিত ব্যাক্তির জীবনী সম্পর্কে এমন কোন নিবন্ধ তৈরি করা থেকে বিরত থাকুন যা পুরুপুরি উৎসবিহীন ও নেগিটিভ দৃষ্টিভঙ্গি থেকে লেখা। উইকিপিডিয়ার যাচাইযোগ্যতা সম্পর্কে নীতিমালা রয়েছে এবং কোন ধরনের নেগিটিভ দৃষ্টিভঙ্গির লেখা যোগ করলে তা অবশ্যই কোন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্বিৃতি দিতে হবে ও নিবন্ধটি অবশ্যই নিরপেক্ষ হতে হবে। নেগিটিভ দৃষ্টিভঙ্গির উৎসহীন সম্পাদনা উইকিপিডিয়ায় সহ্য করা হয় নাঅতি-দ্রুততার সাথে অপসারন করা হয়। কোন ব্যবহারকারী সতর্ক করে দেওয়া স্বত্ত্বেও বারংবার এই ধরনের লেখা বা চিত্র যোগ অব্যাহত রাখলে, তাকে উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী সংক্রান্ত নীতিমালার অওতায় বাধাপ্রদান করা হয়। ধন্যবাদ।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:০৬, ৬ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন