ব্যবহারকারী আলাপ:Alphaa Noman/ সংকলন ১

(ব্যবহারকারী আলাপ:Knight khalifa/ সংকলন ১ থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ৮ বছর পূর্বে "রেফারেন্স" অনুচ্ছেদে

এটি আমার বার্তাসমূহের প্রথম সংকলন। দয়াকরে এখানে আমাকে কোন বার্তা প্রদান করবেন না। আমার আলাপ পাতায় আমাকে বার্তা দিন

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

চিত্র:ZeeRishteyAwards2011 logo.jpg ফাইলের উৎস সমস্যা সম্পাদনা

 

চিত্র:ZeeRishteyAwards2011 logo.jpg আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।

যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।

আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৬, ৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সম্পাদনা

Knight khalifa, এভাবে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সম্পর্কিত একলাইনের এতগুলো নিবন্ধ একসাথে তৈরি না করে। যেগুলো তৈরি করেছেন সেগুলো আগে উন্নয়ন করলে ভাল হয়। তা না হলে আরও অনেক নিবন্ধের মত এগুলোও অসম্পূর্নই পরে থাকবে। নামহীন পন্ডিত (আলাপ) ০৭:০২, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আমি আগে খুলনার কিছু এলাকা নিয়ে লিখেছি। সেগুলোর তথ্যসংগ্রহের চেষ্টা করছি।`Knight khalifa (আলাপ) ০৭:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
পন্ডিত ভাই সহায়তা করুন সম্পূর্ণ হয়ে যাবে। সহায়তা না করলে তো অসম্পূর্ণ থাকবেই। দুঃখিত নাখ গলানোর জন্য। কায়সার (আলাপ) ০৮:৫৫, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
Knight khalifaকায়সার, দুজনকেই অনুরোধ, দয়া করে একসাথে এতগুলো অসম্পূর্ণ নিবন্ধ তৈরী করবেন না। এতে উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যা বাড়লেও মান বাড়ে না। একটি একটি করে নিবন্ধ তৈরী করে সম্পূর্ণ করে পরের নিবন্ধে আসুন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:০৮, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অপ্রয়োজনীয় অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

আচ্ছা নোমান সাহেব, ধরুন পৃথিবী নামক একটা নিবন্ধ রয়েছে এবং সেখানে এক লাইন লিখা আপনার বিবেচনায় সেই নিবন্ধ কি অপসারণের যোগ্য? বেরনার্দো বেরতোলুচ্চি নিবন্ধটি অপসারণের প্রস্তাব না করে তিন লাইন যুক্তওতো করতে পারতেন। যাইহোক, আপনি পুনরায় ভালোভাবে কাজ শুরু করেছেন দেখে ভালো লাগছে কিন্তু ভ্রাতা, আপনার ব্যবহারকারী পাতায় আমার ফেইসবুকের লিংক দেয়া কেন? এবং Knight khalifa মানে কিন্তু 'রাতের খলিফা' নয় মানে বলতে চাচ্ছি এই নাইট মনে কিন্তু রাত নয় যা আপনি স্বাক্ষরে ব্যবহার করছেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভাই ওই পাতায় তেমন তথ্য নাই, তাই যোগ করেছি। কিন্তু এখানে আমার স্বাক্ষর নিয়ে কথা বলার দরকার কি? সেটা বুঝলাম না। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এসে আমি খুশি। রাতের খলিফা (আলাপ) ১৬:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
স্বাক্ষরের ভুল অনুবাদ করেছেন এ জন্য বলছিলাম, এটা আপনার ব্যাপার তবে আমার ফেইসবুক প্রোফাইল আপনার ব্যবহারকারী পাতায় থাকা কিন্তু মোটেও উচিত নয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩৭, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ভাই আমি তো কেবল চেক করলাম। কিন্তু এটা তো আমার আইডি আর স্বাক্ষর আমি কেবল পরিবর্তন করলাম।SR (আলাপ) ১৬:৪১, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
সমস্যা টা ঠিক করে ছি। যে ব্যবহারকারী ফেসবুক আইকনে ক্লিক করলে তার আইডি দেখাবে এটাই ছিল সমস্যা।SR (আলাপ) ১৬:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন


আমাকে হেল্প করবেন সম্পাদনা

আমি কিভাবে মানুষের উপকার মূলক কিছু করতে পারব Rahman300005 (আলাপ) ০৯:৪৪, ২২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনি আমাদের নীতিমালা ভালোভাবে পড়ুন আর কিভাবে সম্পাদনা করবেন তার টিউটোরিয়াল পড়ুন। আশাকরি এউ লিঙ্ক আপনাকে সাহায্য করবে। আর কোন প্রকারের সাহায্য লাগলে জানাবেন। ধন্যবাদ।
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF:%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A7%80 $R (আলাপ)  ০৯:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সি ১৩০ সম্পাদনা

এটি মূলত লকহিড সি ১৩০ বিমান নিয়ে পাতা, এই বিমান আরেকটি পাতা থাকায় তথ্য অপসারণ করেছি। পাতা অপসারনের জন্য ধন্যবাদ। Robi Nazrul (আলাপ) ০৪:১৩, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে স্বাগতম!!আমি পাতাটি অপসারণ করিনি। আমি শুধু ট্যাগ লাগিয়েছি। প্রশাসকরা ছাড়া কেউ অপসারণ করতে পারেন না। happy editing!!!$R (আলাপ) ০৫
৪৯, ২৫ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)


আলাপ সম্পাদনা

আমার ভূলের কারনে আমি দুঃখিতKowser abedin (আলাপঅবদান) ২১:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০১৫) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

সমস্যা নাই। প্রথম প্রথম এরকম ভুল। ভুল করতে করতে মানুষ শেখে। আশা করি আপনিও শিখবেন।ধন্যবাদ $R (আলাপ) ১৬:২২, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ সম্পাদনা

আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার প্রদান করা হয়েছে। আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে আপনার গঠনমূলক অবদান উইকি’কে আরও সমৃদ্ধ করে তুলবে। ‘স্বয়ংক্রিয় পরীক্ষক’ হিসেবে স্বাগতম-সহ সবিশেষ ধন্যবাদ জানাচ্ছি। - Suvray (আলাপ) ১৭:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এই অধিকার আমাকে সম্পাদনায় আর উৎস যোগাবে। অধিকার টি দেওয়ার জন্য ধন্যবাদ $R (আলাপ) ০১:০৪, ৩০ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অযথাচিৎ ট্যাগ সংযোজন প্রসঙ্গে সম্পাদনা

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় নিবন্ধটিতে আপনি অযথাচিৎভাবে ট্যাগ সংযোজন করেছিলেন; যা আমি অপসারণ করত: নিবন্ধের মানোন্নয়ন করেছি। অনুগ্রহ পূর্বক, ট্যাগ সংযোজনের পূর্বে নিবন্ধের মানোন্নয়নে সচেষ্ট হোন। ধ্বংস করা অপেক্ষা গড়ে তোলা অনেক কঠিন; গড়ার প্রতিই আমাদের অধিক মনোযোগ দেয়া আবশ্যক। উল্লেখ্য যে, আপনি প্রায় সর্বক্ষেত্রেই ট্যাগ সংযোজন করেন যা অনেক নতুন উইকিপিডিয়ানের কর্মস্পৃহাকেই দমিয়ে দেয়। আশা করি এই বিষয়ে আরো যত্নবান হবেন। - - - Ashiq Shawon (আলাপ) ১৭:৫৫, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভাইয়া ট্যাগগুলো কিন্তু নীতিমালা অনুযায়ী যোগ করেছি। আর এই পাতায় যথেষ্ট তথ্য ছিল না আর কোন তথ্যসূত্র ছিল না। লেখা এলোমেলো ছিল তাই ট্যাগ যোগ করেছি। আর অন্যান্য পাতায় যেসব ট্যাগ যোগ করা হয়েছে তা নীতিমালা অনুযায়ী করি। আর সব উইকিতে ট্যাগ প্রচলিত। ধন্যবাদ।$R (আলাপ) ১৮:২৪, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
যেই নিবন্ধটি মানোন্নয় করা সম্ভব তাতে ট্যাগ যুক্ত করার প্রয়োজনীয়তা কতটুকু? আপনি দ্রুত অপসারণ ট্যাগ যুক্ত করার পর আমি সেটিকে একটি সাধারণ মানসম্মত অবস্থায় আনলাম - কাজেই বুঝা যাচ্ছে যে নিবন্ধে ট্যাগ যুক্ত করাটা ঠিক হয়নি; তাই নয় কি? - এবং এটিও বুঝা যাচ্ছে যে, উইকিতে কেবল আপনি নিজের নিবন্ধ নিয়েই ব্যস্ত থাকেন (যদিও সেগুলোর প্রায় সবগুলোতেই কাজ চলছে বা, অসম্পূর্ণ ট্যাগ ঝুলিয়ে রেখেছেন) - এটাকি কোন গ্রুপ-ওয়ার্কের মধ্যে পড়ে? - আরেকটি বিষয়, নিবন্ধ রচনা করার নূন্যতম ১৫ মিনিট পর ট্যাগ যুক্ত করবেন - আপনি নিবন্ধ রচনাকালীন ট্যাগ যুক্ত করেন যা আমরা অনেক পূর্বেই আলোচনার ভিত্তিতে নির্ধারণ করেছিলাম তার ব্যত্যয় ঘটাচ্ছে। - Ashiq Shawon (আলাপ) ০৮:৫৭, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ভাই আমি যে আর্টিকেলগুলো নিয়ে কাজ করি সেগুলোতে কাজ চলছে ট্যাগ লাগানো। $R (আলাপ) ০৯:০৭, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধন তৈরি সম্পর্কে সম্পাদনা

ভাই এই নিবন্ধনটি আমার প্রথম নিবন্ধন।আর উক্ত নিবন্ধনটি আমি যে স্কুলে পড়ি উক্ত স্কুল সম্পর্কে নিবন্ধন তৈরি করেছি।এখন উক্ত নিবন্ধনে কি ভুল হয়েছে এবং কিভাবে উন্নতি করব একটি বলবেন।

Mohammad Zahid Hasan (আলাপ) ০৫:৪৫, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
এই নিবন্ধ এ কোন তথ্যসূত্র নেই। উইকিপিডিয়ার প্রত্যেকটা নিবন্ধ এ তথ্যসূত্র থাকা উচিত। দয়াকরে গুগলে সার্চ করে তথ্যসূত্র যোগ করুন। তথ্যসূত্র আপনার নিবন্ধকে আরো উল্লেখযোগ্য করবে। আর লেখাগুলো এলোমেলো। একটু গুছিয়ে লেখুন। আর আপনি ঐ বিদ্যালয়ে পড়েছেন। তাই আপনি এই সম্পর্কে আরো জেনে থাকবেন। তাই তথ্যছকটি পূরণ করুন। আরো নিবন্ধটিকে আরো লিখুন। নিবন্ধটি খুবই ছোট। বড় নিবন্ধ পড়তে ভালো লাগে। ধন্যবাদ।$R (আলাপ) ০৭:১৪, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কিভাবে ছবি upload. করব সম্পাদনা

ভাই আমি আমার নিবন্ধনে কভাবে ছবি upload করব একটু বলবেন। Mohammad Zahid Hasan (আলাপ) ১২:১০, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ:Upload এ গিয়ে ছবি আপলোড করতে পারবেন।$R (আলাপ) ১৩:৩৭, ২ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন


পাতা তৈরি করা সম্পাদনা

ভাই আমি কিভাবে একটি নিবন্ধন এর মধ্যে আলাদা আলাদা বিভাগ তৈরি করব Mohammad Zahid Hasan (আলাপ) ০২:৫৪, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনি যেটি বুঝাতে চাচ্ছেন সেটি হল অনুচ্ছেদ। অনুচ্ছেদ তৈরি করতে হলে আপনাকে অনুচ্ছেদের দুই পাশে দুইটি করে সমান চিহ্ন (==উদাহরণ==) ব্যবহার করতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।$R (আলাপ) ১২:৫৯, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বট সম্পাদনা

আপনার বটটি এখনো সম্পাদনা করার অনুমোদন পায়নি। দয়া করে বট দিয়ে এখন সম্পাদনা করবেন না। --আফতাব (আলাপ) ১৫:৩২, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  ঠিক আছে কিন্তু কখন অনুমোদন দেওয়া হবে?$R (আলাপ) ১৫:৩৯, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
একজন ব্যুরোক্র্যাটের জন্য অপেক্ষা করুন। শুধু ব্যুরোক্র্যাটগণই বট অনুমোদন করতে পারে। --আফতাব (আলাপ) ১৫:৪৯, ৪ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

রেফারেন্স সম্পাদনা

ভাই আমি কিভাবে রেফারেন্স যাগ করব Mohammad Zahid Hasan (আলাপ) ০৪:০৮, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

< চিহ্ন দিয়ে ref লিখে এবার > চিহ্ন দিন এবং মাঝখানে বই বা পেপারের নাম / খবর এবং শিরোনাম ও তারিখ দিয়ে - এবার আবার / সামনে একটি চিহ্নসহ ref দিন; ব্যাস হয়ে যাবে (একটু-আধটু ভুল-ভাল হরে সমস্যা নেই; কেউ না-কেউ তা ঠিক করে দেবে)। - Ashiq Shawon (আলাপ) ০৪:৩৬, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"Alphaa Noman/ সংকলন ১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।