বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

লক্ষ্য করুন সম্পাদনা

স্বাগত ও শুভেচ্ছা নিন। আপনি সাইকেল চালনা নিবন্ধটি জমা দিয়েছেন। কিন্তু লক্ষ্য করুন আপনাকে en:Cycling পুরোটা অনুবাদ করে জমা দিতে হবে। যেমন: সাইকেল চালনা#ইতিহাস অংশে একটি লাইন আছে। আপনি en:Cycling#History অংশ অনুবাদ করে তা সম্পন্ন করুন। সাইকেল_চালনা#উপকরণ ও দক্ষতা অংশ অনুবাদ করতে হবে না, কারণ এটি ইতোমধ্যে করা আছে। সাইকেল চালনা#অবকাঠামো অংশ আবার পুরোটা নেই, আপনি তা en:Cycling#Infrastructure থেকে অনুবাদ করে যোগ করুন। তারপর en:Cycling#Types ও তার নিচের অংশগুলি অনুবাদ করে সাইকেল চালনা নিবন্ধের নিচের অংশে যোগ করুন।

আপনি ৫-১০ মিনিটে পুরোটা করতে পারবেন না। একটু সময় নিয়ে আস্তে আস্তে করুন। না বুঝলে আমাকে প্রশ্ন করুন। শুভকামনা। আফতাবুজ্জামান (আলাপ) ০০:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আসসালামুয়ালাইকুম। ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য। আমি আসলে বুঝতে পারছিলাম না। আমি বাংলা অনুবাদে প্রবেশ করেছি এবং সেখানে যতটুকু লক্ষ্য করেছি সেটা পরিমার্জন করছি। আমার প্রক্রিয়া কি ভুল আছে? মোহাম্মদ মাসুদ রানা (আলাপ) ০০:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
না, আপনার ভুল হয়নি। পরিমার্জন করে আরও ভালো করেছেন।
পরিমার্জনের পর, en:Cycling থেকে অনুবাদ করে নিবন্ধটি সম্প্রসারণ করা উচিত (উপরে "যেমন:" অংশে কিছু উদাহরণ দিয়েছি)। আফতাবুজ্জামান (আলাপ) ০০:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাম্মদ মাসুদ রানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে সাধুবাদ জানাই। আপনি নিবন্ধের শুরুতে {{কাজ চলছে/২০২৩}} কোডটি বসিয়ে দিয়ে নিশ্চিন্তে অনুবাদের কাজ চালিয়ে যান এতে করে অন্য ব্যবহারকারী প্রতিযোগিতা চলাকালীন উক্ত নিবন্ধটিতে কোন সম্পাদনা করতে পারবে না। আপনার সম্পাদনা শুভ হোক। আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০১:০১, ১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা সম্পাদনা

সুধী, ৬ দিন প্রায় হয়ে গেলো আপনি সাইকেল চালনা নিবন্ধ নিয়ে কাজ করেননি। আপনি কি নিবন্ধ নিয়ে সমস্যায় পড়েছেন বা অনুবাদ করতে অসুবিধা হচ্ছে? সেরকম কিছু হলে আমার সাহায্য চাইতে পারেন। মেহেদী আবেদীন ১৪:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন সম্পাদনা

 
সুপ্রিয় মোহাম্মদ মাসুদ রানা, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
(نقاش) عبد الله ০৯:২৩, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় মোহাম্মদ মাসুদ রানা,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন