ব্যবহারকারী আলাপ:Mayeenul Islam/বাক্সবন্দী ৩

সাম্প্রতিক মন্তব্য: Mayeenul Islam কর্তৃক ১১ বছর পূর্বে "বিপিএল নিবন্ধ সম্পর্কে" অনুচ্ছেদে

অ্যাঞ্জেলিনা জোলি সম্পাদনা

মঈনুল ভাই, নিবন্ধটি আপডেট করতে গিয়ে কয়েকটি লাল লিংক এসেছে। এগুলো যথা সম্ভব নীল করতে আমায় সাহায্য করতে পারেন? যে নিবন্ধগুলো তৈরি করতে হবে তা হচ্ছে, লিয়েভ শ্রাইবার, কিউ স্কোর, ফিলিপ নয়েস, কুং ফু পান্ডা ২, ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি, বসনিয়ার যুদ্ধ, সারাজেভো, অ্যাসোসিয়েশন অফ উইমেন ভিকটিমস অফ ওয়ার, ভোগ (ম্যাগাজিন), এসকোয়ার (ম্যাগাজিন), এফএইচএম, হার্পার’স বাজার, এবং ভ্যানিটি ফেয়ার (ম্যাগাজিন)। আমি চেষ্টা করছি। আপনিও সাহায্য করলে খুশি হই। — তানভিরআলাপ০৭:৪১, ২৭ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

তানভির ভাই, ক্ষমা চাই। এই নিবন্ধগুলোর মধ্যে কোনোটার প্রতিই আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিছু জানিও না। অজানা বিষয়ে ঘাঁটতে ভালো লাগে, কিন্তু আগ্রহের সাথে মিলেনা এমন বিষয়ে ঘাঁটার লজিক পাই না। শ্রেফ কুং ফু পান্ডা ২-এর প্রতি আকর্ষণ রাখি, চেষ্টা করবো, কিছু যদি পারি, অবদান রাখতে ইনশাল্লাহ। আপনাকে কষ্ট দেয়ায় দুঃখিত, কিন্তু সত্যি কথাটা না বললে তার চেয়ে বেশি দুঃখ দেয়া হতো বলে মনে হচ্ছিল। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩৪, ২৭ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
হা হা হা, কোনো সমস্যা নেই। আমি চালিয়ে যাচ্ছি। :) ‍‍‍— তানভিরআলাপ১৭:৩৬, ২৭ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্পাদনা

মঈনুল ভাই, কৃত্রিম বুদ্ধিমত্তা নিবন্ধটি ইংরাজী থেকে একটা অনুচ্ছেদ অনুবাদ করে পরীক্ষামুলক ভাবে দেখতে গেলাম। প্রাকদর্শন করার সময় নীচে লাল রঙের লেখা দেখলাম উদ্ধৃতির ত্রুটি। ref tag exists but no references/tag found! ইংরাজি নিবন্ধটির edit mode এ তো কই references/ খুঁজে পেলাম না? পথ দেখান। আর একটা বিষয় - কী বোর্ড পরিবর্তন করে মাঝে মাঝে ইংরাজী লিখতে গিয়ে দেখছি বাংলা হরফেই লেখা হয়ে যাচ্ছে। যেমন references/ লিখতে গিয়ে দেখি রেফারেঞ্চেস/লেখা হয়ে গেল। এখন আবার ঠিকই লেখা হচ্ছে। এমনটা কেন হচ্ছে জানান।

Al-mumtahinah (আলাপ) ০২:০৪, ২ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন


শিরোনামহীন বার্তা ০ সম্পাদনা

ধন্যবাদ ভাই। ভবিষ্যতে মাথায় থাকবে কথাগুলো।ঃ)

আল্লাহ আমার মঙ্গল করুন সম্পাদনা

আল্লাহ আমার মঙ্গল করুন। মাফ চাই। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:২১, ৫ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

কসাই পাখি নিবন্ধ সম্পর্কে কিছু জানতে চাই সম্পাদনা

মঈনুল ভাই আশা করি ভাল আছেন। কসাই পাখি নিবন্ধটিতে আপনি বিশ্বজনীন বা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপিত হয়নি এ টেমপ্লেট বসিয়েছেন, কিন্তু কেন???? এইটা যদি জানা যেত তা হলে আমার ভুলটা সংশোধন করতে পারতাম। আশা করি উত্তর দিবেন। --মুন্না হক (আলাপ) ১৬:৪৩, ৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

এর মানে পরিষ্কার হয়ে যাবে শ্রেফ একটা কথা বললেই যে, "উইকিপিডিয়া কোনো বাংলাদেশ কোষ নয়, বরং একটি বিশ্বকোষ, এবং বাংলা উইকিপিডিয়া হচ্ছে বাংলা ভাষায় লেখা মাত্র"। যাহোক, কসাই পাখি নিবন্ধে লক্ষ করলে দেখবেন যে, নিবন্ধে যে পাখির কথা বলা হয়েছে, তা কেবল এমন একটি পাখি, যা শ্রেফ বাংলাদেশে বাস করে। কিন্তু সাধারণত দেখা যায় জীববৈচিত্র্যের বিস্তৃতি প্রকৃতি এরকম খাপছাড়া করে দেয় না। তাই যে পাখিটা বাংলাদেশে থাকে, তা নিকটবর্তি অঞ্চলগুলোতেও কম-বেশি বিরাজ করে (ব্যতিক্রম ছাড়া)। এই পাখির বেলায় তেমন কোনো তথ্য নেই। না আছে এর বিজ্ঞানসম্মত কোনো শ্রেণীভেদ। তাই নিবন্ধটি এমনভাবে লেখা, যা আসলে কেবল বাংলাদেশের মানুষের জন্যই সুখপাঠ্য, বিশ্বজনীন কোনো পাঠকের জন্য নিবন্ধটি যথেষ্ট তথ্যবহুল নয়, বা তার কাছে মনে হবে এটা একটা বিদেশী পাখি মাত্র। তাই আসলে ট্যাগটি সাঁটা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:০৯, ৯ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বাংলা অনুবাদ প্রসঙ্গে সম্পাদনা

মঈনুল ভাই, আপনার গঠনাত্মক সমালোচনায় অনেক ধারণা প্রাঞ্জল হল। আমি তো ভাবানুবাদ করতেই পছন্দ করি। কিন্তু স্বাধীনতা নেওয়া ঠিক হবে কিনা ভেবেই আক্ষরিক করতে হয়েছিল, তাই একটু আড়ষ্ট হয়ে গেছে। ঠিক আছে , আপনার কথা গুলি মনে থাকবে। পরের অনুবাদ গুলি যতটা সম্ভব সচ্ছন্দ করার চেষ্টা করব। আপনার মূল্যবান সমালোচনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। Al-mumtahinah (আলাপ) ১৫:১৭, ১০ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

জর্মন --> জার্মান সম্পাদনা

মঈনুল ভাই, মুজতবা আলীর এই জর্মনের ব্যবহার বেশ বিতর্কিত। :) — তানভিরআলাপ১৮:২০, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

তাহলে বাতিল এবং বাদ। :p  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:২৯, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ট্যাগ সম্পাদনা

মঈনুল ভাই, পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা। --নুরুন্নবী হাছিব (আলাপ) ১৮:২৭, ২৭ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা নট ওয়ান লেস সম্পাদনা

মঈনুল ভাই, আশা করি ভালো আছেন। অনেকদিন পর আমার আলাপ পাতায় বার্তা পেলাম! ভালই লাগছে, আমি নট ওয়ান লেস নিবন্ধ-টিতে কিছুটা উন্নতি করার চেষ্টা করেছি, আমার মনে হয় কয়েকটি বিষয়শ্রেণী যুক্ত করা গেলে ভালো হতো। একটু দেখবেন কি? বিষয়শ্রেণী: চীনা চলচ্চিত্র, বিষয়শ্রেণী: ম্যান্ডারিন ভাষার চলচ্চিত্রবিষয়শ্রেণী: শিক্ষা সম্পর্কে চলচ্চিত্র

যোগাযোগের জন্য ধন্যবাদ --হেমায়েত (আলাপ) ১০:১৩, ২৮ জানুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"ভাষানুবাদ" নিবন্ধের ১ ফেব্রুয়ারি ১২ তারিখের সম্প্রসারণ সম্পাদনা

"ভাষানুবাদ" নিবন্ধের ১ ফেব্রুয়ারি ২০১২ তারিখে অনামা ব্যক্তিকৃত সম্প্রসারণ নিয়ে সন্দেহের কারণ নেই। উক্ত অনামা ব্যক্তিকৃত সংযোজিত অংশ অর্থপূর্ণ ও যুক্তিগ্রাহ্য এবং তা সংশয়ের জন্ম দেয় না। তাই সম্প্রসারণটি পুনঃস্থাপতি করা হলো। প্রাসঙ্গিক ও প্রযোজ্য বিধায় [unref|date=ফেব্রুয়ারি ২০১২] ফলকটি লাগিয়ে দেয়া হলো। পরিষ্কার বোঝা যাচ্ছে উক্ত অনামা ব্যক্তি উদয়নারায়ণ সিংহ এবং পবিত্র সরকার এই দুই ভাষা বিজ্ঞানীর বই থেকে তথ্য সংগ্রহ করেছেন। বইগুলো পেলে তথ্যসূত্র লাগিয়ে দেয়া যাবে। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৯:১৮, ১ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

রিকশার তথ্যসূত্র প্রসঙ্গ সম্পাদনা

মঈনূল ভাইয়া, কেমন আছেন? রিকশার তথ্যসূত্র প্রদান করা হল। ভুল হলে জানাবেন। কারেন্ট অ্যাফেয়ার্সে ১৯৩১ সালের উল্লেখ পেয়েছি, কিন্তু বইয়ের আইএসবিএন না থাকায় (আছে কিনা আমার জানা নেই।), উল্লেখ করা গেলো না। আর একটা বিষয়, উইকিমানিয়া ২০১২ সালের সম্মেলনে যোগদান করতে ইচ্ছুক। কিভাবে যোগদান করতে পারি (যোগ্যতা প্রশ্নে) জানালে বাধিত থাকিব। --Sabuj Barua (আলাপ) ২০:৪৪, ২ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

অনেক ধন্যবাদ ভাইয়া। --Sabuj Barua (আলাপ) ১৯:২১, ৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ রিভিউ করার জন্য সাহায্য প্রয়োজন সম্পাদনা

বাংলা ভাষা আন্দোলন নিবন্ধটি ফিচার্ড করতে চাই। রিভিউ করার জন্য সাহায্য প্রয়োজন। মূলত লেখার ধরন, বানান এবং ভাষাগত ত্রুটি গুলো পরীক্ষা করা প্রয়োজন। --নাসির খান সৈকতআলাপ ০৬:২৮, ৪ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

উৎসনির্দেশ সম্পাদনা

তবে দাদা ভাই একটা অসুবিধা থেকেই যাচ্ছে ,যেমন ধরুন ২টি লাইন বা অনুছেদের reference যদি ১টি same reference হয় তখন কি করতে হবে।Scorpian ad (আলাপ) ০৫:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ভাল নিবন্ধ সম্পাদনা

মঈনুল, শুভেচ্ছা জানবেন। প্রশাসকদের আলোচনা সভায় স্বীয় অভিব্যক্তি প্রকাশ করেছি মাত্র। যে গঠনতান্ত্রিক পদ্ধতি উইকিতে রয়েছে তা বেশ দুঃখজনক। একে তো ব্যবহারকারীর সংখ্যা একেবারেই কম, সাথে জড়ো হয়ে রয়েছে বেশ কিছু শর্তাবলী। ফলে আগ্রহও অনেকাংশে দূরীভূত হয়ে যায়। আসলে প্রকারান্তরে নিয়ম-পদ্ধতি সংশোধন, শিথিল এবং প্রশাসকমণ্ডলীসহ সকলের সম্পৃক্ততা ও দায়িত্ববোধের কথাই তুলে ধরার চেষ্টা করেছি। আসলে সৃষ্ট নিবন্ধগুলোর মান কিরূপ তা জানার ব্যবস্থা বাংলায় নেই; অথচ হিন্দী এবং ইংরেজিতে রয়েছে। এছাড়াও, প্রস্তাবিত ভাল নিবন্ধ - ৩৮, ভাল নিবন্ধ - ৩ এবং নির্বাচিত নিবন্ধ - ৫ = সর্বমোট ৪৬টি। অথচ, এ মুহুর্ত পর্যন্ত সৃষ্ট নিবন্ধের সংখ্যা হয়েছে ২৩,০৪৯টি। আজ পর্যন্ত রচনা করেছি মাত্র ১৫৭টি! এগুলোর একটিও কি ত্রি-স্তরের একটিতেও পদার্পণ করতে সক্ষম হয়নি? আপনার কি মনে হয়! এটি কি শোভনীয় যে, নিজের নিবন্ধকে নিজেই ভাল বলে সিদ্ধান্ত প্রদান ও উপস্থাপন করা? এটি কি ঢোল পিটিয়ে নিজেকে জাহির করা নয়!

এখানে কিন্তু আপনার সাথে যে আমার ভুল বোঝাবুঝি হয়েছে তা কিন্তু আমি মানিনে। একটু আগ্রহ, উদ্দীপনাই আসলে উইকিকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করে। তবে, সেই কথা -

তোমার কর্ম, তুমি কর মা
লোকে বলে আমি করি।

আপনাকে ধন্যবাদ। ভাল থাকুন। - সুব্রত রায় (আলাপ) ১৮:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আপনার পরামর্শের জন্য অজস্র ধন্যবাদ, মঈনুল। আসলে, আত্মপ্রচার কিংবা প্রচার নয়; বরং উইকি'কে কতটুকু দিচ্ছি-নিচ্ছি এটাই আমার প্রতিপাদ্য ও বিবেচ্য বিষয়। আমার পক্ষে বোধহয় কখনও সম্ভব হবে না, স্বীয় নিবন্ধের কোনটি ভাল-মন্দ, উচ্চ মার্গ-নিম্ন মার্গ ইত্যাদি বিষয়গুলো নিরূপণ করে ভাল নিবন্ধে সংযুক্ত করা। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৯:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ জ্ঞাপন সম্পাদনা

ধন্যবাদ আমার পাতা গুলি পর্যবেক্ষনের জন্য।

  • প্রথমত চলিত ভাষার নিবন্ধে অনইচ্ছাকৃত সাধু ভাষার মিশ্রণ যাতে না হয় লক্ষ্য রাখতে চেষ্টা করব।
  • লিংকের বাইরে তার সামান্য পরিচিতি দেওয়ার চেষ্টা করব।
  • দাড়ির পরে বাধ্যতামূলকভাবে একটা স্পেস দেওয়ার এবং "তথ্য[তথ্যসূত্র]।" আর "তথ্য।[তথ্যসূত্র]" -এ দুয়ের পার্থক্যটা ব্যপারটি জানা ছিলনা,তার জন্য ধন্যবাদ।Scorpian ad (আলাপ) ১৭:০২, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

কিছু কথা সম্পাদনা

নিবন্ধে সম্পর্কে আমি একটু ভিন্ন মত পোষন করি, জানি না আপনার কি মত। তা হল নিবন্ধ "না থাকার" থেকে নিবন্ধ টি যদি "তৈরী থাকে" তবে তার উন্নতি হওয়ার যথেষ্ঠ্য সম্ভাবনা থাকে। তার কারন হিসাবে আমি আমার, উইকির প্রতি আকৃষ্ট হওয়ার একটি উদাহরণ দিতে চাই তা হল প্রথমে আমি উইকি কিভাবে বা কারা লিখতে পারে তা জানতাম না। তারপর কিছুদিন পর এর নিয়ম সম্পর্কে সামান্য জানলাম। কিন্তু কিভাবে নিবন্ধ লিখতে হয় জানতাম না। তখন গুগল সার্চের কোন পছন্দের নিবন্ধ দেখলে (মানে যেগুলি আমি জানি) তার দু-একটা শব্দ বা লাইন বা বানান ঠিক করে লিখতে শুরু করলাম। তখন ও কিন্তু আমার ইউজার নেইম ছিল না। সেই হিহাবে নতুন কোন উইকি প্রিয় যদি তার জ্ঞানের সামান্য কোন "অসম্পূর্ন" নিবন্ধে অবদান রাখে তখন তার উন্নতি হওয়া ই স্বাভাবিক। আর এমনটি ও নয় যে আমি প্রচুর নিবন্ধ তৈরী করছি কিন্তু কাজ করছি না । দয়া করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সামান্য হলেও আমার recent activity আছে। এর কারন হিসাবে জানাতে চাই যে, উইকি তে আমি সামান্য সময় ব্যয় করতে পারি, তাই আমার বেশীর ভাগ কাজ ই ধীর গতিতে হয়। আর তার জন্য আমি দুঃখিত। আবারও আমার এই বিরক্তিকর কথা গুলিতে লক্ষ্য করবার জন্য ধন্যবাদ। Scorpian ad (আলাপ) ১৭:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

শিরোনামহীন সমস্যা-বার্তা সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা সংখ্যা, সম্পাদনা সারাংশ পাতা, প্রণীত নিবন্ধ ইত্যাদি অবদান দেখতে গেলেই নিম্নলিখিত বার্তা দেখায়।

403: User account expired

The page you requested is hosted by the Toolserver user soxred93, whose account has expired. Toolserver user accounts are automatically expired if the user is inactive for over six months. To prevent stale pages remaining accessible, we automatically block requests to expired content.

If you think you are receiving this page in error, or you have a question, please contact the owner of this document: soxred93 [at] toolserver [dot] org. (Please do not contact Toolserver administrators about this problem, as we cannot fix it—only the Toolserver account owner may renew their account.)

HTTP server at toolserver.org - ts-admins [at] toolserver [dot] org

অন্য ব্যবহারকারীরা কী নিবন্ধ প্রণয়ন বা কোন কোন নিবন্ধে সম্পাদনা করেছেন, আমি আগে নিবন্ধ প্রণয়ন করেছি, কোন নিবন্ধে সম্পাদনা করেছি, কিছুই দেখতে পারছি না। উইকিপিডিয়ায় কাজ ব্যাহত হচ্ছে।Adib5271 (আলাপ) ০৯:৫৪, ৪ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Notice সম্পাদনা

Hello. This message is being sent to inform you that there is currently a discussion at উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা regarding an issue with which you may have been involved. The thread is আমদানি টুল সক্রিয়করণ. Thank you. --জয়ন্ত (আলাপ - অবদান) ১৪:৫২, ৯ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

শিরোনামহীন বার্তা ১ সম্পাদনা

অসংখ্য ধন্যবাদ মঈনুল ভাই। আমি আসলে চোরাই পদ্ধতিতে উইকিপিডিয়ায় লিখি। মানে আরেকটা নিবন্ধে গিয়ে সেটার ধরণধারণ দেখে কীভাবে একটা নিবন্ধ সাজাতে হয় তা ফলো করি। হাঁটি হাঁটি পা পা অবস্থা। এরপরের নিবন্ধগুলোতে আরও তথ্যের সমাবেশ থাকবে এই নিশ্চয়তা দেই। (-Khaled0147‎)

শিরোনামহীন বার্তা ২ সম্পাদনা

ইনলাইন রেফারেন্স সংক্রান্ত তথ্যের জন্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।

পৃষ্ঠার বা দিকে ভাষার যে তালিকাটা থাকে তা কি লেখার শেষে যোগ করে দিতে হবে নাকি রেফারেন্সের মত কোনো কোড দিয়ে কাজ হয়ে যাবে? এই বিষয়ে জানাবেন। আমি এই পর্যন্ত সম্পাদিত নিবন্ধগুলোতে ইংরেজী উইকিপিডিয়া থেকে ভাষার তালিকা কপি পেস্ট করেছি। অন্য কোনো পদ্ধতি যদি থাকে যা ব্যাপকভাবে ব্যবহৃত হয় তবে তা জানান।

অপ্রাসঙ্গিক হলেও একটি কথা বলতে চাই। তার জন্য শুরুতেই ক্ষমা চাইছি। আমি নামের বানান ইনতেখাব লিখি, ইন্তেখাব নয়। কথাটা বলছি যাতে অন্য কারো সাথে নাম মিলে না যায় তার জন্য। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। (-Intakhab ctg)

ছবি সম্পাদনা

আল্প আরসালান নিবন্ধটিতে একটি ছবি প্রদর্শনে সমস্যা হচ্ছে। ইংরজী নিবন্ধ থেকে পূর্বের ছবিগুলো যেভাবে যোগ করেছিলাম এক্ষেত্রেও তাই করেছি। কিন্তু ছবির ক্যাপশন ও অন্যান্য তথ্য দেখালেওছবি দেখা যাচ্ছে না। আপনি উক্ত নিবন্ধটি দেখলে বুঝতে পারবেন। ছবি সংক্রান্ত কোনো লেখা যদি থাকে তবে লিঙ্ক দিন।

http://bn.wikipedia.org/wiki/দক্ষিণ_কোরিয়ার_শহরের_তালিকা আমি এই নিবন্ধটার সূচনা করেছি. আমি আশা করছি যে আমি এবং অন্যান্য সহ-উইকিপিডিয়ানরা এটিকে ধীরে ধীরে সমৃদ্ধ করে তুলবো. এই নিবন্ধতে { অসম্পূর্ণ } ট্যাগটি সংযুক্ত করা হয়েছে আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ.

কেমন সুর (আলাপ) ০৬:৫৫, ২৪ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে এই নিবন্ধটি মুছে ফেলুন : দক্ষিণ_কোরিয়ার_শহরের_তালিকা (wrongly redirected) সম্পাদনা

http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7:MovePage/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80:%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3_%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE

আমি আমার নিজ userspace এ http://bn.wikipedia.org/w/index.php?title=ব্যবহারকারী:Kmonsoor/দক্ষিণ_কোরিয়ার_শহরের_তালিকা নিবন্ধটি সম্পাদনা করছি. মোটামুটি সম্পন্ন হলে আমি আবার পোস্ট করব. আপনার সুনজরের জন্য ধন্যবাদ.

কৌতুহল: আমি bn.wikipedia.org এ অনেক অসম্পূর্ণ নিবদ্ধ দেখি যা শুধু অসম্পূর্ণ নয়, বরং ১-লাইনের একটি নিবন্ধ (এবং কোনরূপ নোটিশ-মুক্ত). সেগুলো কিভাবে এতদিন টিকে আছে, এ ব্যপারটিতে আমি খুব বিভ্রান্ত.

কেমন সুর (আলাপ) ০৯:৫১, ২৫ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

   অসংখ্য ধন্যবাদ. কেমন সুর (আলাপ) ০৭:১০, ২৬ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন


তথ্যের উৎস যখন বই, তখন উইকি তে কীভাবে তা যোগ করবো? আমি নতুন, পারিনা। তবে লিখতে চাই অনেক অনেক। কি করা যায়??

মানসুর হাল্লাজ + ফাতিমা_নামকরণ সম্পাদনা

আমি নিজেই এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়া থেকে আংশিক অনুবাদ করেছি; কোনো মেশিন-অনুবাদ নয়. তবে, বাংলা-ইংরেজির যে জগাখিচুড়ি ছিলো, তা আমি দূর করে দিয়েছি. যদিও এখনো অনুবাদ-কাজ অসম্পুর্ন, কিন্তু বর্তমানে(আমি মনে করি) এটি বাংলা উইকিপিডিয়াতে স্থান পাওয়ার যোগ্য. আপনি দয়া করে আবার একটু দেখবেন. আর শুরুর userbox অংশটাতে ({ { name } } একটু সাহায্য করবেন দয়া করে.

ফাতিমা সংক্রান্ত আপনার বক্তব্য আমি ধরতে পেরেছি. আমি আমার সম্পাদনাটি Undo করতে চেষ্টা করেছি; কিন্তু পারলাম না. দয়া করে একটু সাহায্য করবেন. btw, আমার ধারনা, "fatima" নামটি মুসলিম ঘরানা ছাড়া অন্য কোথাও প্রচলিত না.

সর্বোপরি, আপনার সদয় দৃষ্টির জন্য ধন্যবাদ. কেমন সুর (আলাপ) ১৭:১৬, ৩০ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ বর্তমানে একটি আলোচনা উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে।। আলোচনার বিষয় দুটো প্রসঙ্গ পাবেন। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ১৫:৫২, ২০ মে ২০১২ (ইউটিসি)উত্তর দিন

শিরোনামহীন বার্তা ৩ সম্পাদনা

'তিন পুরুষের রাজনীতি' বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য প্রবন্ধের বই।এটি লিখেছেন রফিক কায়সার।রফিক কায়সার বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ প্রবন্ধকার।তিনি প্রচারবিমুখ হওয়ায় অনেকে তার নাম জানেন না।কিন্তু বিদগ্ধ পাঠক মাত্রই জানেন তার গুরুত্ব। উল্লেখ্য আমি আরো কিছু বিষয় যেমন মাতাসাগর,শুকসাগর,পুকুর,প্রভা, ইত্যাদি বিষয় নিয়ে সামান্য লেখলেও তা এই কোষে স্থান পায়।অথচ কম লিখেছি নাম দিয়ে তার নাম এবং উপরোক্ত বই সম্বন্ধে লেখা কেটে ফেলা হয় যা সাহিত্য সম্বন্ধে অজ্ঞাত ব্যক্তিদের পক্ষেই সম্ভব।ইংরেজি উইকেতে স্থান পেলেও বাংলায় কিছু গালি যেমন ভোদা,পুটকি এগুলোকে অশালীন বলে বাদ দেওয়া হয়।অশালীন শব্দ থাকার সমস্যা কোথায়? উইকি ব্যবহার করে একজন লোক গালি শিখবে তা খুবই হাস্যকর।এ থেকে বুঝা যায় উইকি রক্ষণশীলদের দখলে।এরপর আমি আরো কিছু বিষয় যেমন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নাম অন্তভুক্ত করার চেষ্টা করি যেমন আবুল বাশার,দেবেন শিকদার,সাইফ-উদ-দাহার ইত্যাদি। যাদের ষাট-সত্তরের রাজনীতি সম্বন্ধে সামান্য ধারনা আছে তারাও জানেন উপরিউক্ত ব্যক্তিদের ইতিহাসে তাদের অবদান।এইসব সাহিত্য,রাজনীতি সম্বন্ধে কম জানা লোকদের দ্বারা সম্পাদনা হয় বলেই(সবার জন্য প্রযোজ্য নয়) যে মনিপুরী বাংলার পরে আমাদের উইকির অবস্থান তা সহজেই অনুমেয়।সংগঠনের নাম যদি নাই দেওয়া যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ থাকার যুক্তিকতা কোথায়? প্রপদ,বিজ্ঞানিচেতনা পরিষদ নিয়ে কিছু লিখলে কেন তা প্রচারনা হিসেবে গন্য হয়? উলু বনে মুক্তা ছড়ালাম কিনা জানি না ।।।।।বিনীত ইংরেজি উইকির একজন ব্যবহারকারী যেটি সত্যিকার অর্থেই চায় জ্ঞান সবার জন্য, এটা কারও ব্যক্তিগত জিনিস নয়।

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন সম্পাদনা

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২৩, ৩ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য এই বার্গার সম্পাদনা

  অন্যের বার্গারে নজর দিতে নেই। :-P বার্গারের কি অভাব পড়েছে? :-P
‍‍— তানভিরআলাপ১৩:৫৪, ২৪ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন
এহ্‌হে, দিলেন তো সব পণ্ড করে। একটা বার্গার দেখে তৃপ্তি পাচ্ছিলাম, এবার দেখি খাবার অত্যাচার!!! বার্গার যদি খেতামই, তাহলে আমি অনেক আগেই ভোম্বল দাস হয়ে যেতাম, এরকম টিংকু মাষ্টার থাকতাম না। ............তানভির ভাই, থ্যাংক্‌স। (আপনি ব্যানারের মেইলটা আজ পর্যন্ত আমাকে করেননি) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৫৯, ২৪ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন
ব্যানারের প্রয়োজনীয় তথ্যও যে এখনও পাইনি! আবার পোক লাগাচ্ছি। — তানভিরআলাপ১৫:৪৭, ২৪ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন


ভালো নিবন্ধ, নির্বাচিত নিবন্ধ এত কম কেন? সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় এত এত নিবন্ধ, তার মধ্যে মাত্র তিনটাই ভালো নিবন্ধ, কেন? নিবন্ধ কেন ভালো হয় বা নির্বাচিত হয়, সে ব্যাপারে আইডিয়া কম থাকলেও বেশ কয়েকটা নিবন্ধ আমার কাছে বেশ ভালোই ঠেকেছে। ভালো নিবন্ধের ব্যাপারে প্রশাসকদের কি কিছুই করার নেই। শুরুর দিকে উৎসাহ জুগিয়েছিলেন বলেই আপনাকে জানালাম। ধন্যবাদ। --Khaled0147 (আলাপ) ১৪:০১, ২৪ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

একটা নিবন্ধকে প্রথমে "ভালো নিবন্ধ" এবং তার পরে "নির্বাচিত নিবন্ধ" হতে হয়। ভালো নিবন্ধ হতে গেলে "উইকিপিডিয়া:ভাল নিবন্ধের গুণাবলী মেনে একটা নিবন্ধ তৈরি হতে হয়। এই নিয়ম মেনে তৈরি হয়েছে কিনা, তা যাচাই করার কাজটি কাউকে না কাউকে করতে হয়। এক্ষেত্রে [প্রশাসক হতে হবে এমনটা নয়] যেকোনো উইকিপিডিয়ানই পর্যালোচনার কাজটি করতে পারেন। পর্যালোচনার ফলাফল নিবন্ধের আলাপ পাতায় রেখে, যৌক্তিকভাবে নিবন্ধটাকে ভালো নিবন্ধ হিসেবে ঘোষণা করতে পারেন কিংবা ভালো নিবন্ধ হবার যোগ্যতা না থাকলে তাকে যথাযথ পরামর্শ দিয়ে প্রস্তাবিত ভালো নিবন্ধ থেকে অব্যহতি দিতে পারেন। আমি চর্যাপদ নিবন্ধটিকে ভালো নিবন্ধ হিসেবে পর্যালোচনা করে একে ভালো নিবন্ধ করেছিলাম, আর ঢাকা কলেজ নিবন্ধটাকে পর্যালোচনা করে তাকে যোগ্য মনে হয়নি বলে "প্রস্তাবনা" থেকে অব্যহতি দিয়েছিলাম; নিবন্ধগুলোর আলাপ পাতায় সেই আলোচনা দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ...ভালো নিবন্ধকে পর্যালোচনাপূর্বক একজন প্রশাসক, নির্বাচিত নিবন্ধ করে থাকেন।
আমাদের একগাদা ভালো নিবন্ধের দরকার। কিন্তু অনেকদিন ধরে সেরকম পর্যালোচনা হচ্ছে না। একটা পূর্ণাঙ্গ পর্যালোচনা করে কাজটা এগিয়ে নেয়ার দায়িত্ব নিলে সর্বোত সহায়তা থাকবে আমার পক্ষ থেকে, এবং আমার মনে হয়, নিয়মিত যেকোনো উইকিপিডিয়ান থেকেই। সুতরাং আরো কোনো প্রশ্ন না থাকলে এপথে আপনাকে পেলে ভালোই লাগবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১৩, ২৪ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Endangered Languages Project সম্পাদনা

মাননীয় Mayeenul Islam, আপনার Endangered Languages Project সম্পর্কে মূল্যবান তথ্যের জন্য ধন্যবাদ। ইউনেস্কোর প্রজেক্টটি জানা ছিল, কিন্তু আপনার দেয়া সাইটির কথা জানা ছিলনা। ধন্যবাদ। উত্তম সিংহ (আলাপ) ১৬:২৪, ২ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়টিতে আপনার দৃষ্টি আকর্ষিত হওয়ায় আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৬:৩৩, ৬ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

শিরোনামহীন বার্তা সম্পাদনা

প্রিয় মঈনুল ইসলাম ভাই আমি উইকি সম্পকে এখনও খুব ভালভাবে সব নিয়ম-কানুন জানি না। তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাই আপনার সহযোগিতা কামনা করছি। Mozammel Hossain (আলাপ) ১১:৩৪, ৪ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, আমাকে সহযোগীতা করার জন্য। Mozammel Hossain (আলাপ) ১৯:৫১, ৬ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মতামত প্রয়োজন সম্পাদনা

সম্প্রতি Gallus পাতাটিকে আমি গ্যালাস শিরোনামে স্থানান্তর করেছি, কিন্তু খালিদ সাহেবের মতে "ল্যাটিন Gallus আসলে একটি দ্বিপদ নামের গণ অংশ এবং এর কোন অনুবাদ হয় না। এর কোন জনপ্রিয় বাংলা পরিভাষাও নেই, যে আমরা সেটা ব্যবহার করতে পারব। তাছাড়া বিভিন্ন নিবন্ধে বাংলা গ্যালাসের চেয়ে ল্যাটিন gallus ই বেশি ব্যবহৃত হয় আর হওয়ার কথা। একই কারণে যেসব উপগোত্র, গোত্র বা বর্গের বাংলা নাম বা বাংলা পরিভাষা নেই, সেসবের ক্ষেত্রে ল্যাটিন নামটিই ল্যাটিন অক্ষরে প্রযোজ্য।" এ বিষয়ে এখানে আলাপ:গ্যালাস আপনার মতামত প্রযোজন। ধন্যবাদ। ---- ইয়াহিয়া (আলাপ) ১১:১৯, ৮ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সিএসডি বনাম এএফডি সম্পাদনা

মঈনুল ভাই, নিবন্ধ অপসারণের ক্রাইটেরিয়াতে (বা এএফডি) একটি পাতা তখনই পড়ে যখন এটি দ্রুত অপসারণের ক্রাইটেরিয়াতে (সিএসডি) থাকে না। যেমন ভ্যান্ডাল ক্রিয়েশন সিএসডি-তে পড়ে। কিন্তু একটি নিবন্ধ যার অপসারণ নিয়ে আলোচনার অবকাশ আছে তখনই তা সচারচর এএফডিতে পড়বে। — তানভিরআলাপ০৯:১০, ২৪ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন


মঈনুল ভাই এই গুলির জাভা স্ক্রিপ্ট ও গঠনের উপর কাজ করছি, আসলে আমি নিজেও কিছুটা ব্যক্তিগত কারনে অনিয়মিত হয়ে পড়েছিলাম তাই করা হয়ে ওঠেনি। এই কাজেই ব্যস্ত রয়েছি, দেখা যাক কবে শেষ করতে পারি। --জয়ন্ত (আলাপ - অবদান) ১০:২৯, ২৪ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

অধিকারের আবেদন সম্পাদনা

প্রশাসকত্ব ছাড়া বাকিগুলো আসলে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট একটি টুলে সীমাবদ্ধ অ্যাকসেস, তাই এগুলো যাঁর যখন প্রয়োজন হয়, সে এমনিতেই আবেদন করে, এবং সে প্রেক্ষিতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তাই অন্য কারও জন্য প্রশাসকত্ব ছাড়া অন্য আবেদন করাটা একটু অন্যরকম, যদিও নীতিগতভাবে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। আমার পরামর্শ হবে, যাঁকে আপনি যোগ্য মনে করেন তাঁকে এ ব্যাপারে নির্দিষ্ট স্থানে আবেদন করতে বলা। — তানভিরআলাপ১২:৫৯, ৪ আগস্ট ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মতামত প্রয়োজন সম্পাদনা

সম্প্রতি Boxing নিবন্ধটি বাংলা মুষ্টিযুদ্ধ লেখা আছে। কিন্তু তৌকির হামিদ সাহেবে একে বক্সিং শিরোনামে স্থানান্তর করার জন্য অনুরোধ করেছেন কারণ, তিনি Pugilism -কে মুষ্টিযুদ্ধ শিরোনামে একটি নিবন্ধ তৈরি করতে চাচ্ছেন। এ বিষয়ে আপনার মতামত প্রযোজন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:০৫, ৮ আগস্ট ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Translation notification: Wikimedia Highlights, July 2012 সম্পাদনা

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Wikimedia Highlights, July 2012 is available for translation. You can translate it here:

The priority of this page is medium.


Note: This time, the "Wikimedia Foundation highlights" section does not include the usual coverage of the most notable work of Foundation staff during that month. Instead, it contains a list of talks given by Foundation staff at Wikimania, summarizing their most important work the year over. It looks like a lot of text, but only the talk titles will need to be translated. The intention is that these titles alone can already give readers a good overview of what the Foundation is working on in general.

You are receiving this message because you signed up to the new translation notification system. Questions about this system can be asked at [১], and you can manage your subscription at [২].

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০০:২৩, ৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)

নিবন্ধ তৈরির সময় সম্পাদনা

আমি খুব দ্রুত নিবন্ধ তৈরি করে পরবর্তীতে সেগুলোর উন্নয়ন করছি। এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানতে চাই। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ০৫:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

পাতার বানান সম্পাদনা

মঈনুল ভাইয়া, উইকিপিডিয়ায় এমন কিছু পাতা খোলা হয়েছে যেগুলোর পাতার শিরোনামের বানান ভুল। যেমন মরিচীকা যেটার সঠিক বানান হবে মরীচিকা। আরো অনেক এমন উদাহরণ আছে। এগুলোকে সংশোধন করবার কোন পথ আছে?
বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শের জন্যে আপনার কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। এখনো সব নিয়ম কানুন আয়ত্ব হয়নি। তাই ভুল হয়ে যেতে পারে। আগামীতে সতর্ক থাকবো। বরাবরের মতই আপনাকে পাশে চাই।Mahmud-bn (আলাপ) ১৬:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"মরীচিকা" বানান বিষয়ে আপনার বক্তব্যের সত্যতা, বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান দেখে, পেলাম। ভুল নামস্থানে কোনো নিবন্ধ থাকলে তাকে সঠিক নামস্থানে নিয়ে যেতে নিবন্ধের উপরে ইতিহাস-এর পাশে "স্থানান্তর" লেখায় ক্লিক করতে হবে। তারপর যে সঠিক নামস্থানে সরাতে হবে, তা শুদ্ধ করে লিখে দিয়ে কারণ উল্লেখপূর্বক সরানো যাবে। তবে এমন অনেক বানান আছে, যেগুলো নিয়ে বিতর্ক আছে, অথবা দীর্ঘ আলোচনা শেষে একটা বানান নির্দিষ্ট হয়েছে, অথচ তা আমাদের সাধারণ জ্ঞানের কাছে ভুল মনে হয়, সেসব ক্ষেত্রে এভাবে সরিয়ে নেয়াটা আবার ভুল হবে। তাই যেকোনো এধরণের ঘটনায় আগে আলাপ পাতায় পূর্বতন আলাপ আছে কিনা দেখে নেয়া এবং তারপর একটা বার্তা ঐ আলাপ পাতায় রাখাটা সুন্দর। কিন্তু কোনো বিশেষ কারণ ছাড়া প্রমাণিত বানান যদি ভুল হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আলোচনা না করেও তা সরানো যেতে পারে, তবে সর্বক্ষেত্রেই আলোচনা সর্বোত্তম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


সমস্যা সম্পাদনা

আমি ভূগোলবিদ শিরোনামে একটি বিষয়শ্রেণী তৈরী করে তাতে কিছু উপশ্রেণী, যেমনঃ জার্মান ভূগোলবিদ, মার্কিন ভূগোলবিদ, ইংরেজ ভূগোলবিদ, মুসলিম ভূগোলবিদ, ভারতীয় ভূগোলবিদ, বাংলাদেশী ভূগোলবিদ প্রভৃতি তৈরী করতে চাচ্ছি। কিন্তু মনে হচ্ছে ভজ-ঘট পেঁকে গ্যাছে! সাহায্য প্রয়োজন!!! - Ashiq Shawon (আলাপ) ১৫:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

এক্ষেত্রে পদ্ধতি হলো: প্রথমে বিষয়শ্রেণী:জার্মান ভূগোলবিদ, বিষয়শ্রেণী:ইংরেজ ভূগোলবিদ ইত্যাদি পাতা থাকতে হবে। এসব পাতা তৈরি করতে এসব পাতায় গিয়ে যোগ করতে হবে [[বিষয়শ্রেণী:ভূগোলবিদ]]। অর্থাৎ আপনি জার্মান এবং ইংরেজ ভূগোলবিদদেরকে "ভূগোলবিদ" বিষয়শ্রেণীতে শ্রেণীবদ্ধ করলেন। এবারে আপনি বিষয়শ্রেণী:ভূগোলবিদ পাতাটিতে দেখতে পাবেন, অন্যান্য বিষয়শ্রেণীগুলো উপবিষয়শ্রেণী হয়ে গেছে। আর বিষয়শ্রেণী:ভূগোলবিদ পাতাকে শ্রেণীবদ্ধ করতে সে পাতায় যোগ করতে হবে বিষয়শ্রেণী:ভূগোল। না বুঝলে জিজ্ঞাসা করতে পারেন। :) ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:০১, ২৪ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


হুম। বুঝতে পারলাম। আর, ভূগোল-এ কি এটি নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে??? ধন্যবাদ। -Ashiq Shawon (আলাপ) ০৪:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
বিষয়শ্রেণী:ভূগোল আগেই তৈরি করা আছে।---জয়ন্ত (আলাপ - অবদান) ১৬:২৯, ২৪ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
হুম। বুঝতে পারলাম।ধন্যবাদ। -Ashiq Shawon (আলাপ) ০৪:২৮, ২৫ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা সারাংশ সম্পাদনা

আপনার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। সহযোগীতা কাম্য। Syed Nur Kamal (আলাপ) ০৩:২৭, ১ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মতামত প্রয়োজন সম্পাদনা

মঈনুল ভাই, শুভেচ্ছা জানবেন। এ অংশে আপনার মূল্যবান মতামত ও প্রয়োজনীয় বিষয়াদি উপস্থাপনসহ পরবর্তী করণীয় কি হবে তা নির্ধারণের জন্যে অনুরোধ করছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০৬:৫১, ৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Translation notification: FDC portal/Proposals/CentralNotice2012 সম্পাদনা

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page FDC portal/Proposals/CentralNotice2012 is available for translation. You can translate it here:

The priority of this page is high. The deadline for translating this page is 2012-10-15.

This banner will invite logged-in editors on all projects to participate in the current public review phase about funding requests by 12 organizations, regarding more than 10 million US dollars of donation money. (Questions about the translation notification system can be asked at [৩], and you can manage your subscription at [৪].)

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০৮:০৯, ১৪ অক্টোবর ২০১২ (ইউটিসি)

Transcription সম্পাদনা

Hello Mayeenul, I'm looking for the transcription of the name "Tom Conley". Tom should be "টম" but his surname? Can you help? --77.186.182.227 (আলাপ) ১৮:০২, ১৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Hi. It'd be "টম কনলী" or "টম ক'নলী". The first one is the exact one in Bangla. The second one is the pronounced spelling as it is pronounced in English "Con'ley". :) Use anyone you love to use. Thanks. —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৫৫, ১৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Thank you so much. That was fast! --77.186.182.227 (আলাপ) ১৯:০২, ১৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

মুছে ফেলা নিবন্ধ সম্পাদনা

আমার তৈরিকৃত বেশ কিছু নিবন্ধ মুছে ফেলা হয়েছে (৭টি, তালিকায় দেখলাম)। এগুলোর শিরোনাম কি ছিলো তা আমি কিভাবে জানতে পারবো? Ashiq Shawon (আলাপ) ১৮:১২, ১৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

অবদান-এর মধ্যে তৈরি করা সব নিবন্ধই দেখা যাবে। শুধু মুছে ফেলাগুলো কোথায় পাওয়া যাবে, ঠিক বলতে পারলাম না। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১৯, ১৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নামাজ নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

http://www.bangla-quran.co.uk/salah-/110-salah-according-to-prophetpbuhhttp://banglakitab.wordpress.com/islamic-book/salat3/ ওয়েবসাইট এর উপর ভিত্তি করে আমার লেখা নিবন্ধের অংশ বেলায়েত সাহেব সরিয়ে ফেলেছেন। যা কিনা কোনভাবেই কপি পেস্ট ছিল না, এই দুই ওয়েবসাইট এর উপর ভিত্তি করে লেখা যাবে কিনা সে ব্যাপারে আপনার সহযোগিতা একান্ত কাম্য। আমার আলাপ পাতায় নামাজের ব্যাপারের আলাপ গুলো দেখতে পাবেন। এ ব্যাপারে আপনার গুরুত্ব পূর্ণ সহযোগিতা চাচ্ছি।(Mohd. Toukir Hamid (আলাপ) ০৭:৪৭, ২০ অক্টোবর ২০১২ (ইউটিসি))উত্তর দিন

নোটিশ সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ বর্তমানে একটি আলোচনা উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে।। আলোচনার বিষয় প্রশাসক হওয়ার আবেদন পাবেন। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ১১:১৬, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সালাম জনাব, আমি গতকাল উইকিপিডিয়ায় ওবায়দুল কাদের (রাজনীতিবিদ) নামে একটা নিবন্ধন করেছি । কিন্তু সেখানে কিছু ত্রুটি দেখা দিয়েছে । আশা করি আমাকে জানাবেন ত্রুটি টা আমি কিভাবে সংশোধন করবো । আমি সামস আমি উইকিপিডিয়ায় নতুন সদস্য আশা করি আমাকে জানাবেন । ধন্যবাদ । আমার নিবন্ধন টা দেখতে পাবেন এখানে


অনুসন্ধান সম্পাদনা

অনেক দিন ধরে এখানে সম্পাদনা হয়না। তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে "সোলস" নিবন্ধে যোগকৃত অংশ বাতিল করে আগের অংশে ফেরত নেয়ার যুক্তি। মনে করিয়ে দিলে বাধিত হব। (আলাপ

ও, ওটা তো ব্লগের তথ্য, তাই তা উইকিপিডিয়ায় গৃহীত হয় না। ব্লগ, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, ফোরাম ইত্যাদির তথ্য উইকিপিডিয়ায় গৃহীত হয় না। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:০৫, ২৭ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Translation notification: Fundraising 2012/Translation/Landing Page and Banner messages সম্পাদনা

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Fundraising 2012/Translation/Landing Page and Banner messages is available for translation. You can translate it here:

The priority of this page is high. The deadline for translating this page is 2012-11-21.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ১৬:৫৫, ১৪ নভেম্বর ২০১২ (ইউটিসি)

সম্পাদনা ভালো হওয়া সম্পাদনা

আপনাকেও ধন্যবাদ। সহযোগীতা কাম্য। Syed Nur Kamal (আলাপ) ০৩:২০, ৫ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ ছাত্রলীগ নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

সমস্যা হচ্ছে আগে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম; তারপর বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। আবার, বাংলাদেশ আওয়ামী লীগ সরাসরি ছাত্রলীগকে নিজেদের সংগঠন বলতে পারেনা, নির্বাচন কমিশনের নতুন শর্তানুসারে। এখন কি করা যায় বলেন? ধন্যবাদ। --Ashiq Shawon (আলাপ) ১০:৫৬, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

কোনো সমস্যা প্রকৃতপক্ষে নেই। যারা বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস এবং অবদান জানেন, তাদের কাছে এটি অতি গুরুত্বপূর্ণ একটি নিবন্ধ।-Faizul Latif Chowdhury (আলাপ) ১০:৫৮, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
বিষয় এবং প্রাসঙ্গিকতা যা-ই হোক, গ্রহণযোগ্যতা থাকলে তো কথাই নেই। এখন দরকার নিবন্ধের কলেবর বাড়ানো। তথ্যের অভাব কিংবা অন্য সমস্যা দেখিয়ে এক-দুই লাইনের নিবন্ধ আর বয়ে নেয়া সম্ভব নয়। আপনাদেরকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:০৫, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


সিলেটী প্রসঙ্গে সম্পাদনা

মঈনুল ভাই, আপনি বুঝতে পারেননি মনে হয়; আমি আসলে সিলোটী, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেহ্‌পুর আমার গ্রামের বাড়ি। আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম। দেখি কতটুকু কি করতে পারি। ধন্যবাদ। - --Ashiq Shawon (আলাপ) ১৩:৫১, ১৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ওহ্! তাহলে তো দারুণ! জেনে খুউব ভালো লাগলো। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৫৪, ১৬ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বিপিএল নিবন্ধ সম্পর্কে সম্পাদনা

আমি ঠিক বুজলাম না, কি জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১২ এর স্কোয়াড নিবন্ধটিকে এই বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১২-এর স্কোয়াড নামে রিডাইরেক্ট করা হইছে ? উল্লেখযোগ্য কোন কারন না থাকলে দয়া করে, এখনকার নাম থেকে আগের নামে নিবন্ধটিকে ফেরত নিলে খুশি হব। ধন্যবাদ --Leemon2010 (আলাপ) ১৪:৪৫, ১৭ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

লিমন ভাই, কারণটা খুবই সূক্ষ্ম, এবং এতো আলোচনা, মান-অভিমানের বিষয় নয়। :)
বিষয়টা খুবই সাধারণ: "বই এর পোকা" কথাটার মানে কী?
আপনি ভাবছেন, বইয়ের পোকা? ...ভুল। আসলে এটা বোঝাচ্ছে, বই, এর পোকা— মানে বই [উহ্য] কিছু একটার পোকা। তাহলে অর্থ কী দাঁড়ালো, বইটাই পোকা হয়ে গেল। আপনি নিশ্চয়ই তা বোঝাতে চাননি?
তাই শুদ্ধ হতো যদি লিখতেন: "বইয়ের পোকা" কিংবা "বই-এর পোকা"। তাহলে বোঝা যেত বইয়ের পোকা— পোকাটা বইয়ের, অন্য [উহ্য] কিছুর নয়।
বিষয়টা সমাসবদ্ধ পদের সাথেও সম্পর্কিত বোধ করি। আশা করি উত্তরটা পেয়েছেন: স্কোয়াডটা ২০১২-এর, [উহ্য] অন্য কিছুর নয়। :)
আর, এই রিডিরেকশনে আপনার সমস্যা কেন হচ্ছে বুঝলাম না, এতে তো আপনার কাজ করতে কোনো সমস্যা হবার কথা না। এই রিডিরেকশনের কোনো কনক্রীট এন্টিলজিক থাকলে অবশ্যই আলোচনা হতে পারে। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:১৭, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
আমার যুক্তি তো তা-ই বলে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৫৫, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Translation notification: Fundraising 2012/Translation/Adrianne Wadewitz video (captions) সম্পাদনা

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Fundraising 2012/Translation/Adrianne Wadewitz video (captions) is available for translation. You can translate it here:

The priority of this page is high. The deadline for translating this page is 2012-12-24.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ১৫:১৯, ১৮ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)
"Mayeenul Islam/বাক্সবন্দী ৩"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।