বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

আগস্ট 2016 সম্পাদনা

  Please stop adding unsourced content, as you did to শাহাবাদ ইউনিয়ন. This contravenes Wikipedia's policy on verifiability. If you continue to do so, you may be blocked from editing Wikipedia. দয়া করে , এত ছোট ছোট নিবন্ধ তৈরী করবেন না -- Muḥammad (আলাপ) ২২:৩৬, ৬ আগস্ট ২০১৬ (ইউটিসি) Muḥammad (আলাপ) ২২:৩৬, ৬ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় জাহিদুল আলম কাঞ্চন!
আমিও শ্রী Muḥammad-এর বলা কথারই পুনরাবৃত্তি করছি। আপনি একের পর এক নিবন্ধ তৈরি করে চলেছেন, যেগুলি খুবই ছোট এবং তথ্যসূত্রবিহীন। অনুগ্রহ করে এর থেকে বিরত হোন। নতুন নিবন্ধ তৈরির আগে দয়া করে আপনার ইতিমধ্যেই তৈরি নিবন্ধগুলি সম্প্রসারণ করে একটি ন্যুনতম আকার ও মানে পৌঁছে দিন। -- Arindam Maitra (আলাপ) ০২:৩২, ৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

  Please stop adding unsourced content, as you did to আউড়িয়া_ইউনিয়ন. This contravenes Wikipedia's policy on verifiability. If you continue to do so, you may be blocked from editing Wikipedia. [n.b: " There are 4,554 Unions in Bangladesh "] -- Muḥammad (আলাপ) ১২:৪৬, ৮ আগস্ট ২০১৬ (ইউটিসি) Muḥammad (আলাপ) ১২:৪৬, ৮ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ছোট নিবন্ধ, নাকি নিবন্ধের ফুলঝুড়ি? সম্পাদনা

জনাব, জাহিদুল আলম কাঞ্চন,
আপনাকে এই দুটি নিবন্ধ পড়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

বিঃ দ্রঃ নীতিমালা বিরোধী সম্পাদনা উইকিপিডিয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। --রসু (আলাপ · অবদান · ইমেইল) ০৪:০৫, ৩১ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

জাহিদুল ভাই বোদহয় ৪,৫৫৪ টি নিবন্ধ তৈরী করেই ছাড়বেন (ইউনিয়ন)। শুভকামনা -- Muḥammad (আলাপ) ০৯:০৬, ৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় জাহিদুল আলম কাঞ্চন,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন