বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ০৯:৫৬, ২৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি 2017 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম। সম্প্রতি আপনার তৈরি একটি পাতা, ফতেহউল্লাহ সিরাজি, সম্ভবত উইকিপিডিয়ার নতুন পাতা তৈরি সম্পর্কিত কিছু নীতিমালা অনুসরন করে নি, তাই এই পাতাটি কিছুক্ষনের মধ্যেই অপসারিত হবে (এখনো যদি না হয়ে থাকে)। দয়া করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন, এবং নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। নিবন্ধ তৈরি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার প্রথম নিবন্ধ পাতাটি পড়ে নিন। উইকিপিডিয়ায় অবদান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।টেমপ্লেট:Z43 যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০১, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ছোট ও এক/দু লাইনের নিবন্ধ সম্পাদনা

অনুগ্রহ করে তথ্যসূত্রবিহীন, বাংলা ও ইংরেজি মিশিয়ে এক লাইনের নিবন্ধ তৈরি করবেন না। বাংলা উইকিপিডিয়াতে ছোট নিবন্ধগুলো সাধারণত অপসারণ করে দেওয়া হয়। অনুগ্রহ করে, একটি নিবন্ধ শুরু করুন ও সেটি কমপক্ষে তিন/চারপ্যারা লিখুন ও পরের নিবন্ধে হাত দিন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৪, ৫ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সর্বশেষ সতর্কবার্তা সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী, আপনি উপরের সতর্কতা অগ্রাহ্য করে এক লাইনের ইংরেজি বাংলা মিশিয়ে একেরপর এক নিবন্ধ তৈরি করেই যাচ্ছেন। এটি অব্যহত রাখলে পরবর্তি সম্পাদনা ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচনা করা হবে। পরবর্তিতে কোন সতর্কবার্তা ছাড়াই আপনার সম্পাদনায় বাধাপ্রদান করা হতে পারে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪০, ৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বাধা সম্পাদনা

 
আপনাকে সম্পাদনা করা থেকে সাময়িকভাবে বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহবান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার বাধা তুলে নেয়ার জন্য আপনার কাছে ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতার নীচে নিম্নলিখিত লেখা: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}} যোগ করে বাধা তুলে নেয়ার আবেদন করতে পারেন।

--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৫৫, ৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নাহিদ, তাকে বোধহয় আবারো কিছুটা বেশী সময়ের জন্য বাঁধা দেওয়ার সময় হয়েছে। তিনি শোধরাবেন বলে মনে হচ্ছে না! ফেরদৌস১৭:৪০, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্রবিহীন ও অতি সংক্ষিপ্ত নিবন্ধ সম্পাদনা

সুপ্রিয় ব্যবহারকারী দেবাঙ্গন,
আপনাকে আগেও বেশ ক'বার সতর্ক করা হয়েছে বিষয়টি নিয়ে। কিন্তু আপনি সেই একইরকম ভাবে মাত্র একলাইনের অতি সংক্ষিপ্ত ও তথ্যসূত্রবিহীন নিবন্ধ একের পর এক তৈরি করে চলেছেন। অনুগ্রহ করে এইধরনের সম্পাদনা থেকে বিরত থাকুন ও সত্যিকারের সদর্থক নিবন্ধ তৈরিতে সময় দিন। বাংলা উইকিপিডিয়ার মান বজায় রাখুন। --অরিন্দম মৈত্র (আলাপ) ১৭:২৭, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

 
আপনাকে এক মাস-এর জন্য সম্পাদনা করা থেকে বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। যখন এই বাধাদানের সময়সীমা শেষ হবে, তখন আমরা আপনাকে উইকিপিডিয়ায় গঠনমূলক সম্পাদনা করার আহবান জানাই। আপনি যদি মনে করেন যে আপনার বাধা তুলে নেয়ার জন্য আপনার কাছে ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতার নীচে নিম্নলিখিত লেখা: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}} যোগ করে বাধা তুলে নেয়ার আবেদন করতে পারেন।

--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় Debangan143,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বাধাদান সম্পাদনা

 
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার বাধা তুলে নেয়ার জন্য আপনার কাছে ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতার নীচে নিম্নলিখিত লেখা: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}} যোগ করে বাধা তুলে নেয়ার আবেদন করতে পারেন।

--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০৩, ২৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন