Bangali ind
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় Bangali ind! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১২:৫১, ৩১ জুলাই ২০১৬ (ইউটিসি) |
নির্দিষ্ট দুটি শব্দ পরিবর্তন
সম্পাদনাপ্রিয় Bangali ind, আমি খেয়াল করেছি আপনি কদিন ধরে কিছু নিবন্ধে পনিকে জল লিখে পরিবর্তন করছেন। আবার, নিবন্ধের লাইনে বাংলাদেশ ও ভারত লেখা থাকলে আপনি তা পরিবর্তন করে ভারত ও বাংলাদেশ লিখছেন; অনেক ক্ষেত্রে বাংলাদেশ বাদ দিচ্ছেন। দয়া করে এই কাজগুলি করবেন না। এগুলি নিবন্ধ প্রণেতা যেভাবে লিখেছেন সেভাবে রেখে দিন। আপনি এই কাজ করা অব্যাহত রাখলে, আমি আপনার সেই সম্পাদনাগুলি বাতিল করতে বাধ্য হব। এই জাতীয় সম্পাদনা না করে নিবন্ধে তথ্য যোগ করা চেষ্টা করুন। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৪:৪১, ৮ আগস্ট ২০১৬ (ইউটিসি)
উইকিপিডিয়া:সম্মিলন/কলকাতা ২১
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
২১তম উইকিপিডিয়া সম্মিলন
১৫.০০ঘ - ১৮.০০ঘ
রবিবার, ২ জুলাই, ২০১৭
নবদ্বীপ নিবন্ধ সম্পর্কে
সম্পাদনাপ্রতিটি উত্সবের বিবরণ আলাদা নিবন্ধে দেয়া আছে; ওগুলো এই নিবন্ধে দেবেন না। কোন সংগঠনের শাখা বিশ্বকোষীয় তথ্য নয়। বিদ্যালয়ের তালিকা সংযোগন না করে সেগুলো সম্পর্কে নতুন নিবন্ধ লিখুন। নিবন্ধে সম্পাদনা যুদ্ধ করবেন না। - Ashiq Shawon (আলাপ) ০৮:৫২, ২৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
নিরপেক্ষতা সম্পর্কিত
সম্পাদনাকয়েক বছর যাবত্ প্রচলিত একই শব্দগুচ্ছে লিখিত একাধিক নিবন্ধে আপনি ধর্মীয় ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গীতে সম্পাদনা করেছেন-করছেন, যা উইকিপিডিয়ার নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিপন্থি এবং এসব নিবন্ধে একাধিক প্রশাসক একাধিকবার আপনার কৃত সম্পাদনা পুনরাবর্তন করার পরও আপনি তা অব্যাহত রেখেছেন। এমতাবস্থায় বিভিন্ন ধর্মীয় ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গী পরিহার করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। দয়া করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গীতে উইকিতে সম্পাদনা করুন। অধিকন্তু কোনো জনগোষ্ঠী বা কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ পুষে রাখা পরিহার করুন। - Ashiq Shawon (আলাপ) ১০:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: বিষয়টা কি? কল্যাণ সরকার (আলাপ) ১৬:০৩, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- বিভিন্ন নিবন্ধে করা সম্পাদনা বরংবার পুনরাবর্তন করছে; উইকিতে প্রচলিত শব্দগুলোকে নিজের দষ্টিভঙ্গী থেকে পরিবর্ত করছে। কিন্তু আলাপ পাতায় এসম্পর্কে কোন আলোচনার সূত্রপাত করছে না; এমন কি একাধিক অভিজ্ঞ উইকিপিডিয়ান বা প্রশাসক কর্তৃক সম্পাদনা পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়া হলেও সেই নিবন্ধে বা অন্য নিবন্ধে ঠিক একই ধরণের সম্পাদনা করছে। - Ashiq Shawon (আলাপ) ১৭:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @BengaliHindu: উপরে লক্ষ্য করুন - অপর একজন প্রশাসকও তাকে এই বিষয়ে ইতিপূর্বে সতর্ক করেছেন। - Ashiq Shawon (আলাপ) ১৭:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: দু-একটা উদাহরণ দিন, বুঝতে সুবিধা হবে। কল্যাণ সরকার (আলাপ) ১৮:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
ছোট নিবন্ধ তৈরি প্রসঙ্গে
সম্পাদনাপ্রিয় সুধী, আপনার তৈরি কান্ত কিশোর ভার্গব নিবন্ধটি খুবই ছোট, যা পড়ে বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যাচ্ছে না। দয়া করে অচিরেই তা সম্প্রসারণ করুন, নতুবা তা শীঘ্রই মুছে ফেলা হবে এবং {{ছোট নিবন্ধ}}
ও {{কাজ চলছে}}
এই দুইটি ট্যাগ সাময়িক সময়ের জন্য ঝুলিয়ে দিতে পারেন। আর এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই পাতাটি পড়তে পারেন। আরোও কিছু জানার থাকলে আমাকে আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ, আপনার উইকিযাত্রা শুভ হোক। -Ibrahim Husain Meraj (আলাপ) ০৫:০৬, ৩ মার্চ ২০১৭ (ইউটিসি)
আসলে আমি কান্ত কিশোর ভার্গব নিবন্ধটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছি। ইংরেজিতে বিশেষ কোনো তথ্য না থাকায় আমি অন্য কোথাও থেকে তথ্য খুঁজছি। পেলে অবশ্যই নিবন্ধটি সম্প্রসারণ করব। ধন্যবাদ। Bangali ind (আলাপ) ০৫:২২, ৩ মার্চ ২০১৭ (ইউটিসি)
নির্দিষ্ট কিছু শব্দের পরিবর্তন
সম্পাদনাসুধী, প্রায় সময় দেখা যায় আপনি নির্দিষ্ট কিছু শব্দ যেমন মরিচ-লঙ্কা, পানি-জল এরকম করে চলেছেন। এর আগে আপনাকে বার্তা দেওয়া হয়েছিল। এর কারণ কি? কায়সার আহমাদ (আলাপ) ১৬:২০, ১০ মার্চ ২০১৭ (ইউটিসি)
@Kayser Ahmad: ১. জল>পানি এই প্রসঙ্গ প্রায় ৬ মাসের পুরোনো। সুতরাং এই প্রসঙ্গ বাদ দিয়ে কথা বলাই ভালো। ২. লঙ্কা করার কারণ লঙ্কা নামে উইকি পাতাটি ছিল (আমি লঙ্কা>মরিচ প্রসঙ্গে সম্পাদনার ২ ঘন্টা পরে লঙ্কা উইকিপিডিয়া মরিচ উইকিপিডিয়ায় পরিবর্তিত হয়েছে)। ৩. সংসদ বাংলা অভিধান মতে, মরিচ মানে black pepper অর্থাৎ গোল মরিচ। আশা করি, গোল মরিচ আর লঙ্কা এক জিনিস নয়। সুতরাং লঙ্কা লেখাই ভালো মনে করেছি। Bangali ind (আলাপ) ০৪:৩৯, ১১ মার্চ ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)
সম্পাদনাসুপ্রিয় Bangali ind,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।
কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)
চিত্র:নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার.jpg ফাইলের উৎস সমস্যা
সম্পাদনাচিত্র:নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার.jpg আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।
যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।
আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১৯:০০, ৮ এপ্রিল ২০১৮ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় Bangali ind, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
সম্পাদনাসুপ্রিয় Bangali ind,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনাপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৪, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)