বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১১:২০, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কাজাখস্তানের ভূগোল সম্পাদনা

মনে হচ্ছে আপনি ব্যবহারকারী:Jannatul Ferdaus DU-এ কাজাখস্তানের ভূগোল অনুবাদ করার চেষ্টা করছেন। লেখাগুলি কাজাখস্তানের ভূগোল পাতায় লিখুন। চিত্র নিয়ে ভাবতে হবে না, আপনি মূল লেখা অনুবাদ করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সহযোগিতা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। Jannatul Ferdaus DU (আলাপ) ০৯:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপনি উক্ত নিবন্ধের একটি সম্পাদনা সারাংশে লিখেছেন আমি আগে যতটুকু অনুবাদ করে দিয়েছিলাম, শুধু ততটুকুই দেখাচ্ছে দেখছি। কিন্তু এখানে পুরো অনুবাদটাই আছে। কীভাবে কাজাখস্তান পেইজে পুরো অনুবাদ সংযোজন করা যাবে?

উত্তর: আপনি যতটুুুুকু অনুবাদ করেছেন ততটুকুই দেখাচ্ছে কারণ সেখানে অন্য কেউ নতুন করে তথ্যযোগ করে নি। আপনার নিবন্ধটি দেখে মনে হলো অনুবাদ প্রায় শেষ করে ফেলেছেন, আপনি নিবন্ধটি আরেকবার পড়ে নিন কোনো ভুল থাকলে সঠিক করে নিন। চিত্রগুলো যোগ করতে না জানলে সমস্যা নেই, অনুবাদের কাজ শেষ হলে আমি ঠিক করে দিবো। ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদের সময় নিবন্ধের প্রতি অনুচ্ছেদের পাশে কলমের মতো একটা চিহ্ন থাকবে সেটাতে ক্লিক করে তথ্য কপি করে নিয়ে অনুবাদ করে বাংলায় যোগ করতে পারবেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সহযোগিতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি চিন্তায় ছিলাম, যে শেষ পর্যন্ত ঠিকঠাক হলো কি না! আবারে ধন্যবাদ আপনাকে। Jannatul Ferdaus DU (আলাপ) ১৯:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ তৈরি সম্পাদনা

অনুগ্রহ করে হিপ্পি আন্দোলনের ইতিহাস নিবন্ধটি সম্প্রসারণ করুন, অন্যথায় অপসারণ করা হতে পারে। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে ২/১টি অনুচ্ছেদ অনুবাদ করে নিবন্ধের শুরুতে {{কাজ চলছে}} ট্যাগটি যোগ করে দিন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক সম্পাদনা

  লক্ষপূরণ পদক
প্রিয় Jannatul Ferdaus DU,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)