বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

কুমেরু আর অ্যান্টার্কটিকা

সম্পাদনা

প্রিয় সালমান চৌধুরী, বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্য করলাম, আপনি অ্যান্টার্কটিকা মহাদেশ সম্বন্ধে নিবন্ধ তৈরী করছেন। খুব সুন্দর কাজ হচ্ছে। কিন্তু একটা জিনিষ লক্ষ্য করলাম। আপনি অ্যান্টার্কটিকা নামের বদলে কুমেরু ব্যবহার করছেন। আসলে দুটি কিন্তু আলাদা। কুমেরু বলতে South Pole বা দক্ষিণ মেরুকে বোঝানো হয়ে থাকে, যা অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত। তাই অনেক সময় অ্যান্টার্কটিকা আর South Pole একই বলে ভুল হয়ে যায়। আমি আপনার নিবন্ধগুলিকে ট্রান্স-অ্যান্টার্কটিক পর্বতমালা, অ্যান্টার্কটিক উপদ্বীপঅ্যান্টার্কটিকার জীববৈচিত্র্য নামে স্থানান্তর করে দিলাম। আশা করি আমার বক্তব্য বোঝাতে পারলাম। আর হ্যা, দয়া করে নিবন্ধগুলিতে তথ্যসূত্র যোগ করতে ভুলবেন না। আপনার বাংলা উইকি সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৪০, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনার উত্তরের জন্য ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে গিয়েই দেখবেন, অনেক শব্দের কোন বাংলা পরিভাষা নেই বা তৈরী হয়নি। যেমন এশিয়া, ইউরোপ, ম্যালেরিয়া ইত্যাদি। সেইক্ষেত্রে উইকিপিডিয়ায় প্রচলিত নামেই সেই নিবন্ধগুলিকে রাখা হয়ে থাকে, তাতে খুঁজে পেতে সুবিধে হয়। অ্যান্টার্কটিকার বাংলা পরিভাষা খুজে না পেলেও কোন ক্ষতি নেই। অ্যান্টার্কটিকা শব্দটি বহুল প্রচলিত, তাই এই নামে থাকলেও কোন ক্ষতি হবে না। :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৪, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপনাকেও অনেক ধন্যবাদ বোধিসত্ত্ব দা। আপনার কাছে আরেকটু সাহায্য দরকার ছিল। কিছু গ্রহ সংক্রান্ত নিবন্ধে সম্পাদনা করতে গিয়ে দেখলাম 'তথ্যছক গ্রহ' বা 'Infobox planet' এ কিছু বাংলিশ প্রকৃতির (এপhelion, পেরিhelion), কিছু ভুল অনুবাদজনিত (named after, এক্ষেত্রে 'নামকরণের উৎস' কিন্তু অনুবাদ করা আছে 'পরবর্তী নামকরণ') সমস্যা আছে। কিন্তু সংশোধন করতে পারছি না। তথ্যছক সম্পাদনা করার পদ্ধতি জানালে অনেক উপকৃত হব। ধন্যবাদ। --সালমান চৌধুরী (আলাপ) ১৫:০০, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপনি 'তথ্যছক গ্রহ' বা 'Infobox planet' এর আগে টেমপ্লেট লিখে (এভাবে টেমপ্লেট:তথ্যছক গ্রহ) অনুসন্ধান করলে তথ্যছক পেয়ে যাবেন। তথ্যছকে নিবন্ধের মত 'সম্পাদনা' লেখায় ক্লিক করে সম্পাদনা করতে পারবেন। তথ্যছকে কিছু উইকি কোড আছে। যদি কিছু না বুঝেন তাহলে চিন্তার কিছু নেই। তথ্যছকের আলাপ পাতায় ভুলগুলি জানান। অন্য কেউ তখন ঠিক করে দিবে। --আফতাব (আলাপ) ১৫:০৪, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
অনেক ধন্যবাদ আফতাব ভাই। দেখি তথ্যছকের কিছু বিহিত করা যায় কিনা। :) --সালমান চৌধুরী (আলাপ) ১৫:১৫, ১ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সম্পূর্ণ করার অনুরোধ

সম্পাদনা

প্রিয় সালমান চৌধুরী, অসাধারণ কাজ হচ্ছে। যদিও এটার কোন নিয়মজনিত বাধ্যবাধকতা নেই, তবুও অনুরোধ করি। আমার অনুরোধ, একটা নিবন্ধ শেষ না করে পরের নিবন্ধে হাত না দিলেই ভালো। কি জানেন তো, আমাদের বাংলা উইকিপিডিয়াতে এমনিতেই স্বেচ্ছাসেবকের সংখ্যা খুব কম। আবার প্রত্যেকে নিজের নিজের পছন্দের জায়গায় কাজ করে থাকেন। তাই কোন নিবন্ধ অসম্পূর্ণ থেকে থাকলে তা সম্পূর্ণ করার মতো লোকবলের খুব অভাব থাকে। এই ভাবে প্রচুর অসম্পূর্ণ নিবন্ধ তৈরী হয়ে রয়ে গেছে। কিন্তু যদি আপনি তৈরী নিবন্ধগুলিকে একটি একটি করে ধরে শেষ করে মানসম্মত অবস্থায় আনতে পারেন, তবে আপনার নিজের একটা আত্মপ্রসাদ তো অবশ্যই লাভ হবে, পাঠকদেরও নিবন্ধটি পড়তে উৎসাহ হবে। তাই না? এটা আমার অনুরোধ, দয়া কঅরে ভেবে দেখবেন। আশা করি কিছু মনে করলেন না! -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৩৩, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

না না বোধিসত্ত্বদা, মনে করার কিছু নেই। :-) মানুষটা আমি বড়ই খামখেয়ালি প্রকৃতির, তাই আমার কাজের এমন এলোমেলো অবস্থা! ঠিক আছে, আগের নিবন্ধ গুলো শেষ করার চেষ্টা করি। আমি অবশ্য এই মুহুর্তে দুইটা নতুন নিবন্ধে কাজ করছিলাম, (দু তিন লাইন লিখে ছেড়ে দেয়ার ইচ্ছে ছিল!) নিবন্ধদুটো তৈরি করে ফেলি, তারপর পুরনো গুলো আস্তে আস্তে সম্পূর্ণ করার চেষ্টা করব। শুভরাত্রি। --সালমান চৌধুরী (আলাপ) ১৯:৪৬, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"টেমপ্লেট:ব্যবহারকারী বৃহত্তর বাংলাদেশী" অপসারণ প্রসঙ্গে

সম্পাদনা

{{subst:tfdnotice|1=ব্যবহারকারী বৃহত্তর বাংলাদেশী}} Intakhab ctg (আলাপ) ০৮:৪৪, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় Intakhab ctg,
আপনি টেমপ্লেট:ব্যবহারকারী_বৃহত্তর_বাংলাদেশী পাতাটি অপসারণের জন্য বিবেচনার তালিকাভুক্ত করেছেন খেয়াল করলাম। বিষয়টি একটু স্পর্শকাতর হলেও, ব্যবক্তিগত আগ্রহ থেকে টেমপ্লেট টি বানিয়েছিলাম আর কি। টেমপ্লেট টি উইকিপিডিয়া:অপসারণ নীতির ঠিক কোনটির কারণে আপত্তিকর বলে মনে করেন তা অনুগ্রহপূর্বক জানাবেন। যদি আক্রমণাত্মক বিষয় বলে বিবেচনা করেন তবে বলব সম্পূর্ণ ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ-অপছন্দ/মতাদর্শের বশীভূত হয়ে এটি বানিয়েছিলাম, ইংরেজি উইকিপিডিয়াতে অনেক ব্যবহারকারীকেই ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী টেমপ্লেট বানাতে দেখেই উদ্বুদ্ধ। এর কি পরিবর্তন করলে তা উইকিপিডিয়া থেকে অপসারণের তালিকা হতে বর্জন করা যাবে, তাও জানালে অত্যন্ত উপকৃত হব। অনেক ধন্যবাদ। - সালমান চৌধুরী (আলাপ) ১১:৩৭, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপনার টেমপ্লেটে যে মানচিত্র দেখিয়েছেন তাতে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের মানচিত্রের পরিবর্তন দেখানো হয়েছে। মানচিত্র দেশের সীমানা নির্দেশ করে আর সীমানার সাথে সার্বভৌমত্ব জড়িত। এটা কোনো একাডেমিক বিষয় না, তেমন কিছু হলে রেখে দেয়া যেত। বঙ্গ নিবন্ধে এমন একটি মানচিত্র রয়েছে তবে তা নিবন্ধের প্রয়োজনে, কোনো আদর্শকে প্রমোট করার জন্য না। যেহেতু এটার সাথে সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত তাই টেমপ্লেটটি পরিবর্তন না বরং অপসারণ করা প্রয়োজন। Intakhab ctg (আলাপ) ১৩:২৫, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
টেমপ্লেটের পাতাটি খালি করে দ্রুত অপসারণের আওতাভুক্ত করা হল। ধন্যবাদ। - সালমান চৌধুরী (আলাপ) ১৩:৩৮, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
পাতায় আপনার একটি নতুন বার্তা এসেছে
হ্যালো সালমান চৌধুরী, Talk:ইউমি ও কানায়েতে ডোরেমন পাতায় আপনার জন্য নতুন একটি বার্তা এসেছে।
০৯:০৮, ১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই নির্দেশনাটি মুছে ফেলতে পারেন।

কেন

সম্পাদনা

কেন আমার তথ্য সরানো ৷ জানতে পারি কি Mazid (আলাপ) ১৫:০০, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় Mazid, কুরআন নিবন্ধে বাংলা ভাষায় কুরআনের অনুবাদসমূহ অনুচ্ছেদের অভ্যন্তরে আপনার সম্পাদিত
অংশটি বাংলা অনুবাদসমূহের তালিকাভুক্ত কোন প্রসঙ্গ না হওয়ায় 'অপ্রাসঙ্গিকতা', কুরআনের অপরিবর্তনশীলতা/অপরিবর্তনযোগ্যতা সম্পর্কে সূচনা অনুচ্ছেদেই উল্লেখ থাকায় 'বাহুল্যতা', সম্পাদনার প্রথম অংশ "কুরআন হলো পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন অনুবাদ অযোগ্য বই ৷" বাক্যটি তথ্যসূত্রের অভাবে 'ব্যক্তিগত অভিমত' বলে বিবেচ্য হওয়ায় এবং কিছু ভাষাগত ত্রুটি থাকার কারণে তা অপসারণ করা হয়েছে। আশা করি অপসারণের পেছনে কারণ ব্যাখ্যা করতে সমর্থ হয়েছি। ধন্যবাদ এবং শুভরাত্রি। (সালমান চৌধুরী (আলাপ) ১৬:৩২, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি))উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা
 

সুপ্রিয় সালমান চৌধুরী,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সম্পাদনা

সুপ্রিয় সালমান চৌধুরী,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন