বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

অনুবাদ প্রতিযোগীতার নিয়ম সম্পাদনা

সুধী, প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আপনি অনুবাদের জন্য ৬ টি নিবন্ধের পাশে স্বাক্ষর করছেন, যেগুলো হল - টোঙ্গা, মন্টিনিগ্রো, কোপেনহেগেন, টেনেসি, মার্শাল দ্বীপপুঞ্জ, মিসিসিপি। কিন্তু প্রতিযোগীতার নিয়মে একসাথে সর্বোচ্চ ৩ টি নিবন্ধে কাজ করা যাবে। পুরো নিবন্ধ ইংরেজি থেকে সাবলীল অনুবাদ করে জমা দিয়ে আবার ৩ টি নিবন্ধ নিতে পারেন। টোঙ্গা নিবন্ধে ইতিমধ্যে সম্পাদনা করছেন, তাই মন্টিনিগ্রো, কোপেনহেগেন, টেনেসি, মার্শাল দ্বীপপুঞ্জ, মিসিসিপি এর মধ্যে যেকোনো ২ টি নিবন্ধ রেখে বাকি ৩ টি নিবন্ধ ছেড়ে দিন। আপনি এখানে বলতে পারেন অথবা নিবন্ধ তালিকা থেকেও স্বাক্ষর মুছতে পারেন যে, যেগুলো ছেড়ে দিবেন সেগুলো। ধন্যবাদ। — AKanik 💬 ১০:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ !!! আমি ঠিক করে নিয়েছি। মোহাঃ আবুল হোসেন (আলাপ) ০৩:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ সম্পাদনা

সুধী, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে মিসিসিপি নিবন্ধটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। নাম লিখে গত ৭ দিনের বেশি সময়ে নিবন্ধটিতে আর কোনো কাজ করেন নি। তাই নিবন্ধটি অন্য প্রতিযোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ করতে চাইলে আবার নাম যোগ করুন (যদি অন্য কেউ ইতোমধ্যে নাম যোগ না করে থাকে) অথবা তালিকা থেকে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। শুভেচ্ছাসহ — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২২:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ !!! আমি ঠিক করে নিয়েছি। মোহাঃ আবুল হোসেন (আলাপ) ০৩:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন সম্পাদনা

 
সুপ্রিয় মোহাঃ আবুল হোসেন, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১১:১৯, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সালমান নদভী নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

  সুপ্রিয় মোহাঃ আবুল হোসেন, আমি Tanbiruzzaman। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ২৫ মার্চ, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৫ দিন পূর্বে সালমান নদভী নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটি একটি আত্মজীবনী অথবা এর বিষয় বা বিষয়ের সাথে সম্পর্কিত কারো দ্বারা ব্যাপকভাবে সম্পাদনা করা হয়েছে এবং সম্ভবত নিরপেক্ষভাবে লিখিত নয়
  2. নিবন্ধটিতে কোন উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত নেই
  3. নিবন্ধটির সাথে অন্য কোন উইকিপিডিয়া নিবন্ধের সংযোগ নেই
  4. নিবন্ধটি অন্য কোন নিবন্ধটির সাথে সংযুক্ত নেই। অর্থাৎ এটি একটি অনাথ নিবন্ধ
  5. নিবন্ধটিতে কোনও বিষয়শ্রেণী যোগ করা হয়নি

আপনি যা করতে পারেন:

  1. আপনি এটিকে আত্মজীবনী মনে না করলে বা অন্য কোনো মতামত থাকলে তা নিবন্ধটির আলাপ পাতায় ব্যক্ত করতে পারেন
  2. নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়ন করুন। তা নাহলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
  3. নিবন্ধের বাক্যের তথ্যসমূহের সাথে ও বিষবস্তুর সাথে সামঞ্জস্য রয়েছে এমন নিবন্ধসমূহের সাথে উইকিসংযোগ প্রদানের মাধ্যমে নিবন্ধটির উন্নয়ন করুন
  4. এই পাতাটি এর সম্পর্কিত নিবন্ধসমূহের সাথে সংযোগ করুন
  5. একটি বিষয়শ্রেণী যোগ করুন, যেন এটি এই বিষয়ের অন্যান্য নিবন্ধের সাথে আপনার নিবন্ধটি তালিকাভুক্ত করা যায়

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। → Tanbiruzzaman 💬 ০২:৪০, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় জমাদানকৃত আল রাযী নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

সুপ্রিয় উইকিপিডিয়ান, উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। সম্প্রতি আপনি আল রাযী শীর্ষক নিবন্ধ পর্যালোচনার জন্য জমা দিয়েছেন। নিবন্ধের অনুবাদ প্রক্রিয়া মোটামুটি ঠিক আছে, কিন্তু বক্তব্যে কিছুটা যান্ত্রিকতার আভাস লক্ষণীয়। তাই আপনাকে যথাশীঘ্র সম্ভব ছোটখাটো ভুলগুলো শুধরে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কাজ শেষ হলে আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদান্তে, সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ০১:২৮, ২৬ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পুনরায় সংশোধন ও রিভিও করা হয়েছে মোহাঃ আবুল হোসেন (আলাপ) ০৩:৪৪, ২৭ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@ইশতিয়াক আব্দুল্লাহশাকিল (আলাপ · অবদান) ১৮:১০, ২৭ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাঃ আবুল হোসেন লক্ষ্য করুন, আপনি যথাযথভাবে তথ্যসূত্র যোগ করেননি। ইংরেজি নিবন্ধে যান, সেখানে যেসব বাক্যের পাশে তথ্যসূত্র বা রেফারেন্স আছে, বাংলায় ঠিক সেসব বাক্যের পাশে ইংরেজি থেকে কপি করে এনে তথ্যসূত্র বসান। দ্বিতীয়ত, অনেক বাক্য অপ্রয়োজনে গাঢ় বা বোল্ড করেছেন। তা না করে, ইংরেজি নিবন্ধে যেমন আছে, তেমন করুন।
আর, অনুবাদের মানের বিষয়ে ইশতিয়াক পর্যালোচনা করে বলবে। ≈ Adkins Samba  «আলাপ» ২১:০৯, ২৭ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাঃ আবুল হোসেন, নিবন্ধ সময়মতো সংশোধন করা না হলে প্রতিযোগিতায় গৃহীত হবে না। ≈ Adkins Samba  «আলাপ» ০৮:৫০, ৩০ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মোহাঃ আবুল হোসেন সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার অনুবাদ মোটামুটি ঠিক আছে। কিন্তু আপনি কোন তথ্যসুত্র নতুন করে যোগ করেননি। অথচ ইংরেজি নিবন্ধে প্রায় ৭৩টি তথ্যসুত্র আছে। তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে অতিসত্বর তথ্যসূত্র সমূহ সঠিক জায়গা অনুসারে বসিয়ে নেবার জন্য। অন্যথায় এতো পরিশ্রম করে অনুবাদকৃত নিবন্ধ বাতিল হয়ে যাবে। ধন্যবাদান্তে সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ১৭:২২, ৩০ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত আল রাযী নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় মোহাঃ আবুল হোসেন,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত আল রাযী নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ১২:০৫, ২ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ - ফরম পূরণ করুন সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ সম্প্রসারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ও ফাহাদ (আলাপ) ২০:৩৯, ৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় মোহাঃ আবুল হোসেন,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন